-- কাতলা মাছের ঝোলটা !! উফ পুরো চুমু !!
-- হঠাৎ প্রশংসা?
-- করবোনা!! পাকা, আধসেদ্ধ পটল, পেটে কটকটে বিচি,
গড়াগড়ি দিচ্ছে ট্যালট্যালে ঝোলে... সাথে তোমার
স্পেশাল ইনগ্রিডিয়েন্ট...
-- পাকা পটল নাহয় বুঝলাম, দ্বিতীয়-টা?
-- এইযে বেড়োচ্ছে মুখ থেকে... ভ্যাসমল ফ্লেভার-যুক্ত তোমার
একটি সুরক্ষিত কালো চুল।
-- আজ-ও !!!
-
পড়ে যায় চুল, দোষ কি তার!
বুদ্ধি যে গিজগিজ করে মাথায়!
অকালে পড়লে চুল,পাবেন না ভয়!
টাকেই হোক বুদ্ধির জয়!-
বেনীর ভাঁজে আলতো হাওয়া,
মুক্ত কেশে মেঘের পালক ছোঁয়া,
জাগায় মনে প্রেম শিহরণ,
হোক তবে এলোকেশী প্রেম নিবেদন।
-
আঁধার কালো রাতের মত,
কোকিল কালো জলের মত,
যেন অন্ধকার দলা পাকিয়ে আছে,
যেন সাদা পাতায় কালো কালি ছড়িয়ে আছে,
অন্ধকার যেন বটগাছের মত দাঁড়িয়ে,
কাঁপছে কালো ঝুড়িগুচ্ছ ভূমির দিকে তাকিয়ে।
এহেন ঘন কেশগুচ্ছরাশি যেন আকাশ ঢাকিয়া আছে।
না, নাটোরের বনলতা সেনের কেশ বর্ণনা নয় এটা, এটা আমার চুলের বর্ণনা।
লকডাউন আর কদিন চললে স্বয়ং কালিদাসও মনে হয় আমার চুলের বর্ণনা দিতে ভাষা খুঁজে পাবেন না!-
জঘন্যভাবে কাটা চুলের চাইতে...
ন্যাড়া হয়ে যাওয়া অনেক ভাল ও ভদ্রলোকচিত।
কি আর বলব...-
কালো মেঘের ভেলা ভাসে তোমার চুলে;
কি মায়া হরিণী চোখে ▪
লাজুক লাল মিষ্টি হাসি তোমার গালে-
লাল শাড়ি, লাল চুড়ি, কালো কেশী চুল,
চামড়াটা যেমন তেমন, মনটা সতেজ ফুল।-
#havoc_রাত্রি
সবসময় মুখে কথা কেন হবে বলতে।
সে তো বাঁধলো হৃদয় চুল বাঁধতে বাঁধতে।।
© দীপঙ্কর চৌধুরী-