রাত জাগা লাইন গুলো সব ভাসিয়ে দিলাম বানে,
ভালবাসার নৌকারা সব ফিরে না মায়ার টানে।-
বন্ধু আমার পরমাত্মা।
তাকালেই পুড়বি মন ভিসুভিয়াসের আগুনে,
মন পাখিটা উড়বেই বসন্তে কিংবা ফাগুনে।-
মনের দূরুত্ব কমবার নয় যদি তুমি না চাও,
আমি হচ্ছি পালহীন নৌকা যেমন ইচ্ছা বাও।-
তোমার টোল পড়া সেই হাসি
আমার মন ভালোর কারন,
তোমায় ভাল লাগতেই পারে
কিন্তু প্রেমে পড়া বারণ।-
প্রচারমুখী ভালবাসা তোমার অন্তর ভরা বিষে
সুপ্ত ভালবাসারা পাশেই থাকে হাত ধরে দিন শেষে।-
ঝাপসা শহরে ঝাপসা তুমি ঝাপসা তোমার মন
ছুঁতে চেয়েও মন পাই না ছোঁয়া যতই করি পণ।-
তুমি ছিলে ছলনাময়ী, নিজেই নিজের নাম দিয়েছিলে সীতা,
আমি জিন্দালাশ,নিজেই জ্বালাই আগুন নিজ ভুলের চিতায়।-
স্বপ্নদের কাঁদিয়ে তুমি হাসছো অন্য কারো ঘরে
মিথ্যে অভিনয়ের বিচার হবে দুদিন আগে বা পরে।-
আলো ছায়ার সব গল্পগুলো তোমার শহরেই মানায়,
সার্থক ভালবাসার গল্পগুলো আমার গ্রামই বানায়।-
খুঁজে খুঁজে ক্লান্ত তুমি
পাওনা আমার খোঁজ?
হৃদয় দিয়ে খুঁজে দেখো,
দেখবে আমায় রোজ।-