চাঁদ মামা ও চাঁদ মামা,
চলো না!! মা-বাবা'দের'
খেয়াল রাখি,
খালি।-
জেগে থাকে মরা চাঁদ–
নীরব সে জোছনা
জীবন যুদ্ধের সংকটে,
ভালো থাকার ছলনা...
-
চাঁদের সঙ্গে-
ইসরো খোঁজ করবে, চাঁদের অঙ্গে।
অনেক বছর পর,চাঁদের উদ্দেশ্যে..
পৌঁছাবে ইসরো চাঁদকে ভালোবেসে।
চাঁদ ও পৃথিবীর এই ভালোবাসা,
জানার জন্য আমাদের এত কাছে আসা।
আবার দেখা হবে, পৃথিবী ও চাঁদের,
যেখানে পৌঁছায় না আলো সূর্যের।
প্রার্থনা করো, এক সফল অভিযানের,
সফল হলে ভারত হবে উন্নতমানের..
আবার দেখা হবে, তথ্য জানার জন্য,
চাঁদেতো বারবার যাবে, আগে বাঁচাও অরণ্য....-
জোৎস্না আলো চাঁদের ভালোবাসায়ে ভরে যাক..
আনন্দের চাঁদ উঠুক আজ...
তোমার আমার সকলের হোক ভালো...-
রয়েছে হয়তো চাঁদের বুকে, অজস্র কলঙ্কের দাগ!
তবুও কেউ কেড়ে নিতে পারবে না কোনদিন,
তার অপরূপ সৌন্দর্যের ভাগ।-
কলঙ্ক লাগলে গায়ে, সবাই বুঝি মুখ লুকায়,
অমাবস্যার রাত নামে তাই চাঁদের কলঙ্কের দায়।-
কানে যন্ত্র, অনুপম রায়, একাকী পায়চারি ছাদ
ফেরৎ পাখি, শান্ত হাওয়া, আবছা ক্লান্ত চাঁদ...-
পূর্ণিমার চাঁদে কলঙ্ক থাকে,
ভাঙন ধরে তাতে।
কলঙ্ক থাকে প্রতিপদের চাঁদেও,
আবার পূর্ণ হয় কলঙ্ক নিয়েই।
জোৎস্না নিষ্কলঙ্ক,,
কলঙ্কিত,,
তবু পাপ থাকেনা চাঁদে,
পাপ মাখে পাপী মন।-
(ভূগোলের ক্লাস চলাকালীন মাষ্টারমশাই ও ছাত্রের মধ্যে আলাপন)🌍🌎🌏
শিক্ষক-: বলোতো, "আকাশ কেন ডাকে.."?☁️🌩
ছাত্র-: যখন "আকাশের চাঁদ মাটির বুকেতে.." নেমে আসে,,তখনই আকাশ কান্না করে ডাকে।
শিক্ষক-: "মার ঝাড়ু মার, ঝাড়ু মেরে ঝেটিয়ে বিদেয় কর.."😡🤬
ছাত্র-: "ও.. চাঁদ, আমার কী অপরাধ, তুমি বলে দাও.."।😭😢
শিক্ষক-: "ভুল,,সবই ভুল"।🤫
ছাত্র-: "তুমি চিরদিন ভীষণ কঠিন...."।🤥
শিক্ষক-: বলোতো কেন "চাঁদের গায়ে চাঁদ লেগেছে"?🌙🌒
ছাত্র-: "চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করবো কী...."?🌘😛😋
শিক্ষক-: "ঢলে যেতে যেতে, ডুবে গেল শেষে.."।😑
(ঢং ঢং করে ছুটির ঘণ্টা বাজে)
ছাত্র-: "বাজলো ছুটির ঘন্টা,,হো হো মন নিরুদ্দেশে..."।👨🏫👩🏫
শিক্ষক-: "একটু বোসো, চলে যেও না..."!👨💻
ছাত্র-: "যেতে দাও আমায় ডেকো না....কবে কী আমি বলেছি, মনে রেখো না"!😇
শিক্ষক-: জানো কী, "পৃথিবীটা নাকী ছোট হতে হতে, ড্রয়িংরুমে রাখা বোকা বাক্সে বন্দী..."!🖥
ছাত্র-: "সেই নার্সারী থেকে শুরু, আর পারছিনা গুরু..."।😭
শিক্ষক-: বলোতো, " চাঁদ কেনো আসেনা আমার ঘরে...."?😎
ছাত্র-: "একবার বিদায় দে মা, ঘুরে আসি..."!🤐😑
শিক্ষক-: "আহা, রাগ করো না, সোনা রাগ করো না..."।😜
ছাত্র-: "চির বিদায় গাইতে এলাম......"!😪😪
-
উঠেছিলো কাল খুশির চাঁদ
হলো আজ ঈদ মুবারক,
তবে হলো না আগের মতো খুশি
যে খুশি ছিল আগে প্রত্যেক ঈদে ,
তবুও সবাইকে ঈদ মুবারক ।
হতে পারে সবাই ভিন্ন প্রজাতির মানুষ
তবুও উৎসব তো সবারই তাই না।।
-