QUOTES ON #কালোমেয়ে

#কালোমেয়ে quotes

Trending | Latest
4 SEP 2020 AT 10:04

বাবা মায়ের ঘোর দুশ্চিন্তা !
মুখ দেখাবে কী করে এই সমাজে ,
কী বলবে লোকে, বা লোক কে কী বলবে ?
এমন কাজ কেন করলো ছেলে ভাবলো না একবারো
বাবা মায়ের কথা।
বাবা মা ভাবলো ছেলে তাদের উচ্ছনে গেছে
সব শেষ, কিছু টাকা ইনকাম করছে বলে একেবারে
মাথা কিনে নিয়েছে, যা মনে আসে তাই করছে,
পাড়ার লোকের তোয়াক্কাই করে না।
বাবা মা ভাবলো তাদের পছন্দের মেয়ে কে
ছেলে টা একবার দেখা তো দূরে থাক,
মেয়ের বাপের অনেক টাকা,একমাত্র মেয়ে
সে-সব কিছুই ভাবলো না ?
শেষ পর্যন্ত বিয়ে করে আনলো নিজের পছন্দে
এক হাড় হাভাতের বিধবা কে,
''দেখো দেখো গায়ের রং এ অমাবস্যার নিকষিত কালি!"
সঙ্গে আবার আগের পক্ষের বছর দেড়েক এর একটা বাচ্চা মেয়ে ....!

এমন কাজ কেন করলো ছেলে ভাবলো না একবারো
বাবা মায়ের কথা!
কী বলবে লোকে, বা লোক কে কী বলবো !
বাবা মায়ের ঘোর দুশ্চিন্তা -
মুখ দেখাবে কী করে এই সমাজে ?

-



কালো মেয়ের মনে থাকেনা অহংকার,
ভালোবাসতে রুপের কি দরকার?
একটা কালো মেয়ে"ই"পারে,
বদলে দিতে জীবন আমার।।

-


26 SEP 2020 AT 19:55

অসম্ভব বলে যে কিছুই হয় না ........

সেই কালো মেয়েটিও; যে এই সমাজের কাছে
দিন রাত নিজের রূপের জন্য কথা শুনে এসেছে,
সেও তার প্রাপ্য ভালোবাসা পেয়েছে
কিন্তু সেটা "বাস্তবে" নয় "উপন্যাসের পাতায়" ।।।

-


14 JUL 2021 AT 14:19

যদি বলি কাঠগোলাপের মায়া
হারিয়েছি সেই হলদে গোলাপির কায়ায়
মনের এককোনে সিঁদুরে লালের শ্রয়ে
আলপনা আঁকা প্রেমের গোলা দিয়ে

শ্রাবন ধরেছে ঐ কালো গগন ভ্রাসে
হৃদরোগের ঐ মরন কাকঁন চাপে
মৃত্যু গন্ধ হাওয়ায় পরে ভাসে
কালো মেয়ের বাদাম রাঙা চুলে কাঠগোলাপের পাগলামিতে ....
আর কুঞ্চিত ঠোঁটে আর একটি বারো ছুঁয়ে কি দেখা যাবে!!!

-



মনের মাঝে তার হীরের দ্যুতি ,
সুখ খুঁজোনা চামড়ার রঙে ।
কালো মেয়ের দেহ ঘিরে রংমিলান্তি !
প্রজাপতি ডানা মেলে ...

-



আমি বেমানান তোমাদের" ভালোবাসার" জগতে,
তোমরা ভালোবাসা খুঁজে বেড়াও রুপে অর্থে
আর আমি ভালোবাসা খুঁজে ফিরি রুপ হীন কালো মেয়ের বিশ্বাসে।।

-


13 AUG 2019 AT 13:59

#কালো_মেয়ে #
গায়ের রং টা আমার কালো,
তাই তো কেউ বাসে না ভালো।
যদিও বলতে নেই এসব কথা,
তবু তাদের জন্য ভাবায় মাথা।
ভাগ্যটা আমার খুবই দূর্বল,
কঠোর কর্মের মাধ্যমে পাই যে ফল।
কালো বলেই হয়েছি হেয় তার কাছে,
তাই তো "ভালো থেকো" বলেই চলে গেছে।
গায়ের রঙে দিয়েছে আমায় দোহায়,
স্বপ্ন দেখিয়ে ভেঙ্গেছে নিজেই আবার।
কালো বলেই নেইকো কোনো আমার গল্প,
কেউ লেখে না আমার জন্ম বৃত্তান্ত।
গরিব ঘরেই জন্ম আমার খুঁজছি একটু শান্তি,
পড়াশোনা আর কিছু নীরবতায় আমার পংক্তি।
ক্লাসের বোর্ড টাও তো কালো,
সেটা তহ কত জীবনের আলো।
তবে কেনো এত অবহেলা আমায়,
শিক্ষিত হয়েও ব্যবহার তার অশিক্ষিতের ন্যায়।
রূপের মূল্য যদি খোঁজ পাবে কি মনের মূল্য?
আমি জানি আমার আছে প্রেমিক কৃষ্ণতুল্য।

-


2 FEB 2018 AT 0:26

কালো রাজকন্যে









-



কালো মেয়েটার
গল্প
লিখতে
বসলাম
আর
প্রেমে
পড়ে গেলাম
কেমন
করে জানি

কালো মেয়েদেরও গল্প হয়
আর সেটা খুব দামী

-



কালো মেয়ে তুই কিসের জন্য
কাদিস নীরবে
যন্ত্রনা লুকিয়ে রাখিস কেন
মনের বদ্ধ ঘড়ে
জানিস তুই কালোতেই
কতো সুন্দর
তোকে নিয়ে যারা বিদ্রূপ করে
তারা তোর দেহের রঙেই জ্বলে
তুই আজ মুক্তো হো
আকাশ শহর সবই তোর








-