QUOTES ON #কান্না

#কান্না quotes

Trending | Latest

সময় কঠিন,
ছেঁড়া রোদে সেঁকে নেয় ওরা খালি পেট;
মাথার উপর খোলা আকাশ হাসে আজ,
অতল বিষের ঘোলা জলে বানভাসি সব;
দু-চার দানা খুঁদ কুটো ছেটানো কাদায়!!
খিদে বেচে কেনা শখের খাটের পায়ায়,
আঁকড়ে ধরার গলা ফাটানো আর্তনাদ;
ওদের জীবন ব্যাবিলনের ঝুলন্ত উপত্যকা
খেলনা পুতুলের মত শূন্য থেকে শুরু হয়।

-


8 DEC 2020 AT 10:30

-


20 NOV 2020 AT 10:22

-


19 MAY 2020 AT 9:06

নাকি বুঝেও না বোঝার ভান করে গেলি?
নদীর পাড়ে দেওয়া কথার দাম আছে,
কিন্তু সমাজের প্রতি কোনো দায়বদ্ধতা নেই?
আমাকে পাওয়ার লোভটাই বড় হলো?
সূর্য ডুবলে চাঁদ আর তারাদের জাগতেই হয়,
অন্ধকার দূর করতে।
কই তারা তো বলেনা,
যে আকাশে সূর্য নেই,
সেখানে আমরাও থাকবোনা?
এত সহজে হেরে গেলি?
ওই পশুরা যেদিন আমায় মারলো,
তুইও মরে গেলি ভিতরে ভিতরে,
যদিও তোর মধ্যে আগুন দেখতে চেয়েছিলাম আমি।

-


26 OCT 2021 AT 21:58





-


12 JUN 2020 AT 19:38

কাঁদছিস কেন খোকা?
আচ্ছা তুই কি এতই বড়ো বোকা,
জানিস না?
কান্না পুরুষ মানুষকে শোভা পায় না।

-


8 JUL 2019 AT 9:48

মেয়েটি আজও উপরের দিকে তাকিয়ে চোখের জল ফেলে,
কারণ ছেলেটির নাম ছিল ' আকাশ'।।

-


13 DEC 2019 AT 22:22

রাত যত বাড়ছে জানো?
দূরত্ব রোগে ভুগছে মনের লেন...
তোমার আছে নিকোটিন জানি,
আমারও আছে হাতে রক্তঝরা পেন...
কি হবে বলো ছন্দে লিখে?
সবার শুধু সেই ছেড়ে যাওয়ার তাড়া....
কি হবে আর 'সে-তার'এ সুর খুঁজে ?
জীবন যখন আবোল-তাবোল,ছন্ন-ছাড়া !
নিঃশব্দে আঁশটে অসুখ চার দেওয়াল জুড়ে,
জানি চোখের কালশিটেরা কথা বলেনা....
এ শহরে সুখও বিক্রি হয় নিয়ন আলোয়,
শুধু ভালোবাসাতে অপেক্ষারা মেশেনা !
ভালোবাসার বদলে অগাধ ক্ষণস্থায়ী মন্দবাসা,
তোমার ঠিকানা বদল হবেই তুমি জানো...
মনের মানুষ নিখোঁজ হলে সাময়িক যোগাযোগ,
অর্থহীন ভীষণ সে তুমি মানো আর নাই মানো!
সম্পর্কের ইতির পর পড়ে,আমি আর আমার আয়না..
কাউকে কতটা ভালোবাসা যায় বোঝানো যায়না কারণ,
সব আঁকা গেলেও চোখের জল কোনোদিনও আঁকা যায়না.....!!

-



হৃদয় ভর্তি কষ্ট ,
বালিস ভর্তি কান্না ,
এসব ছাড়া নাকি
ভালোবাসা যাইনা ।।

️✒রুম্পিতা

-



বালিশ চাঁপা কান্নাগুলো নতুন ভাবে প্রকাশ পায় ।
হাজার হাজার মানুষ ভিড়ে কান্নাগুলো শুনতে চায় ।
দিনের বছর হাসায় লোকে কান্নাটাও যার লুকিয়ে থাকে ।
কষ্ট পাওয়া যন্ত্রণাটা অন্যের কাছেও তামাশা লাগে ।
নিজের কষ্টতেই হেসে গেলে , তবে অন্যরা কি দোষ করেছে ?
তোমার ব্যাথার কারণ শোনালে মলম কেউ কি বাতলে দিয়েছে ?
আচ্ছা বাদ দাও তুমিও কি কারো কষ্ট শুনেও জানতে চেয়েছো কারণটা ?
কষ্ট পেলেও কান্না বারণ শুনতে পাওনি কি বারণটা ?
তুমি ঠাট্টা করেছো সবার সাথে আর নিজের বেলায় স্বার্থপর ।
সুখের মাঝে সবাই কাছের , দুঃখতেই যে আপন পর ।

-