তুমি কেমন আছো?
ভালোই আছি !
জানো ! ঘুরছি সবাই,
ঘুর্ণায়মান একই আবর্তে !
তুমি ভালো আছো কি?
কি জানি !
আমরা কেউ কি ! কারো ডাকে
সাড়া দিচ্ছি? তুমিই বলো !
যাবে! ডিজে ছেড়ে !
আমার গায়ে! বাউল উৎসবে?
চলো।-
ভালোবাসার লক্ষ দিয়ার আলোয় জ্বলে উঠুক অমানিশার আঁধার,
জীবনের হিল্লোল ছড়িয়ে পড়ুক প্রতিটি কোষে, প্রতি মুহূর্তে,
আনন্দের পদধ্বনিতে অনুরণিত হোক প্রতিটি অন্তর।-
আসছে মা,সবার মাঝে, জাতপাতের কি যায়ে আসে
রক্ত যদি লাল হয় সবার, তবে ভক্তে কেন বিভেদ থাকে?-
সকল উঠোন জুড়ে হোক উৎসব আয়োজন
শিক্ষা উঠুক ধর্মের'পরে,
মানুষ আবার মানুষ হোক
ঠিক মানুষের মত করে।-
উৎসবের পরে,
পড়ে থাকে কিছু খড়কুটো
তোমার-আমার বিক্ষিপ্ত আশারা।
প্রদীপ নেভার পর তাতে যেটুকু,
আলো লেগে থাকে
তাই দিয়ে আমি নতুনের সন্ধান করি।
যে বাতাস ভীষণ একা
তুমি তাকে বাধঁতে চাও?
কী উপায়ে বলো তো....
সে সঙ্গীহীন, দিশাহীন
তাঁর গায়ে কান পাতলে খালি শোনা যায়
হুহু শব্দ করে কেউ যেন বলছে,
উৎসবের পরে... কী পড়ে থাকে?
-
যাব নাকো বাইরে দূরে - -
অসুর আছে অগোচরে...
যখন খুশি মারবে ধরে - -
ভালো হবে ঘরেই থাকা.
ঘরে বসে ই পুজো দেখা..
-
দূরীভূত হোক সব অন্ধকার, আপন করে নিও উজাড় ভালোবাসা।
।। সবাইকে জানাই শুভ দীপাবলি।।-
আলোর রোশনাই এলো শুভদিন
চারিদিকে আলোক সারি সারি
উৎসব মুখর দিনের মাঝে
নিঃশেষিত হবে মহামারী
ঝলমলে উজ্জ্বল রাতের সাথে
কাটাবো জীবন আনন্দে
দীপাবলির পূণ্য আলোয়
মনটা ভরায় সানন্দে,
সবার তরে এক অনুরোধ
কাটাও দিন খুশির সাথে
কিন্তু এবারের দীপাবলিতে
আতসবাজি নিও না হাতে।
কলমে - বিপ্লব💔-