Kuh Eli   (Kuheli)
29 Followers · 8 Following

Live the life and love the life
Joined 5 September 2020


Live the life and love the life
Joined 5 September 2020
4 FEB 2022 AT 21:32

ভেসে যায় প্রতিদিন..
কেন চলে গেলে এতদূর...
রাতের আঁধারে.. প্রতি মুহুর্তে..
খুঁজে বেড়াই আকাশের নক্ষত্রের মাঝে..
ফিরে পাওয়ার অপেক্ষায়..
আরো একটা জন্মের...।

-


21 JAN 2022 AT 0:00

চলে গেলি এত তাড়াতাড়ি..!!!
এমন ফাঁকি দিয়ে যেতে আছে!!!

-


19 JAN 2022 AT 23:24

তোমার পাড়ার আশেপাশে
ঘুরে বেড়ায় আমার মন..
উপেক্ষা, অবহেলা পেয়েও
যে মন মরে না..
সেই অবুঝ অস্হির মন..
তোমায় ফিরে পাওয়ার আশায়..
স্বপ্ন দেখে...

-


18 JAN 2022 AT 21:55

আসুক এই বিবর্ণ জীবনে..
যেখানে পথের কষ্ট ভুলে
আনন্দ আর ভালোলাগা মিশে যাবে
পায়ে চলার ছন্দে--
এগিয়ে যাব তোর সাথে..

-


18 JAN 2022 AT 0:47

কত জন্ম পার হয়ে যাবে..??
মাস বর্ষ পার হয়ে..
কত প্রহর হয়েছে অতিক্রান্ত..
দীর্ঘশ্বাসের দহনে
শুকিয়ে গেছে চোখের জল
তবু ও অপেক্ষা ত মরে না..
তৃষ্ণাকাতর মরুভূমি
যেমন বৃষ্টির আশায় দিন গোনে...

-


17 JAN 2022 AT 0:13


মনের গহীন গহনে
জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে
তার জন্য মন কেমন করা
পাগলাটে অবুঝ হৃদয়ে...

-


16 JAN 2022 AT 0:56

এনে দিতে সময় বেশি
লাগল না।
কয়েকটি শব্দের খেলা
নির্মম নিঠুর হয়ে
লক্ষ যোজন দূরত্ব সৃষ্টি করল।
অপেক্ষা কি তখন ও জাগে!!
শত আলোকবর্ষ পার হয়ে..?

-


14 JAN 2022 AT 19:55

তবে তা ভুল বলা হবে...
রাতের আঁধার যখন ঘন হয়ে আসে..
কালো চোখের সামনে ভেসে আসে
রঙিন স্বপ্ন.. নানা রঙের দিন..
সেগুলো ত ফুরিয়ে গেছে.. কবে কখন..
তার ফেলে যাওয়া পথে ত..
চাওয়া আছে.. চাহিদা আছে...
পূরণের আশা ক ই !!!!

-


11 JUL 2021 AT 15:51

ঝড় বৃষ্টি তুফান কোন কিছু ই
আমাদের আলাদা করতে পারবে না।
বকুল, রুদ্রপলাশের ফুলঝরা পথে
হেঁটেছি কত.. মাদার গাছের
ঝাপসা ছায়ায় বৃষ্টি ধারা কমেছে..
রোদ বৃষ্টি ত বিচ্ছেদ আনে নি...
............. সময়ের সারণীতে..
কে কোথায়!!

-


10 JUL 2021 AT 21:22

ঘন কুয়াশা মাখা আলোছায়ার মাঝে
পাহাড়ি পথ হেঁটেছি তোর সাথে...
সেদিনের সাক্ষী সবুজ পাইনের সারি..... রক্তাভ - গোলাপী রডোডেনড্রনের গুচ্ছ
ঝরে গেছে পাতা.. ঝরে গেছে ফুল..
স্মৃতি আজ ও অমলিন..

-


Fetching Kuh Eli Quotes