QUOTES ON #আলোর

#আলোর quotes

Trending | Latest
7 OCT 2022 AT 10:05

-


14 NOV 2024 AT 12:46

আলোর বারান্দা
কারা যেন মনের উত্তাপে ভালোবাসা- সাজিয়েছিল হাজার আলো হাতে।
সুখ বুঝি ছুঁয়েছিল অনেক অ-সুখের সাথে-
কোন এক ধূসর মায়াবী রাতে।
আঁধার কেটে গেছে চাঁদনী মায়ায়-
বিহ্বলতা ছিল চোখের তারায়,
সর্বগ্রাসী ক্ষুধা ছিল অন্তর ছায়ায়,
মোরে গ্রাসিতে চেয়েছে বারবার;
বাসনায় সে অনন্ত দুর্বার।
এক ফালি বারান্দায় রচেছে স্বপ্নবাসর-
পড়েছে কি তার ছায়া জীবন দর্পণে,
সেথা মোর মরণ লেখা আছে!
কবির কলমের চরণে চরণে।



-


23 SEP 2024 AT 13:42

অন্ধকারে অভ্যাস হয়েছি
আঁধার ঘনায় বিকেলগুলোয়
চোখের মাঝে স্বপ্নগুলো ঝাপসা দেখি
কিছু যেন যায় আসে না মোটেই কারোর
হঠাৎ যখন খবর রটে
আলোর দেখা মিলছে ক্ষীন
বুকের ভিতর দুন্দুভিটা
অনর্গল বাজছে যে
হতাশায় বসত গড়ে
সঙ্গী যখন একাকীত্ব
একটু আলোর স্ফুলিঙ্গে
হতেই পারে অনেককিছু
অনুভূতিহীন মানুষটার
আবেগগুলো বড্ডো কাঁদায়
হিসেবে খাতাটায় বড্ডো জ্বালায়

-


14 NOV 2024 AT 15:49

কতো স্মৃতি পড়ছে মনে আলোর বারান্দায় দাঁড়িয়ে দিন মাস বছর চলে যায় আসে
সুখ আঁকা ওই বারান্দার অল্প পরিসরে
আমার গল্প শুরু ডাইরী র পাতায় খস খস করে লিখে ফেলি শব্দ অবচেতন মনে যা আসে তাই দিয়ে সাজাই পংক্তি জোরে জোরে উচ্চারণ করি
আমার ছোট সুখী গৃহ কোণে আলো এসে ধরা দেয়

-


29 APR 2020 AT 9:32

স্মিতি যদি তোমার পায়ে ছুঁয়ে যায়;
চুপ করে থেকো।
যদি কোনো এক বৃষ্টি বিকেলে গল্প ভিজে যায়;
সেদিন তুমি পাশে থেকো।
ইচ্ছেরা যদি মলিন হতে চায়
তবু হাতে হাত রেখো।
আঁকাবাঁকা আলো যদি তোমায় খুঁজতে যায়
তবে ধরা দিও।
মেঘলা হয় যদি নতুন দিন
তবে বৃষ্টি আসুক
ধুয়ে দিয়ে যাক তোমার আমার পথ;
হাঁটবো পিছু পিছু তোমার পায়ে পায়ে নেবো নতুন বাঁক।

ধরো যদি হঠাৎ সন্ধ্যে নামে;
ধরো যদি হটাৎ আসো তুমি আমার মনে;
তবে পোস্ট বাক্স খালি করবো।
নতুন গল্প লেখার ছলে।
গল্পে দিলাম তোমার নতুন পরিচয়,
বিদেশী সব মুখরান আবছা আজ।
ছন্দে করি যতই তোমার বিচার,
তুমি তো ছিলে তোমার মতো আর আমি আমার।।

-


27 MAR 2019 AT 19:04

প্রদীপ দুটি এখনও জ্বলছে

বৃদ্ধা মা কিছুই বোঝেনা যুদ্ধের,, তবু ছেলে দেশের হয়ে, দশের হয়ে লড়ছে, তাই সন্ধ্যের তুলসী তলায়
দু'টো প্রদীপ জ্বালিয়ে, আকাশের দিকে তাকিয়ে বসে থাকে! ছেলে সন্তান সম্ভবা স্ত্রী ও মাকে কথা
দিয়েছে এবার পুজোটা গ্ৰামেই কাটাবে সে।

বৃদ্ধা শাশুড়ির ঠিক পিছনেই দরজার আড়ালে চোখের কোণটা আঁচলে মুছে, বউমা ডাক দেয়,,,মা ঘরে আসুন, অনেক রাত হয়েছে। বলতে পারেনা সে, ফোন এসেছিল তার ঘরের মানুষটিকে প্রদীপ জ্বালিয়েও আর ফেরানো যাবে না কোনোদিনই।
তবু মা,, ঘরে ঢোকার আগে দেখে নেয়,,,, প্রদীপ দুটো এখনও জ্বলছে,, একটা দীর্ঘশ্বাসের পর দাওয়ায় উঠে আসে অশক্ত শরীরে ধীরে ধীরে।

-


14 SEP 2019 AT 18:16


"আলো"
অন্ধকারে রাস্তা খুঁজে পেতে -চাই শুধু তোমাকে।
মনের মাঝে দীপ জ্বালাতে-চাই শুধু তোমাকে।
নিজেকে নতুন করে চিনতে -চাই শুধু তোমাকে।
অন্তর থেকে অনন্তের পথে বিলীন হতে -চাই শুধু তোমাকে।

-


2 NOV 2020 AT 8:49

সূর্যের আলিঙ্গনে পাতার উচ্ছ্বাস,
জীবন জুড়ে জিইয়ে রাখে আকাশ।
আলোর সকাল!

-


20 NOV 2024 AT 21:11

ভিজেছে চোখের জলে
কখন যেন
দুচোখ বুজে
স্বপ্ন দেখতে চেয়ে
হারিয়ে যাচ্ছে
নিজের কাছে নিজেই।

-


1 JUL 2022 AT 11:05

আলোর কাছাকাছি.....
অপেক্ষায় আছি...
অন্ধকার পথ অতিক্রম করে,
ঊষার প্রথম আলোকে
স্মিতহাসি মেখে,
তোমায় রাঙাতে
যদি চাও
একসাথে,
হাতে হাত মিলিয়ে
হাঁটবো পাশাপাশি.....

-