Biplab Barman   (বিপ্লব)
20 Followers · 21 Following

দিও গো ধার একটু ভাবনা তোমার;
লিখতে চাই আজ সব দাবি আমার।
Joined 9 December 2019


দিও গো ধার একটু ভাবনা তোমার;
লিখতে চাই আজ সব দাবি আমার।
Joined 9 December 2019
1 FEB 2021 AT 18:13

আমি তো কেবল তুরুপের তাস
খেলছে তো অন্য কেউ,
মনের দাড় যেদিক বয়
বাতাস বহে উল্টো ঢেউ।

-


26 OCT 2020 AT 15:09

চক্রব্যূহ অতল যখন সেরা তোমার সৃষ্টিকর্তা।
হাতের উপর হাত রাখলেই কি পাওয়া যায় ভালোবাসাটা?

-


21 SEP 2020 AT 0:40

সেদিনও রাতে ঝড় উঠেছিল আমি পাশ ফিরে শুলাম।।
একতরফা কথাবার্তা শব্দ দূষণের মাত্রা,
নিজেকে সামলে নিয়ে গুছিয়ে রাখলাম।

-


16 SEP 2020 AT 7:35

আসবে এক দিন ,সেদিন ঘুরে তাকানোর সময় নেই।
পিছু নিয়েছে এক অজানা আতঙ্ক,
তাও সামনে যাওয়ার তাড়া নেই।

-


30 AUG 2020 AT 6:27

আকাশ জুড়ে রঙের খেলা খেলি
ব্যাকরণ জুড়ে বক্তার নতুন অহংকার
উপন্যাস নাই বা হলো তোমায় না হয় গল্পেই রাখি
এক কাপ চা আর রেখে দিও পকেট ভাড়া সব আবদার ।
মেঘলা স্বপ আর নতুন পাহাড়িয়া সুর
শহর আক্রে থাকুক না গলির স্বপ্ন তুলে;
জানান দিল তোমার আগমন বসন্ত তার গানে
আমার মাঝি পাল তুলেছে গলা অবধি জলে।

-


26 AUG 2020 AT 9:23

তোমার কথামালায় আমার কন্ঠ আটকে যায়।
কারন, তোমাকে বলার মতই সোজা।
রঙ্গুলিতে আজও বিদ্রোহের দাবি, সিক্ত চাহনিতে
অধিকারে সন্দেহ জমে তাও জাগে না নিরব প্রতিবাদী।


তোমাকে বলার মতই সোজা
কারণ ভোরের আলো পৌঁছায় এখনো নিয়ম করে।
কফিন কিংবা চায়ের কাপে গল্প বাকি শত,
গুটি কতক বাহানায় সাজে যোদ্ধা অবিরত।


তোমাকে বলতে গিয়েও না বলা
সময় আছে বলে আজও সময় শেষ।
সারাদিনের নাটকীয়তা, এই বুঝি বিকেলের রোদে শুধলো
বন্ধুত্ব নামের অন্তিম পর্ব বন্ধুত্ব দিয়েই শেষ।।

-


21 AUG 2020 AT 16:39

যানবাহনের ক্যাকোফোনি আজ অসহ্য লাগে
সত্যি নাই না হলো মিথ্যেই রাখি লিখে।
অজানা শব্দে শহরের চেনা দাবিতে,
পথ ঘাট সব ফাঁকা হয়, তবু পথিক একলাই হাটে।।

-


14 JUN 2020 AT 22:45

কণ্ঠে কণ্ঠে উচ্চারিত আজ তোমার ভাষা
বিস্মিত চোখে নিয়ে মুঠো ভরা নিরাশা
পর্দার তো অনেক কিছু শিখিয়েছিলে
তবে কেনো নিজেই নিজের কাছে আজ হেরে গেলে।


-


29 MAY 2020 AT 11:53

জীবনের একলা পথে
জীবনের চিত্রপটে একটাই চরিত্র ;
বার বার দেখেছি তাকে, ভিন্ন ভূমিকায় বা, ভিন্ন সাজে
নিজেকে ভাঙ্গার তালে গড়ছে , ভাঙছে গড়ার তালে
কিন্তু একবারও তাকে চিনতে অসুবিধে হয়নি।
বরং বার বার চিনিয়েছে নিজের স্বরূপকে!

তবু পথ হেঁটেছি, হোচট খেতে খেতে,
একবারের জন্যও জীবনকে সময় এর তালে বাধিনি।
মাঝ রাতে তখনও কেদে ওঠে চিত্ত বিষাদ ব্যাকুলে।
জীবন চিত্রপটে তাই, অন্ধকার চরিত্র হেসেছিল সবার অগোছলে।
এটাই কি ছিল তবে ভবিতব্য।
সৎকার হয়েও চাপিয়ে দিলে বোঝা দুই কতব্য।
তবে আমার আর কিছু করার ছিল না
আজীবন এই বোঝা চেপে কাটাতে হবেই এই নরলোকে।

তবে একটু ভেবে দেখো তো এই পাপের পাপিও তুমি
মুখ লুকলে ভ্রান্ত হিসেবের আড়ালে
স্বভাবতই আমাকেই নিতে হলো এক পর্ব বিরতি।।
ইতি.........

-


29 APR 2020 AT 9:32

স্মিতি যদি তোমার পায়ে ছুঁয়ে যায়;
চুপ করে থেকো।
যদি কোনো এক বৃষ্টি বিকেলে গল্প ভিজে যায়;
সেদিন তুমি পাশে থেকো।
ইচ্ছেরা যদি মলিন হতে চায়
তবু হাতে হাত রেখো।
আঁকাবাঁকা আলো যদি তোমায় খুঁজতে যায়
তবে ধরা দিও।
মেঘলা হয় যদি নতুন দিন
তবে বৃষ্টি আসুক
ধুয়ে দিয়ে যাক তোমার আমার পথ;
হাঁটবো পিছু পিছু তোমার পায়ে পায়ে নেবো নতুন বাঁক।

ধরো যদি হঠাৎ সন্ধ্যে নামে;
ধরো যদি হটাৎ আসো তুমি আমার মনে;
তবে পোস্ট বাক্স খালি করবো।
নতুন গল্প লেখার ছলে।
গল্পে দিলাম তোমার নতুন পরিচয়,
বিদেশী সব মুখরান আবছা আজ।
ছন্দে করি যতই তোমার বিচার,
তুমি তো ছিলে তোমার মতো আর আমি আমার।।

-


Fetching Biplab Barman Quotes