মানুষ অমানুষ
জানোয়ার
সবাইকে নিয়ে
ঠিক সেভাবেই বেঁচে থাকে
রঙিন মানুষ
কত বর্ণ,গন্ধ তাদের
শব্দের অর্থ তাদের কাছে 'আবেগ'
হৃদয়ের স্পর্শ
তাদের কোনো দিনও
ছিল না
থাকবেও না।-
— Sangeeta
নিজেকে খোঁজা
চলে অনবরত
নয়নে শুধুই
আন্তরিক ধিক্কার
কোথাও যেন
কেউ নেই
শুধু নিজের কাছেই
কিছু চাওয়া।-
নিজের পৃথিবীর বিভিন্ন দেশে
বিভিন্ন ধরনের শব্দ
মনুষ্যত্ব বিকাশের স্হান নেই।-
যদি মনে কর
তোমার কাছে জোর
করে কোনো লাভ নেই
নিজের স্বার্থে যারা
অন্যকে প্রভাবিত করে
সাময়িকের জন্য
তারা হারিয়ে যায়
মনে রাখবে না বলে
ঠিকানা তারা
কোনোদিন হয়তো
দেবে না।-
মনে হয়
সেই চেনা
মানুষের কথা
যাদের নিয়ে
ভাবতে গিয়ে
নিজের ভালো ভুলেছি
সঠিক সময়ে
তারা অনেক দূরে
চলে গেছে
খোঁজ না নিয়ে
আজ শুধু ব্যর্থ স্মৃতি।-
বিভেদ শুধু
ছোবল দেয়
জীবনের ইঙ্গিত
অচেনা অজানা থেকে যায়
কেউ বুঝতে পারে না
অশান্ত মনের গভীরে
কত কথা আর ব্যথা
জমাট বাঁধা আছে।-
ভক্তের আহ্বানে সাড়া দেবেন
আশীর্বাদ বর্ষণ করবেন
অন্তরের অন্তঃস্থলে
তার স্থান সর্বত্র
তিনি নিজেই এক অদ্বিতীয়
তাঁর উপস্থিতিতে
ভক্তের সকল আশা
পূর্ণ হবে।-
প্রিয়জন
যে সুখে দুঃখে
পাশে থাকতে চায়
থাকেও
হাত বাড়িয়ে ডাকে
সাহায্য চাইতেই
এগিয়ে আসতে দ্বিধাবোধ করে না
শুধু প্রয়োজনের তাগিদে নয়।-