Sangeeta   (Sangeeta)
192 Followers · 2 Following

জীবনের জন্য জীবনকে উপভোগ করা
— Sangeeta
Joined 16 July 2020


জীবনের জন্য জীবনকে উপভোগ করা
— Sangeeta
Joined 16 July 2020
3 JUL AT 0:39

মানুষ অমানুষ
জানোয়ার
সবাইকে নিয়ে
ঠিক সেভাবেই বেঁচে থাকে
রঙিন মানুষ
কত বর্ণ,গন্ধ তাদের
শব্দের অর্থ তাদের কাছে 'আবেগ'
হৃদয়ের স্পর্শ
তাদের কোনো দিনও
ছিল না
থাকবেও না।

-


27 JUN AT 23:24

নিজেকে খোঁজা
চলে অনবরত
নয়নে শুধুই
আন্তরিক ধিক্কার
কোথাও যেন
কেউ নেই
শুধু নিজের কাছেই
কিছু চাওয়া।

-


27 JUN AT 23:21

নিজের পৃথিবীর বিভিন্ন দেশে
বিভিন্ন ধরনের শব্দ
মনুষ্যত্ব বিকাশের স্হান নেই।

-


27 JUN AT 23:18

যদি মনে কর
তোমার কাছে জোর
করে কোনো লাভ নেই
নিজের স্বার্থে যারা
অন্যকে প্রভাবিত করে
সাময়িকের জন্য
তারা হারিয়ে যায়
মনে রাখবে‌ না বলে
ঠিকানা তারা
কোনোদিন হয়তো
দেবে না।

-


27 JUN AT 23:13

মনে হয়
সেই চেনা
মানুষের কথা
যাদের নিয়ে
ভাবতে গিয়ে
নিজের ভালো ভুলেছি
সঠিক সময়ে
তারা অনেক দূরে
চলে গেছে
খোঁজ না নিয়ে
আজ শুধু ব্যর্থ স্মৃতি।

-


24 JUN AT 23:20

বিভেদ শুধু
ছোবল দেয়
জীবনের ইঙ্গিত
অচেনা অজানা থেকে যায়
কেউ বুঝতে পারে না
অশান্ত মনের গভীরে
কত কথা আর ব্যথা
জমাট বাঁধা আছে।

-


24 JUN AT 23:15

শান্ত চারিদিক
এবার লক্ষ্যে
পৌঁচেছে এক
পথিক
তার আজ আর
কোনো প্রত্যাশা নেই।

-


24 JUN AT 23:12

এক সহজ বাতাবরণ
অনন্য শান্তি
যেখানে বিরাজ করে।

-


24 JUN AT 23:09

ভক্তের আহ্বানে সাড়া দেবেন
আশীর্বাদ বর্ষণ করবেন
অন্তরের অন্তঃস্থলে
তার স্থান সর্বত্র
তিনি নিজেই এক অদ্বিতীয়
তাঁর উপস্থিতিতে
ভক্তের সকল আশা
পূর্ণ হবে।

-


24 JUN AT 22:53

প্রিয়জন
যে সুখে দুঃখে
পাশে থাকতে চায়
থাকেও
হাত বাড়িয়ে ডাকে
সাহায্য চাইতেই
এগিয়ে আসতে দ্বিধাবোধ করে না
শুধু প্রয়োজনের তাগিদে নয়।

-


Fetching Sangeeta Quotes