Anamika   (Anamika)
287 Followers · 40 Following

লিখতে ভালোবাসি তাই লিখি,,,,,
Joined 24 March 2019


লিখতে ভালোবাসি তাই লিখি,,,,,
Joined 24 March 2019
13 SEP 2023 AT 22:37

একসময় অনুভূতি গুলোর সহনশীলতা বেড়ে যায় বহুগুন...
ভালো মন্দ
মান অভিমান
দুঃখ কষ্ট
আনন্দ
সবটুকুই এক অদৃশ্য পাঁচিলের ঘেরাটোপে নিশ্চিন্তে শীতঘুমে পাড়ি জমায়...
একটা সময় আসে প্রাপ্তির ভাড়ারের হিসেব নিকেশ
কর্ম, কর্মফল কিছুই আর আলোড়ন তোলে না,
সময়ের সাথে পরিণত মন পরিণতিটুকুও সময়ের বিশ্বস্ত হাতে তুলে দিয়ে, দিন গুজরানে মনোযোগী হয়...
কারণ, একটা সময় কোনো কিছুই আর ছুঁতে পারে না তোমায়,
তুমি তখন সময়ের রথের কেবল এক যাত্রী, সারথি যখন নিজেই
সময়...।

-


6 AUG 2023 AT 22:31

তুমি আমার বন্ধু হতে পারো,
পরিচিত হতে পারো,
হতে পারো অপরিচিত কিংবা শত্রু স্থানীয়,
আসলে বন্ধু হতে হয়,
আর শত্রু হয়ে যায়...
তুমি আমার শুভাকাঙ্ক্ষী হতে পারো,
হতে পারো তার ঠিক বিপরীত-ও,
তুমি আমায় আমার মতো করে
চিনতে পারো, বুঝতে পারো,
আবার ঠিক যেমন আমি তার উল্টো
বুঝতে পারাও অস্বাভাবিক নয়,
তাই সবকিছু সময়ের উপর ছেড়ে...
সকলকেই জানাই শুভ বন্ধুত্ব দিবস;

-


26 JUL 2023 AT 8:47

মানুষ গুলো অচেনা নয়, চেনাই;
কিন্তু যোগাযোগটুকু
প্রয়োজন বুঝে হয়ে থাকে ...
যার যতটুকু দরকার!
দরকার ফুরিয়ে গেলে অদরকারী
হিসেব কষে শুধু শুধু
সময় নষ্ট করতে কেইবা চায়???
মেসেজের উত্তরে তখন কেবল নীরবতা,
মুঠোফোন বেজে যায়,
একরাশ উপেক্ষা!
আসলে প্রাধান্য
পাওয়াটুকুও প্রয়োজন,
তার প্রয়োজনে তোমার
প্রাধান্য কেবলমাত্র অজুহাত!!

-


6 JAN 2023 AT 22:20

Uran tumhare asma chume
Swapnose vari umeed ko dhunde,
Muthhi me varlo duniya sari
Hak hain tumhe
Zid aapni pura karneki....

-


3 JAN 2023 AT 16:35

নতুন স্মৃতিরাও পুরনো হয়,
এক এক করে কেটে যায় দিন,মাস,বছর
পুরনো কে সরিয়ে জায়গা করে নেয়
আবারও নতুন
.......

-


21 SEP 2021 AT 22:32

তুমি ভুল না ঠিক,
সেকথার এক্সপ্লানেশন দিলেও
যারা তোমায় ভুল বোঝার তারা কিন্তু
তোমায় সেই ভুলটাই বুঝবে,
এমনকি তোমার বলা সত্যি কথা গুলোকেও বানানো বলে ধরে নেবে,
তাই কিছু ক্ষেত্রে কিছু কাজের দায়িত্ব
সময়ের উপরই ছেড়ে দাও...
সঠিক সময়ে সবটাই প্রমাণিত হবে,
কারণ সত্য অনেক সময় চাপা পড়ে যায় ঠিক-ই, কিন্তু পরাজিত হয় না
কখনও...!!

-


21 SEP 2021 AT 12:58

যদি কেউ তোমায় বলে
আকাশের চাঁদ পেড়ে তোমায় দিতে পারি,
তোমার জন্য পাড়ি দিতে পারি দিকশূন্যপুর...
তোমার জন্য আমার রাত দুপুর
আমার বেঁচেবর্তে থাকা
তবে ও ফাঁদে ধরা পোড়ো না...
সেখানে যে মোহ আছে মোহ...
ভালোবাসা সে তো বেজায় কঠিন ;
ভালোবাসলে আকাশের চাঁদ পাড়তে ইচ্ছে হয়না,
ভালোবাসার মানুষটির না বলা কথা
জেনে বুঝে ফেলাটাই ভালোবাসা,
ভীষণ কঠিন সময়ে ফাঁকা আওয়াজ নয়,
নিঃশর্তে নিঃশব্দে পাশে থাকাটাই ভালোবাসা,
হাজার যন্ত্রণার মাঝে বোবা কান্নাদের শুনতে পারাটাই ভালোবাসা...
নিজেকে নিংড়ে ভালোবাসাটুকু উজাড় করে ভালোবাসাটাই ভালোবাসা !!

-


14 SEP 2021 AT 22:47

যন্ত্রণা গুলোকে বেঁধে রাখতে শিখেছো?
কি করে চোখের জলকে
ঠোঁটের হাসিতে বদলাতে হয় জেনেছো?
কতটুকু হাসতে হবে,
কোথায় কি বলতে হবে,
কতটুকু সত্যি আর কতটুকু মেকি
হিসেব করে নিয়েছো ???
এইবার তবে বলি,
ছাই শিখেছো তুমি এসব...
মানিয়ে গুছিয়ে কোনো লাভ নেই,
এখানে ঠগ বাছতে গা উজাড়,
এখানে নরম মাটি নয় গনগনে লোহা হতে শেখো,
আঙুল তোমার বিরুদ্ধেই উঠবে,
উঠুক....
মা লক্ষ্মীর সাথে সাথে মহিষাসুরমর্দিনী হতে শেখো....
বুঝলে? মহিষাসুরমর্দিনী হতে শেখো !!

-


10 SEP 2021 AT 22:09

যারা অপরকে বিশ্বাস করে ঠকে যায়,
বিশ্বাস করুন তারা বোকা নয়,
আসলে তারা অযোগ্য মানুষকেও সুযোগ দিতে ভালোবাসে....
তারা বিশ্বাস করে কাউকে ভালোটুকু উজাড় করে দিলে তারাও একসময় শুধু ভালোটুকুই ফিরিয়ে দেবে...নাহ্ জিনিস নয় অন্তত ব্যবহারটুকুই...
বিনা স্বার্থে তারা মানুষকে বিশ্বাস করে,
কিন্তু ঠকে যাওয়ার পরও আখেরে
তারাই জিতে যায়....
কারণ তারা এক
সময় নিজের পরিসরে
শুধু আপন মানুষ গুলোকেই খুঁজে পায়,
আসলে সেটাই জরুরি!

-


8 SEP 2021 AT 21:00

যারা তোমার আশেপাশে বন্ধুর বেশে ঘোরে,
তারা সকলেই তোমার বন্ধু নয়...
এমনকি শুভাকাঙ্ক্ষীও নয়,
তোমার ভালো দেখলে তাদের মন ঈর্ষায়
কাতর হয়..
তোমার অসুবিধায় তারা অদ্ভুত এক মানসিক শান্তি পায়, পরিতৃপ্ত হয় তাদের জীঘাংসা,,
তাই, ভেবে দেখলে
মুখোশধারী বন্ধুর চাইতে একাকীত্ব অনেক ভালো ;
So be positive and remove those negative person's from your life forever. .. And one more thing God determined the ultimate destination for everyone and no one else...

-


Fetching Anamika Quotes