-
আবেগগুলো অসম্পূর্ণ,সুখটা ছেঁড়া বৃত্ত
মনের পর্দা ক্ষতবিক্ষত,আমি যে মধ্যবিত্ত।-
অভিমানী বিদ্যালয়
--------------------
মনে হয় আমাদের বিদ্যালয়ে লেগেছে অক্সিজেনের সংকট,
তাই বোধ করি সে রাগে দুঃখে আপনা থেকেই করেছে আমাদের বয়কট।
অনেকদিন প্রিয় সঙ্গীদের না দেখে হাড়িয়ে ফেলেছে সে তার চেতন,
যেন প্রতিজ্ঞাবদ্ধ যে সে আর সহজে ধরা দেবে না যতই সবাই তার উদ্দেশ্যে লাগাক মধুর আবেগময় শব্দের লেপন।
সেও যেন আমাদের জন্য অপেক্ষা করে করে হাড়িয়ে বসেছে নিজের সহনশীলতা,
তাই আমরা হয়ে গেছি তার কাছে অপরিচেয়তা।
আশা করি একদিন তার সমস্ত অভিমান,অভিযোগ গলে জল হয়ে যাবে আমাদের আভাসে,
বিদ্যালয়, তোমায় আমরা কথা দিলাম যে তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমরা যত্নসহকারে তুলে রাখব আমাদের হৃদয়ের ক্যানভাসে।-
না ভাই,মানে অনেক তো হলো....
আর কতবার হবে দেবদাসের মতন ইমোশনাল ফুল?
এবার প্রাক্তন মন নিয়ে ব্যাট-মিন্টন
খেলতে এলে স্পষ্ট জানিয়ে দিও...
'তু লাডকি বিউটিফুল করে দিলি আমার
জীবনটা একেবারে চুল! তাই প্লিস আমার হৃদয়টাকে আর দ্বিতীয়বার ভাবিস না তোর গোলামের ঊল!!'
ডিয়ার বোনেরা,
নিজেকে স্যাড সঙ্গের হিরোইন ভেবে করুণা না করে...
বারংবার "ভালোবাসি" ট্যাগ মেরে একই
হাতের পুতুল হতে ফিরে আর যেওনা....
জীবনে যতবার ইচ্ছা 'এপ্রিল-ফুল' হও ক্ষতি নেই,
দয়া করে, 'ইমোশনাল ফুল'-টি আর হয়োনা !!-
ছেঁড়া চিরকুট চেপে আজ, বৃষ্টি ঝরিয়েছে জমিয়ে রাখা ব্যথাদের মেঘ
এই অন্তরে আজ পোড়াবন্দী হয়েছে নামাঙ্কিত হওয়ার ধুলোজমা আবেগ.....-
সম্পর্কটার মধ্যে এসেছে অনেক টানাপোড়েন, পেয়েছি কত যন্ত্রনা,
তবুও তোর প্রতি আমার আবেগগুলো আজও তরতাজা.....-
একটা সময় তোমার আর কোনোকিছুতেই চোখের কোণে জল আনার প্রয়োজন মনে হবে না । তুমি বুঝতে পারবে তোমার হৃদপিণ্ডের খাঁজে জমে থাকা অতিরিক্ত আবেগের স্তরগুলো অনেকদিন আগেই গলে গলে দুঃখবিলাসীতার শ্যাওলাদের চেঁছে সাফ করে ঠিক পাষাণ নয় তবে প্রায় পাষাণ গোছের এক কাঠিন্যে পরিণত করেছে । কতটা শক্ত হলে বুঝতে পারা যায় যে কিছু হতাশার দীর্ঘশ্বাস,কোনোকিছু ঘিরে প্রবল চোখের জল বর্ষণ করলে পরিস্থিতি কখনো বদলায় না---একসময় তাও উপলব্ধি করতে পারবে । আবেগ ছাড়া মানুষ হওয়া যায় না,কিন্তু আবেগে নিজেকে ভাসিয়ে দিলে তলিয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে । এটাও সময় তোমায় বুঝিয়ে দেবে যে নিজে ভালো না থাকলে কাউকে ভালো রাখা যায় না তাই, নিজের কাছে নিজেকে ভালো রাখাটা সত্যিই ভীষণ ভাবে বাঞ্চনীয় ।।
-
ভাবনারা আনমনে স্বপ্ন বোনে
চুপিসাড়ে প্রেমের পরশ যেনো হৃদকাননে
বাস্তবের হানায় আবেগের মৃত্যু,
অকস্মাৎ নীরবে...-