-
একগোছা রোদ নামে,ভালোবাসা চিনে ফেলে ঘর।
আড়ালের হাতচিঠি ঘুরে আসে ব্যস্ত অলিগলি।
কাঁপা ঠোঁটে বসন্তকে চুমু দেয় আমার শহর।
সমস্ত প্রেমিকাদের তাই কৃষ্ণচূড়া হয়ে যেতে বলি।-
আমি একলা পথে এগিয়ে যেতে
পাইনি সাহস আগে ,
পথের দিশা চলেছি খুঁজে আজও,
জানিনা মিলবে কবে।
একলা পথে চলতে নেমে বুঝেছি,
একা, চলাটা সহজ নয় ,
অলিতে গলিতে হাজারও বিপদ
মোর মনে জাগে ভয় ।
একলা পথে চলতে চলতে মোর
নিভলো মনের বাতি
চলার পথে পাইনি খুঁজে আজও
জীবনের কোনো সাথী ।-
আমার নয়ন তোমায় খোঁজে অলিগলির ভিড়ে
সমাজজুড়ে দিয়েছি তকমা বন্ধুত্বের মিছিমিছি
পিছিয়ে দু'পা ধরলে না কেন হাত?
প্রেমিক বেশে কেন এলেনা কাছাকাছি?-
পার হতে হতে, জীবনের অলিগলি,
কতবার আমি, পথ হারিয়ে ফেলি...
আসলে গোড়ায় গলদ, গন্তব্য অজানা,
অনেক খুঁজেও মেলেনা, সঠিক ঠিকানা...
তবুও মনগড়া ঘর, আছে যে ঠিকানা,
সেখানে পৌঁছে দেখি, সবাই অচেনা...
ঠিকানা একটি আছে, যাওয়া দিনশেষে,
সহজ সরল সে পথ, অনন্তে গিয়ে মেশে...
- অজয় বসু।-
আলোর রোশনাইয়ে রাঙছে শহর
রাজপথ থেকে অলিগলি
একচিলতে মন ছুঁয়ে যায় আজ তাই
প্রাণের দীপাবলি...-
খুঁজেছি তোমায় মনের মাঝে,,
খুঁজেছি রূপসাগরে,
পাইনি তোমায় কোথা হইতে,
মনের ও অলিগলিতে।
-
অলিগলি খুঁজে বেড়ায় তোমায়, আমার দুটো চোখ
দূরে থেকেও এ মনে প্রার্থনা করি তোমার সব স্বপ্ন সত্যি হোক-
অলিগলি তে অলির দল...
আপন মনে,
মুকুল কে খুঁজে ফেরে...
কুঞ্জ বনে!-