Moloy Anjaliputra   (Moloy Anjaliputra)
507 Followers · 1.5k Following

read more
Joined 20 July 2021


read more
Joined 20 July 2021
17 MAR 2023 AT 21:57

রাজ কাহিনী।
মলয় অঞ্জলিপুত্র।
ঝাড়খণ্ড।
১৭/০৩/২০২৩

ইতিহাসের ঘোলা জলে...
পাঁতিহাসেরা দলে দলে,
গেড়ি - গুগলি খায়;
সমাজটা বাঁচুক মরুক, ওদের...
নেই তো কোন দায়!
স্রোতস্বিনীর জল কম, কাদা বেশি;
আঁচল তলে পাঁক...
আর ওপরে যত কচুরিপানার হাসি।
মাছ কোথায়? মাঝে মাঝে...
মুখ থুবড়ে, পড়ে থাকে লাশ;
নরম মাত্রেই বিপন্ন প্রজাতি,
আমরা যে ভাই শক্তের দাস!
দেখতে পাই, শক্তিহীন দরিদ্রের ওপরে,
নপুংশক শক্তিমানের দল রাজত্ব করে;
প্রতিবাদীর স্বর থামিয়ে দিতে...
হামেশাই কোটাল হানা দেয় ঘরে ঘরে।
উলঙ্গ রাজার রাজত্বে আজ...
অবগুন্ঠিত প্রজা;
কি ভীষণ সাজা!

-


12 MAR 2023 AT 17:59

মায়া কানন...

এক আরণ্যকের গল্প।

মলয় অঞ্জলিপুত্র।
ঝাড়খণ্ড।


-


12 MAR 2023 AT 2:03

মূর্খ আমি, বোবা - কালা - অন্ধ!
মলয় অঞ্জলিপুত্র।
ঝাড়খণ্ড।
১২/০৩/২০২৩

রক্তহীন নই তাই রক্তাক্ত করে দিয়েছে;
নেই রাজ্যের নৈরাজ্য...
আমার, অনেক কিছুই কেড়ে নিয়েছে!
সামনে এক লেলিহান চিতা, জ্বলছে আপনজন...
গেছে যাক মুক্তি পেয়েছে, আজ, চিন্তাশূন্য মন।
আমার পুয়ালে ছাওয়া মাটির বাড়ি,
মাটির দাওয়ায় ঝরা পাতা...
আর, হেঁসেলে রাখা ওই শূন্য হাড়ি!
আমার গবাক্ষহীন মাটির ঘরে কখনও হয় না ভোর।
নেবে কি, দুই পাঁচ টাকা ঘরে, রেখে দিয়ে যায় চোর!
চোর বলে কি সে মানুষ নয়?
তার ও যে, লোক - লজ্জা আছে;
আঁধারে লুকিয়ে করে চুরি...
কেউ আবার দেখে ফেলে পাছে!
ছিচকে চোর বলে কত গঞ্জনা,
অহোরাত্র শোনে কত গালমন্দ!
বড় চোরেদের সম্মান কত,
আর তাই লাগে যে ভীষণ ধন্দ।

-


10 MAR 2023 AT 1:48

আখিরত কী জিন্দেগী...
মলয় অঞ্জলিপুত্র।
ঝাড়খণ্ড।
১০/০৩/২০২৩

এতিমও কে কতার মে,
এক অদনা সা, ম্যায় ভী খড়া থা;
সামনে এক তাবূত রখা থা...
জিসমে ইন্সানিয়ত মরা পড়া থা!
হাত মে খঞ্জর, লগে থে খুন কে ছীঁটে;
ইয়েহ খুন হ্যায়বান কে হ্যায়,
লব্জ ওহি পুরানে আউর ঘিসে পিটে।
ম্যায় তো ঐসা গঁওয়ার থা।
সর পর, মূর্দনী সওয়ার থা।
পহাড় কে চোটি পর খড়া,
চারো ওড় সির্ফ খাঈ হী পায়া!
আঁসু তো ইতনে বহে কি...
মানো কোই, সৈলাব সা আয়া!
সিজদা কিয়া ম্যায়নে, পূঁছা খুদা সে...
আখির কিঁউ ইয়েহ বেরূখী কী সজা?
জিন্দেগী কোই গুলিস্তাঁ নেহি,
কভি কভি তো সহলো, দর্দ কা মজা!
খুদ কো সঁওয়ারনে কে চক্কর মে,
কর দিয়ে আউরো কে বেড়া গর্ক;
তমন্না থী জন্নত বসানে কী, অব যো...
মর্জী কহ দো, দোজখ ইয়াহ নর্ক!

-


9 MAR 2023 AT 0:29

নারীত্বের যাতনা।
মলয় অঞ্জলিপুত্র।
কাঁদরবেরা, ঝাড়খণ্ড।
০৯/০৩/২০২৩

নারী দিবসের শুভেচ্ছা...
না, জানানোর ইচ্ছা হয়নি কাউকে।
চোখের সামনে ভেসে ওঠে...
হাজার হাজার, বিকরাল ছবি;
ইরান থেকে সিরিয়া হয়ে আফগানিস্তান...
যেখানেই রশ্মি ছুড়ে দেন রবি!
নিঠুর মানবিকতা বিশ্বাস করে না...
নারী মাত্রেই, আসলে মায়ের জাত;
সারাদিনের পরিশ্রম শেষে ঘরে ফিরলে...
খোকা খাবি আয়, বেড়ে দেয় ভাত!
এই একদিনের শুভেচ্ছা, শ্রদ্ধায়...
বলতে পারবে কেউ, কি যায় আসে?
যখন, নিজেদের নাম চিরতরে বিসর্জন দিয়ে...
পলাশ, বকুল আর বিবেকের মা,
প্রতি মুহূর্তে শুধু চোখের জলে ভাসে!
শৃঙ্খলিত বন্দিনী কত শত...
দুই চোখে স্বপ্নের ঘোর;
প্রস্তরীভূত অহল্যা আজও অপেক্ষায়,
আসে না রক্তিম ভোর!

-


8 MAR 2023 AT 1:59

ক্ষুধার্ত ফাগুন...
মলয় অঞ্জলিপুত্র।
কাঁদরবেরা, ঝাড়খণ্ড।
০৮/০৩/২০২৩

নুন আনতে পান্তা ফুরায়...
যখন, কিসের মাঘ আর ফাগুন?
পলাশ গাছের মাথায়...
জ্বলে কর্ণ মূড়ার পেটের আগুন!
বিশ টাকা কিলো...
মুঙ্গা ডাটা, তবুও দর কষাকষি!
রোদে হাওয়ায় তেঁতে পুড়ে,
বাবু গো পথের ধারে এসে বসি।
পাতি তিলিহাঁসের খেলা...
নদীতে, বিলে, খালে;
ন্যাংটো ছানা মধু চোষে,
পলাশ গাছের ডালে!
দিকুরা আসে মজা লুটতে,
তাই সব ছবি তুলেই হাওয়া।
ঠান্ডা ঘরের নরম গদিতে...
বসে, ফাগুনের গান গাওয়া!

-


8 MAR 2023 AT 0:05

এক বছরের নির্যাস...
মলয় অঞ্জলিপুত্র।
জামশেদপুর, ঝাড়খণ্ড।
০৮/০৩/২০২৩

দাদু দিদার কাজ কি?
নাতি, নাতনি নিয়ে ঘোরা।
মার্কিনি দাদু দেখি, খোঁচায়...
ইউক্রেনের খুড়ার ফোঁড়া!

দানা পানি কম পেটে তাই,
ক্লান্ত রাশিয়ার দাদুর ঘোড়া।
মুখেই যত বাকতাল্লা...
ব্রিটেন, আদতে জল ঢোড়া!

-


5 MAR 2023 AT 1:40

ছায়াহীনের জিজ্ঞাসা...
মলয় অঞ্জলিপুত্র।
জামশেদপুর, ঝাড়খণ্ড।
০৫/০৩/২০২৩

ডেমোক্লিসের তরবারি, এক ফালি চাঁদ...
হয়ে, মাথার ওপরে হামেশাই ঝুলতে থাকে;
গরিব প্রান্তিক মানুষ দেখে...
নির্মেঘ ভাগ্যাকাশে হঠাৎ হঠাৎ মেঘ ডাকে!
ছোট্ট শিশুগুলো পর পর মরছে,
কি জানি হঠাৎ আসা কি এক অজানা জ্বরে;
খুকি এসে কানে কানে বলে...
বাপি, আমার না খুব ভয় করে, একলা ঘরে!
বসন্তের উষ্ণতার মাঝে...
বাষ্পীভূত, শোষিত মানুষের অশ্রু কণা।
নেই রাজ্যের নৈরাজ্য নিয়ে...
বচন কি কোথাও, লিখে গেছেন ক্ষণা?
বদলে যাচ্ছে জন বিন্যাস...
দিকে দিকে শুধুই ডাল রুটি;
অবশেষে কি এলো সে সময়,
মাছ ভাত এবারে নেবে ছুটি!

-


3 MAR 2023 AT 23:01

রাস্তায় হঠাৎই দেখা পঞ্চা দার সাথে, অবসর নিয়ে বেশ কয়েক বছর হলো; তাই জানতে চাইলাম: দাদা, এখন সময় কি করে কাটছে? উত্তরে বললেন কেন মহাভারত দেখে। আমি তো অবাক, বললাম দেখে না পড়ে? বললেন আরে বাবা দেখে,দেখে। তারপরেই স্বগতোক্তি...

সত্যি, এক বছর ধরে টিভি খুললেই মহাভারতের যুদ্ধ;
এতো প্রচার বোধহয় বি, আর, চোপড়ার মহাভারত ও পায়নি!
দূর্যোধন রূপী জেলেনেস্কি, কর্ণ রূপী ঋষি সুনাক, দু:শাসন আন্দ্রেজ ডুডা।
এছাড়া, ধৃতরাষ্ট্রের চরিত্রে বাইডেন আর বিখ্যাত অথবা অখ্যাত শকুনির চরিত্রে, জেন্স স্টোলটেনবার্গ! বাকিরা কেউ কৃপাচার্য, জয়দ্রথ, দ্রোণাচার্য অথবা অশ্বথামা।

আর এদিকে, পঞ্চ পান্ডব, রাশিয়া, চিন, ইরান, উত্তর কোরিয়া আর সিরিয়া।

ও হ্যা, ঠিক কুরুক্ষেত্রের যুদ্ধের মতনই যুযুৎসুর চরিত্রে হাঙ্গেরি।

-


1 MAR 2023 AT 22:24

হোরোহনের দুকু...
মলয় অঞ্জলিপুত্র।
জামশেদপুর, ঝাড়খণ্ড।
০১/০৩/২০২৩

জনে জনে প্রশ্ন করি আমি,
হাটতে হাটতে, ডহরে - ডহরে;
ইনকা সভ্যতার এল ডোরাডো...
কি, লুকিয়ে আছে এই শহরে?
গগনচুম্বী অট্টালিকা...
রাতের আকাশের, চাঁদের পাহাড়;
একরাশ স্বপ্নভঙ্গের ছবি,
এই কি তাহলে গণতন্ত্রের বাহার?
মায়ের কোলে নিথর দেহ,
থেমে গেছে আজ যত খুনসুটি;
রক্তাক্ত হৃদয়ের করুণ আর্তি...
বিধাতা, দয়া করো - দাও ছুটি!

বিদ্র:- ডহর, সাঁওতাল ভাষায় পথ।
         এল ডোরাডো, স্পেনীয় ভাষা, অর্থ, সোনার তৈরি শহর।
         হোরোহন, মুন্ডারী ভাষায়, গ্রাম প্রধান - সিংবোঙ্গার
         বংশধর। দুকু মানে দু:খ, মুন্ডারী ভাষায়।

-


Fetching Moloy Anjaliputra Quotes