নারীর সাহায্যে নারীর মৃত্যু
লড়ছে আজ নারীর দল
আগুন জ্বলছে সবার চোখে
চলছে ঝড় প্রতিবাদের
ন্যায়ের আসায় সবাই বসে
আসামীর সাজা হোক।-
স্বাধীনতার প্রাককালে
আগুন জ্বলুক মশালে
প্রতিবাদ পাক সফলতা
নারীর হোক স্বাধীনতা
বেঁচে থাকুক নারীরা
আগামীর দিশারীরা।।
#হোক_প্রতিবাদ
-
আজই চাই যদি করতে হয় গণতন্ত্রকে সারাই !
গণতন্ত্রের নামে হিংস্র রাজনীতি চাইনি তো কেউ... !
লাগবে না তোর ওই নেতারুপী চোর,
উন্নয়নের স্বপ্ন দেখানো ঘুমভাঙা ভোর ।
চাইনি তোর ওই নকল মানবতাবোধ...
অথবা টুপি পড়ানো ভুয়ো ধার্মিক ক্রোধ !
অন্যায় অবিচার ধর্ষণ ব্যাভিচার..
মাটি নিয়ে দ্বন্দ...
সকাল সন্ধ্যা বারুদের গন্ধ..
শেষ করার আছে আমাদের অধিকার ।। ( সমাপ্ত )
ওদের বলে দিও--
আমরা যেমন সিংহাসনে বসাতেও পারি...
তেমনি ওটা থেকে টেনে মাটিতেও নামাতে পারি ।।-
মানুষ মানুষের জন্য।
তাই তো আজ সবাই মিলে
অন্তঃসত্ত্বা হাতিটিকে ওভাবে মারলে তাইনা?
নিজে বাঁচবে বলে?
খুব ভালো লাগলো বলো তোমাদের
ঐ অবলা প্রাণীটাকে ওভাবে মেরে?
আরে মারা নিয়ে কথা তো?
বিষ দিলেই তো হতো।
অত কষ্ট কেন দিলে?
আর শিক্ষা নিয়ে বলতে গেলে -
না বাবা, আমার অতো যোগ্যতা নেই।
যাই হোক, যে বাঁচার জন্য এতকিছু
সেইভাবে বাঁচতে পেরেছো তো তাহলে এখন?
করোনা চলে গেছে তো?
নিসর্গ পথ পরিবর্তন করেছে তো?
এত কথা বলছি-
ভাবছ বুঝি আমি পশুপ্রেমী?
না না।
একদমই না।
আসলে ভাবছি,
ঐ স্বার্থান্বেষী পঙ্গপাল, মানে যারা আসল ক্ষতি করছে সমাজের
তাদের জন্য কি ব্যবস্থা নিলে?-
কথায় বলে মানুষ এমন এক প্রাণী যে নিজের মনুষত্বকে নিজেই অস্বীকার করে।আজ আরও একবার তাই করল।ইস্ত্রিকরা জামার ভাঁজে লুকিয়ে থাকা জঘন্য লালসার প্রকাশ যা সভ্যতার কলঙ্ক।বুনিপের ধর্ষিত বীর্যজাত নিকৃষ্টগুলো আজ একরত্তি শিশুকে নষ্ট করলো।নরকের জীবগুলোর উপর নাকি শিশুটির ভবিষ্যতে এর দায়িত্ব ছিল।যারা এক শৈশব নষ্ট করে যারা মা বাবার আশা ভরসা ভূলুণ্ঠিত করে তারা আবার 'শিক্ষক'।ধিক্কার এই শিক্ষাব্যবস্থা কে।ধিক্কার এই সমাজ এই সরকারকে।একটা শিশুও এখানে বিকৃতকামীদের লালসার শিকার।যে শৈশব হেসে খেলে বেড়ানোর সে আজ ঘরের কোণে আতঙ্কের ডেরায় বন্দি।তাই আজ গাঁধীজির মতো নয়,রবিঠাকুর এর মত সকলের মুখে ধোনিত হোক 'দানবের সাথে আজ সংগ্রামের তরে'
-
-----ধরিত্রিমাতার অভিমান-----
হে ধরিত্রীমা,আজ তোমার চোখে কেন জল?হায়, কি কপাল জননীর পেয়েছে এমন সন্তান।যে মা পূজিত, সে আজ ধর্ষিতা।কেন আজও অধিকারের জন্য ছটফট করে নারী?জননীকে বাঁচতে দাও হে মায়ের সন্তান।কিছু না শুধু সম্মানটুকু পেলে সে খুশি।শত আঘাত রোধে দুর্বল মা যখন সচেষ্ট তোমায় বাঁচাতে,বাঁচতে কি তুমি দিয়েছো বৃদ্ধমাকে?হে মায়ের সন্তানেরা যুগে যুগে মায়ের মতো নারী কেন পণ্য?বাচ্চামেয়ে স্কুলে গেলে কেন তার ওপর হামলে পরে পিশাচেরা।পৌরুষত্ব মানে কি প্রভাব খাটানো?মাতৃপুজা কি তবে উপলক্ষমাত্র?আসল কি পুরুষতন্ত্রই?
জগৎকে বাঁচিয়েও কেন দশভূজা আজ পিতার অনুমতির অপেক্ষ?
তবে কি ঋতুমতীদেবীও আজ দেউল থেকে বঞ্চিত?দুর্বল ভেবো নাহ আমাদের,নয়মাস পেটে রাখার ক্ষমতা ঈশ্বর দিয়েছেন আমাদেরই।মনে রেখো জন্মদাত্রীমা একসময়ের কন্যাশিশু ,যার অস্তিত্ব আজ তুমি হরণ করেছ।
-
প্রিয়,
আমি তোমার প্রাক্তন
তবে কালের নিয়মে নষ্ট
আমি আজ এক নষ্ট মেয়ে।
সেই প্রাচীন আলাপ আজ
গরলসম।
গরল-শোনিতস্নাত এ গর্ভ,
তোমাকে ভালোবাসার অপরাধে।
সমাজ বলে এ কলঙ্ক আমার
প্রাপ্য।আমি যে অবাধ্য।
তোমার প্রেমে অন্ধ অবাধ্য প্রেমিকা।
বড়ই দানবিক ভোগী এসমাজ,
তাইতো বহু প্রেমিকাকে বানায়
নষ্ট মেয়ে।
-
যদি মুসলিমদের এদেশে থাকার অধিকার না থাকে, তাহলে ইন্ডিয়া গেটে ৬১৩৯৫ জন যে ভারতীয় শহীদ মুসলিমের নাম আছে সেটা আগে মুছে ফেলা হোক ।
-
পুড়ছে প্রিয়াঙ্কা
কাঁদছে দেশ
ধর্ষক ঘেরা সমাজ এখন
আকাশে জমে কালো মেঘ-
চীনের তৈরি প্যাটেলের মূর্তি ভাঙ্গা হােক, চীন থেকে আমদানি মেট্রোর কোচ ভেঙ্গে দেওয়া হােক ! চীন থেকে আমদানি বুলেটপ্রুফ জ্যাকেট জ্বালিয়ে দেওয়া হােক ! করােনা ভাইরাস এর জন্য চীন থেকে আমদানি দশ হাজার ভেন্টিলেটর ভেঙ্গে দেওয়া হােক ! মােদী সরকার ভারতে ব্যাঙ্ক অফ চায়না খােলার ছাড়পত্র দেওয়ার বিরুদ্ধে গর্জে উঠুন !!! চীনের সাথে সমস্ত বানিজ্য বন্ধ করা হােক । আর এই সব মােদী সরকার করেছে । যদি এই সব না করা হয় তবে চীনের দালাল মােদী সহ ভক্তদের রাস্তায় কাল থেকে উদুম ক্যালানাে হােক । কারন দেশের সম্মান আত্মমর্যাদা, অখন্ডতা এবং সর্বোপরি সৈন্যদের রক্ষা করার দায়িত্ব জনগন তুলে নেবে ।
-