“ঝমঝমিয়ে বৃষ্টি আসে,
দাঁড়িয়ে আছি তোমার পাশে,
তোমার সাথে ভিজছি বেশ
এ যেন এক নতুন আবেশ।”
“নীল আকাশ মেঘলা হলো,
নামবে হয়ত বৃষ্টি
আমার কথা পড়লে মনে,
জানালায় রেখো দৃষ্টি।”-
মহাদেব আমার ভালোবাসা❤️
পুড়ছে প্রিয়াঙ্কা
কাঁদছে দেশ
ধর্ষক ঘেরা সমাজ এখন
আকাশে জমে কালো মেঘ-
স্বামী স্ত্রী কে বলছে
আচ্ছা আমাদের ছেলে হবে নাকি মেয়ে?
স্ত্রী উত্তর দিলো কিছুই হবেনা......
স্বামী বললো কেনো!
তখন স্ত্রী উত্তর দিলো
ছেলে হলে ধর্ষক হবে আর মেয়ে হলে ধর্ষিতা...
তার থেকে কিছু না নেওয়ায় ভালো||-
If I smile, he will be the cause of that laughter: If I say something, he will understand what I want, He will understand how I am when he hears my voice, He will not be angry when he hears the reason of my arrogance, He will be only mine... Only mine.... Second person The story can't touch him, I want someone I value...
-
থাকতে তো সবাই চাই
থাকতে কি আর পারে
ভালোবাসা তো দেওয়ায় যায়
বিপরীত দিক থেকে কি সমান ভাবে আসে!
সবাই তো এখন লয়াল
তবে ঠকাচ্ছে টা কে?
ভালোবাসা এখন মিথ্যা ঘটনা
সবাই তো কেবল অন্য স্রোতে ভাসে
🖤🖤🖤-
এ কি হয়েছে আমার
নিজেতেই নেই নিজের বাস
আছি যেনো এক আদরের চাদরে
স্বপ্নদেশে তাহার সাথে
ইচ্ছেনদীর মন পাড়াতে-
কিছু খারাপ ব্যবহার যথেষ্ঠ
নিজেকে গুটিয়ে নেবার জন্য,
যতই রাতে চোখ ভিজুক
মোছার লোক আছে ক'জন?-
পিছু কে মনে রেখে
কি লাভ বলো
সময় তো চলে আপন বেগে
তুমি না হয় সময়ের সাথে চলো....-
পাতাঝড়া একদিনে
তুমি আমি মুখোমুখি
মুখে এক অন্যরকম ভাবনা যেনো ছেঁয়ে রয়েছে তোমারে
আমি তখন হালকা সুরে একটু এগিয়ে
বলবো তোমায়
ভালো আছো প্রিয়,
মনে আছে আমায়
নাকি ভুলে গেছো
অন্য কাউকে পেয়ে.....-
আমাদের প্রেমে,
না হলো বিচ্ছেদ না থাকলো বিরহ
তবুও এ প্রেম
মনে রাখবে সময় আদ্যিকাল পর্যন্ত....
দিকে দিকে বইবে বাতাস
শুনবে এ প্রেম কাহিনী
গল্প যখন অন্য মোড়ে
আমাদের আকাশ তখন দুটি আলাদা সুরে.....-