বয়সের সাথে বন্ধুত্ব আর সম্পর্কের সব সমীকরণগুলো বদলে যায় l
কারণ মস্তিষ্ক ব্যাংকে চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে লোভ, লালসা আর স্বার্থ l-
ভালোবাসার জন্য,
প্রয়োজন হৃদয় ।
হৃদয়াকৃতির পাথর দ্বারা,
স্বার্থের খেলা হয় ।-
চরণ-ভ্রমণে ভক্ত শিকার, ধ্রুপদী যাত্রাপালা
ঠোঁটে তপ্ত অঙ্গার ধরে বিদ্রুপকে লাথি মারা
কর্তব্যছিন্ন ধ্বজভঙ্গের খাড়া ব্যাপ্তি তলায় জলে
রাজপট্টের পদাঙ্কপ্রাপ্তিতে পরব পালে কড়িখেকো উলু-খাগড়াহারা।-
রূপকথা সেতো অভাবে মরে, খানিক বনেদি
চাকচিক্যময় জীবন মানেই ফিল্টারের কারসাজি
স্বার্থে বাঁচে প্রয়োজনীয়তা,বন্ধু সবাই নয়
স্বাধীনতার পিছেই বাঁচে লোকলজ্জার ভয়।-
তোর প্রতিটা বিপদে-আপদে বন্ধু হয়ে পাশে থেকেছি,
সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে তোকে নিজের ভেবেছি।
কিন্তু বাস্তবটা বড়োই কঠিন, স্বার্থ ফুরোলে সবাই মুখ খুলবে;
যাকে নিঃস্বার্থভাবে দেবে প্রয়োজন শেষে সেই তোমায় ভুলবে।-
স্বার্থ ছাড়া অচল মোদের চাকা
জড় হোক বা জীব স্বার্থ মেপেই ভালোবাসা দিই ঢেলে
জগতের এই চিরন্তন সত্য সবাই আবার মানেনা বটে
তবু খোঁজ নিলেই দেখতে পাবে নিঃস্বার্থের শেষেও স্বার্থেরই দেখা মেলে।-
যুগের হাওয়া বদলেছে আজ
সম্পর্ক বিকোয় স্বার্থ দেখে ,
প্রয়োজনটা মিটে গেলেই
মানবিকতার খোঁজ কে রাখে !
-