তারার মাঝে হারিয়ে গেছে
অনেক খোলা চিঠি,
শব্দেরা আজ বাক্স বন্দি
রয়ে গেছে শুধু স্মৃতি।।
-
Love to write stories.
I am not a writer or poet.
I write wha... read more
মৃত্যু, সে তো ভয়ানক
সবারই আসে
মুচি হোক বা জব-চার্নক।
ইতিহাস, সে তো অভিজ্ঞ, প্রাচীন
আকাশচুম্বী অহমিকাও
অবশেষে পতনশীল।
সময়, সে তো মহৎ জ্ঞানী
ক্ষয়ের এই ধরণীতে
কর্মই অক্ষয়িনী।।-
গুমোট আকাশ-বদ্ধ শ্বাস, মন ভাঙা সব জীবন্ত লাশ।
নিত্যদিনের পেয়ালাতে কেমন, ডুব দিচ্ছে ডিপ্রেশন
আসলে তা চীনের প্রাচীর, লোক ঠকানো ইমপ্রেশন্।
ছুটছে গাড়ী, ছুটছে সময়;পাল্লা দিয়ে যে যার মত
হাজারখানেক লোকের ভীড়েও,একলা একা নদীর সাঁকো।
সভ্যতারই এমন ধরন, করবে কী-বা মানুষজন
একদিন তো সেও চলে যায়, ভেবেছিলে যাকে মাধ্যাকর্ষণ।।
-
জানালার বাইরে আষাঢ়-শ্রাবণ
বৃষ্টি ফোঁটায় সিক্ত কাঁচ ;
অন্দরেতে গ্ৰীষ্ম তবু
চেনা সবই মিথ্যে আজ।।
-
ভুলে যায় তারা, যারা বানিয়েছে দূরত্ব;
সময় বুঝিয়ে দেয়, তা বজায় রাখার গুরুত্ব।।
-
And we all need a Role Model who can navigate our life ship by his thoughts and inspiration.
-
তুফান আমার মনের ঘরে
বাঁধ ভাঙছে শূন্যতায়,
সুখ কুড়োতে ব্যস্ত তুমি
রুপনারায়ণের অন্যথায়।
-
আসল লড়াইটা তো সেদিনই শুরু হয়,
যেদিন তুমি বোঝো-
এই পৃথিবীতে তোমার সব থেকে বড় প্রতিযোগী তুমি নিজেই;
অন্য আর কেউ নয়।
-
পুড়ছে যারা খিদের জ্বালায়
চিতার আগুন তেষ্টা মেটায়,
তাদের আবার খারাপ-ভালো
করবে কী বা ওই ভোরের আলো?
সার বেঁধে পড়ে নদীর ধারে
জোয়ার এসে জরায় কোলে,
মানবিকতার এই নতুন রুপে
শিহরণ আজ রোমকূপেতে।।
-