. .
-
অদৃশ্য সেতু আছে জীবনের পথে
এপার হতে ওপারে যাওয়ার সময় হবে যখন ।
চলতে চলতে শেষ হয়ে যাবে পথ
নেই কো সময়ের ঠিকানা ক্ষণস্থায়ী জীবন ।।-
ভিন্নতার আঁচ চেপে রেখে বৈষম্যতার সন্ধিক্ষণে,
দু তরফকে মিলিয়ে দাও তুমি।
অফিস ফেরত জ্যামে আটকে বাবুদের ঘ্যানঘ্যান সুর মিশে যায়,
অক্লান্ত পরিশ্রমে রোজগারহীনতার চূড়ান্ত ফলাফলে।
নিম্নবিত্ত খালাসির দেওয়া সামান্যতে পাতপূর্ণ হয় এক বিকারগ্রস্ত ভিক্ষুকের,
আনমনা পথিক তোমাকে কেন্দ্র করে নিজের হস্তশৈলী দেখাতে মশগুল।
ছিন্ন সম্পর্কের আঘাত রুখতে কখনো কখনো হও শেষ ঠিকানা।
এত কিছুর সাক্ষী থেকে প্রতিদিন লেখো কত জীবনের খসড়া,
দিনশেষে সমস্ত ক্লান্তি বেচে দিয়ে না হয় তুমিও একটু সুখী হয়েও।।
-
ঠিকানা হারিয়েছে শেষ ট্রেন।
নিগুঢ় তমসার হাতছানি..
অন্ধ পথিকের সেই চিৎকার,
বাড়িয়ে দিচ্ছে প্রবল আত্মগ্লানি।
একে একে ফিরে যাচ্ছে সবাই
পরিযায়ী আলোর লম্বা সেতু ধরে।
মনকেমনের হাফটিকিট জমা সিন্দুক,
আজও হিসেব খোঁজে চিঠির কালো অক্ষরে।-
অক্ষরবিন্যাসে মশগুল তুমি...
কিন্তু একটাও শব্দ তো বাঁচবে না
শহর জুড়ে এক অতলান্তিক শ্রাবণ এসেছে !
প্রিয় কবিতাগুলো যতোই বুকে জড়িয়ে ধরো
মেলে দেওয়া তাসগুলো যতোই জড়ো করো...
সেতুগুলো জলের থেকে যতোই উঁচু করো
জোছনায় ডুবে যাবে আজ এই স্ট্রিটলাইটের শহর
প্রিয়তমা আজ উজান নয়,
আজ যে মহাপ্লাবন এসেছে !
-
পাহাড়ের পাদদেশে উপত্যকা
একই পাহাড়ে বিপর্যয়ের সাথে একটি অদৃশ্য সংযোগ তৈরি করে
যেখানে দেওয়াকার রশ্মি ছড়িয়ে দেন
সেতুর মতো করে এই দূরত্বকে বাঁধে
যা দুজনের মধ্যে অস্বচ্ছ সংলাপে পরিণত হয়
হৃদয়ে ভালোবাসার সকালে এমন কিছু আছে
সুকেশি যেমন জ্বলতে শুরু করে, তত কম ও পরিপূর্ণ হয়
বৃষ্টি শুকনো মাটির সাথেও মিশে যায় এবং এটিকে আকার দেয়।
ভালবাসা হৃদয়ের পৃষ্ঠেও ুকে যায় এবং এর আকার দেয়
কিছু লোক এমনকি এই হৃদয় সংযোগকারী সেতুতেও ভ্রমণ করে না।-