সারারাত ধরে ঝড়েছে বৃষ্টি সেই
বৃষ্টি দেখা ভোরের আলো ,
হয়তো এখনই বৃষ্টি থেমে গিয়ে
ঘুচাবে সব মেঘের কালো ।
অরুনদয়ের সাথে পৃথিবী দেখবে
মেঘ মুক্ত সুনীল আকাশ ।
খুশির আনন্দে সবাই উঠবে মেতে
আর বইবে মলয় বাতাস ।
বৃষ্টি দেখা ভোরের আলো ছুঁয়েছে
আমার মনের গভীরতা ,
বৃষ্টি থেমে ওই আকাশে দেখা যায়
তীব্র রোদ্দুরের প্রখরতা ।-
জানি সারারাত ধরে ঝরেছে বৃষ্টি
সকালটাও তাই এতো ভেজা ,
নতুন উদ্যমে চাষের লাগিয়া সকল
চাষীর মনেই আনন্দের মজা ।
একটা বৃষ্টি ভেজা সকালে মন সবার
খুশিতে আনন্দে মেতে ওঠে ,
শ্রাবণের বর্ষনে রিমঝিম আর প্রবল
বর্ষণে চাষীদের কাটে মাঠে ।
শ্রাবণে বর্ষনে যেমন চাষীদের আনন্দ
বস্তি বাসিদের ততটাই দুখ ,
যদি আসে আচমকা বন্যার ভয়াবহতা
সেই কষ্টেই ভাসে সবার বুক ।-
সারা রাতে ঘুম আসে না
যতই আমি চোখ বুজি,
রাত্রিতে জেগে জেগে
পুরানো সেই স্বপ্ন খুঁজি।-
আজ সারারাত, অঝোরে ঝড়ুক বারি ধারা,
ধুয়ে যাক যতো কষ্ট লুকিয়ে আছে মাটির বুকে।
মানুষ তো প্রতিদিনই কাঁদে, না হয় প্রকিতিরও একদিন এলো পালা,
বৃষ্টির কান্না-হাসির লুকোচুরি তে অন্তত পৃথিবী একরাত বাঁচুক সুখে।।
-
বিদায় হল কমল বোঝা
আরেকদিকে ফাঁকা শ্মশাণ শূণ্য,
কেঁদেছে অন্তর না জানিয়ে,
সারারাত তোমারই জন্য।-
অন্তর কাঁদে ফুঁপিয়ে আজ
বাহির হোক যতই কঠিন
তোর জন্যই জেগেছি রাত
যত্নে রাখা মিষ্টি সেদিন-