আবসাদ কেমন তা খবর রাখো কত?
বসন্তের রাঙানো লালে গভীর ক্ষত ।-
মুঠো মুঠো হিসেবনিকেশ সব রাতে মনে আসে
কোন কাজ ছাড়াই ইমসোমনিয়ার অভ্যাষে,
রাত্রিতে গভীর যত ভাবনার আনাগোনা,
অভিনেতা লিখতে বসে উপন্যাসখানা।
মন বলে ঘুমিয়ে পর, ফালতু কেন জাগিস,
পাঁজর ভাঙার শব্দগুলো এভাবে কেন গুনিস।
কারোর ঘুম আসে নীলাভ শান্তির প্রহরে
ভালোবাসার পিছুটায় বাস্তবতা ওড়ে।।-
নতুন করে খুঁজে পাওয়া,
চাইলেই যা হোক কিছু নিয়ে লেখা।
অচিন্ত্য মনে চিন্তার ঝুড়ি ফেলে
তা আবার নিমেষে উড়িয়ে দেওয়া।
পারি; এসব পারি তোর কথায়
তালিম যুক্ত শব্দ বসায়-
কবিতায়।
চেনা হলুদ মুখের অবয়ব
যা দেখে ভুলে যায় সব।
অবান্তরভাবে বলতে ইচ্ছুক
আমি গোলাপগাছ, তুই টব।
বাদ; এসব বাদ দিয়ে আয়
তোকে আর একটু আদরে জড়ায়-
ভালোবাসায়।
-
সারা রাতে ঘুম আসে না
যতই আমি চোখ বুজি,
রাত্রিতে জেগে জেগে
পুরানো সেই স্বপ্ন খুঁজি।-
ভালোবাসার সময়ে ব্যস্ততার আচঁড় সম্পর্কের দেওয়ালে তখন হয়তো বার্ধক্য প্রবেশ করায়।
তখন ছেলেমিতে মন ভোলে না।
তবে মজার ব্যাপার, তখন পৃথকতা ফোঁকলা দাঁতে হাসি দিয়ে যায়।-
প্রবলেম টা হলো---
*অতীতের বিলাসিতাগুলো বর্তমানের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।*-
আমি ঘনকালো মেঘে সূর্যের আলো দেখেছি,
আমি অন্ধকার পথে বিদ্যুতের ঝলকানি দেখেছি,
আমি বিচ্ছেদের মাঝে ভালোবাসা দেখেছি,
আমি *খসে যাওয়া তারা* কেও হাসতে দেখেছি।-
হৃদয়ের অগোচরে
চলে গেছে সে বহুদূরে,
চেনা মুখ চোখ বোজে সুখের বাসায়,
অন্যদিকে শান্তির খোঁজে ধোঁয়া ওড়ায়।-
Please God,
Reboot my life otherwise restart,
But don't continue.................
Good night.
Now on my Sleeping mood
Means to say switched off.-
নতুন কিছু করতে সত্যিই একটা রোমাঞ্চ থাকে।
তবে মনে রেখো "শেষ রোমাঞ্চকর ঘটনা মৃত্যু" ।
-