. .
-
আমার প্রতিটি সকাল শুরু হোক,
শুধু তোকে ভালোবেসে।
আমার পাগলামি মন শান্ত হবে,
তোর কাছে এসে।।-
শুভ সকাল তাদের জন্য,,,
যারা আমার মতোই হারানোর কষ্ট নিয়ে রাত জেগে ছিলো,,,,💔💔💔💐💐💐💐💐💐💐💐-
ক্লান্তিভরা বিকেল গুলো মনখারাপি গান শোনায়,
রাত্রি বলে, আয় কাছে আয়, ঘুমের দেশে ঘুরবি আয়।
সকাল তখন মুচকি হাসে, ক্লান্তি যতই আসুক আজ,
সকাল হলেই সব ভুলিয়ে, সামনে আসে শতেক কাজ!!-
ভাঙা-গড়ার ক্ষীনলোকে
স্পর্ধা ঘিরে কালের দোহা
গর্জে ওঠা কালো আলোয়
চিন্তা চিনুক নতুন জোহা।-
এক টুকরো রোদ
প্রতিদিনের মতো আজও মায়ের ডাকেই ঘুমটা ভেঙে গেল। ঘড়িতে তখন ৯.৩০..প্রতিদিনের মত মায়ের একই উপদেশ শুনলাম আজও “ঘুম থেকে কি উঠতে হবে না? বেলা ১২:00 পর্যন্ত ঘুমোলেই হবে। বাইরে বেরিয়ে দেখ কত বেলা হয়েছে! সূর্য ডুববে এবার!” যদিও ২১টা বছর পেরিয়ে এলাম মায়ের কথা বুঝে উঠতে পারলাম না.. ৯.২০ টা কি করে ১২টা হয়! আর সূর্য ওঠার পরে কি ভাবে ডুবে যায়! এই ব্যাপার টা একমাত্র মায় ই পারে আমাকে বোঝাতে। যদিও আজ বুঝতে পারি মায়ের সব কথাগুলোর মানে, কিন্তু সকালে ঘুম থেকে ওঠা আর হয়ে ওঠেনি। বিছানা থেকে উঠে দেখি জানালার ফাঁক দিয়ে আলো প্রবেশ করেছে রুমের মধ্যে। জানালা খুলতেই দেখি মেঘলা আকাশ সরিয়ে রোদ উঠে গেছে। তাই বাইরে বেরিয়ে গায়ে মেখে নিলাম এক টুকরো রোদ।
-
সারাদিন থাক বৃষ্টির গান
তোমার সে আশমানি বাড়ি
মনের জমানো অভিমানে
মেঘেদের পরোয়ানা জাড়ি।-