QUOTES ON #শুভ

#শুভ quotes

Trending | Latest
15 APR 2021 AT 9:31

নতুন বছর ভালো কাটুক
সুখে আনন্দে ,
পুরাতনের দুঃখ যত
দূরে সরিয়ে ।
অগ্নিস্নান করে আজি
দিনটি শুরু করো ,
সঞ্চিত সব কালিমা মুছে
শুদ্ধ হৃদয় গড়ো ।
গ্রহণ করো মনুষ্য ধর্ম
জাতি ভেদাভেদ ভুলে,
সকল মানুষ যেথায় এক
সেথায় নিজেকে দাও ঠেলে ।।

-



কোলাহল থেমে গেছে আজ,
অপেক্ষায় একা একা বেলা কাটে ।
সময় এগিয়ে যায়,
স্মৃতিরা পেছনে হাঁটে ।
সবকিছু শেষ নয়,
শুধু এবারের মতো জানালাম বিদায় ।
জানি তুমি ফিরে আসবে,
আবার সূচনার রইলাম অপেক্ষায়।।
*শুভ বিজয়া*

-


16 JUN 2020 AT 17:21

নিরীহদের আর বোঝে কি কেউ..?
ব্যাথা, যন্ত্রনা বুকে নিয়ে বইছে কত সমুদ্রের ঢেউ।

-


11 AUG 2020 AT 22:41

যদি তোর বাঁশির সুরে আবার মজে এ রাধার মন
নিভৃতে যতনে লুকিয়ে রাখব ,করবো প্রেমাস্বাদন।।

-


15 JUL 2020 AT 17:46

আমার উপেক্ষিত হৃদয়ের শহরে তোমার ভালোবাসা নিমিত্ত মাত্র।।

-


23 JUL 2020 AT 18:20

এক অচেনা প্রেমিকের অজানা ভালোবাসায় মজেছি আমি দিনরাত।

-


19 NOV 2019 AT 0:04

বন্ধু আমার প্রাণের সখী,
একটু অভিমানী,,
"স্বস্তিকা"নামেরই
অর্থ শুভ কামনাময়ী।।

আজ তো তোর,
পরম সুখের দিন।
তাই জানাই তোকে,
শুভ জন্মদিন ।।

— নিশা

-


28 NOV 2019 AT 17:46

অল্প-বিস্তর নিরন্তর সুখ রবে কিন্তু তবে!
বৃষ্টি-মুখর প্রহর অতিসত্বর,শংকিত কতো হবে নীরবে...

-


31 JUL 2020 AT 17:40

হাজারো দুঃখের মাঝে,
ভালোবেসে যাবো আমি,
শেষ দিন
পর্যন্ত ।।

-


27 OCT 2019 AT 20:26

বেঁচে আছি আলো আঁধারে ভোর দুপুরে;
গা-ভাসাই বাঁকা রাস্তার মোড়ে অনন্তপুরে।

-