মিথ্যার জগতের মানুষ সবাই কে মিথ্যুকের দেশে টেনে নামায়,
অন্ধকারকে ভালোবাসা-তাদের সৎ রক্তের অভাবে বোধ হয়,
শূন্যতা আর ব্যর্থতা লেখা আছে তাদের জীবনের শেষ পাতায়!-
মিথ্যায় আজ চলছে সমাজ
চলছে সব মুখোশধারী মানুষ
সত্য বললেই খারাপ তুমি
সত্য আজকে বেহুঁশ-
সত্য যে বড় কঠিন
তাই মিথ্যা এখন সমীচীন,
হচ্ছে মানুষ বিবেকহীন
দিনের পর দিন ...
সত্য কে আর খুঁচতে চাই কজন
সত্য যে বড় কঠিন সজন
সত্য বললে একলা হবে
সফর হবে সঙ্গীহীন
লড়াই হবে ভীষণ কঠিন
সত্য যে সবার জন্য নয় উন্মুক্ত
বরং কঠিন অতিরিক্ত!!
-
"বৃষ্টিটা অবিকল তোমার মতো"
হাজার কথার ভিড়ে, এটাই যা একটা মিথ্যা কথা।
স্মিতহাস্য থাকার মাঝেও,
বুকের নীচে লুকিয়ে থাকা, ওই যা একটা ছোট্ট ব্যথা।
বাকি কথদের ভিড়ে, ওটাকে আর আটকে রাখা যায়নি।
সত্যি-কথারা ঠোঁটের গারদ, পেরিয়ে মুক্তির স্বাদ গেলাতে পারিনি।
মুখ খুললেই বেরিয়ে পড়ে, অপ্রিয় সত্য,
তাই আর সত্যি বলার ইচ্ছা রাখিনা।
তোমার পাড়ায় বৃষ্টি নামলে খবর দিও
কাগজের নৌকা করে ভাসাবো বাস্তব'ও।
যাই হোক, মিথ্যাকথা আমার ভীষণ প্রিয়
আসলে ওদের ছাড়া তোমার কাছে আমি দুর্বিষহ।-
Dynamic life,
Truthful mind -
Lives with the truth,
Comes out of the obsession of lies.
গতিশীল জীবন,
সত্যনুরাগী মন-
সত্য নিয়ে বাঁচে,
মিথ্যার আবেশ থেকে বেরিয়ে আসে।
-
মিথ্যা শুধু রক্ত চেনে,
সত্যের সাথে চিরকালের যুদ্ধে হয় অবতীর্ণ;
আস্ফালন তার,উগ্র দাম্ভিকতায় পরিপূর্ণ।।
সত্য সাহসী,
রক্তাক্ত শরীরেও অকুতোভয়;
তার শেষ রক্তবিন্দু জানে,সে হারবার নয়।।
-
সুযোগের সদ্ব্যবহারে পিছিয়ে নেই তুমিও!
সময় পেলে "মিথ্যা-বলা" আমাকেও একটু শিখিও!!
-
মন চায় ছুয়ে যায়
ওই ভিতরের মিথ্যে কাহিনী,
অজানা যা আমার কাছে
যা জানতে আমায় দাওনি।-