পপিতা পাল🌹   (✍️️পপি 🌻)
240 Followers · 7 Following

read more
Joined 1 May 2020


read more
Joined 1 May 2020
15 OCT 2020 AT 20:31

বেঁচে থাকার বিলাসিতায়
বর্তমানকে আপন করতে শিখেছি বলেই আগামীর অতীত কে অচেনা লাগে না।

-


24 SEP 2020 AT 8:34

সোনার থালায় অমৃত ভালো লাগে না
ভরা পেটে সুগন্ধি বিরিয়ানি,
আমার খাদ্যনালীর প্রতিটি কোষ জানে
পাকস্থলীর হয়রানি।

-


15 SEP 2020 AT 19:14

ইমিউনিটি কমেছে অনুভূতির দেহে
আক্রান্ত হয়েছে ভালোবাসা,
অভিযোগ গুলো সেরে উঠছে প্রতিনিয়ত
মৃত্যু শয্যায় আজ প্রতিশ্রুতির ভাষা।

-


14 SEP 2020 AT 22:38

অতীতের কবর খুড়তে গিয়ে
খুঁজে পেলাম চেনা কঙ্কালসার,
পচন ধরেছে তার রক্ত মাংসে
সতেজ রয়েছে শুধু মিথ্যা অঙ্গীকার।

-


13 SEP 2020 AT 19:13

মুখোশ

ভিড় জমিয়েছে মজলিসে ওরা,ছলনার আদলে,
মনুষ্যত্ব খোয়া গেছে হাজার মুখোশের আড়ালে।
অভিনয়ের চাদর টেনে হাসছে অবিরত,
স্বার্থান্বেষীতে ডুবেছে মন,পথ চলছে প্রতিনিয়ত।
আলো, আঁধারেও মুখোশের সমাগম আজ,
মানবিকতা মেখেছে কলঙ্ক, হিংস্র,লালসার সাজ।
বাহিরে কেউ পরিধান করেছে তা, হানছে আঘাত প্রত্যহ,
অন্তরে কেউ রেখেছে তা আরোপ করতে ভ্রান্ত মোহ।

-


12 SEP 2020 AT 20:30

কৃষ্ণ প্রেমে পাগলিনী আমি,উন্মাদিনী বাঁশির সুরে,
অঙ্গে অঙ্গে আঁকি কালার প্রেম,হৃদয়ের সোপান জুড়ে।
কলঙ্কিনীও হতে রাজি আছি শ্যাম তোমার প্রেম কাননে,
কাজলের রেখায় লিখবো প্রেম কথা চেতনে অবচেতনে।
রুক্মিণী সাজিবো তোমার লাগি,খোঁপায় গুজিবো মালতিলতা,
মীরা রূপে আসিব প্রিয় শুনিতে হৃদয়ের প্রতিটি কথা।
কালো অন্তরের ব্যাকরণের মাঝে দিও সামান্য ঠাঁই,
কালা বিনে যে দিশেহারা এই কলঙ্কিনী রাই।

-


12 SEP 2020 AT 18:43

জং ধরেছে প্রতিশ্রুতির আলাপে
হৃদয় কাঠে ঘুন বেঁধেছে বাসা,
ক্যালেন্ডারও তার সাল বদলে ফেলেছে
বিভ্রম সেজেছে প্রত্যাশা।





-


11 SEP 2020 AT 22:38

তাসের খেলায় মেতেছে ওরা
কালো অভিশাপের আড়ালে,
আকস্মিক জড়িয়ে ধরে কখনো
অতৃপ্তির মায়াজালে।

খেলে চলেছে অনবরত সে
মিথ্যের জোয়ারে ভেসে,
কালো ভাবটা তার ক্রমশ এগোচ্ছে
অস্থিরতার বেশে।

-


10 SEP 2020 AT 9:28

রঙিন পৃথিবীতে ভীষণ ভিড়
আয়েশ'রা আজ অধিষ্ঠিত,
আমার পৃথিবী ধূসর খুবই
খরার ধুলোর মতো।

-


9 SEP 2020 AT 19:39

তুমি আজও আশ্রয় খোঁজো নদীর বুকে প্রতিচ্ছবি হয়ে,
আমি উপবিষ্ট হারিয়েছি এবেলা হাজার অবহেলার উপাধি পেয়ে।
পশ্চিম কোণে রোজ অস্ত যেতে এখনো তোমার দেহ পরিশ্রান্ত নয়,
আমার হৃদ উঠোনে মনকেমনের বাস,মুক্ত হাসির ঘাটতি সেথায়।

-


Fetching পপিতা পাল🌹 Quotes