সাধারণ শিক্ষা সংকীর্ণ বেতাল শিক্ষার কারাগারে ,
গণমুখী শিক্ষার হারানো খতিয়ান কষছে সবাই ঘরে ঘরে!
কচি কিশোরের মন পেষিত জাঁতাকলে,
লঙ্গরখানার ছেলেটির শৈশব উত্তপ্ত পরিমণ্ডলে!
জীবন্ত অচেনা কত ফুটন্ত ফুল কৃত্রিম হাসিতে কষ্ট ভাগ করে,
অর্থমূল্যে মনুষ্যত্ব বেচাকেনার আসরে জীবন কি ফিরিয়ে দেয় তারে!-
চরিত্রগুলো বদলায়
রং সময় বুঝে ঠিক
মুখোশধারী মনুষ্যেগুলো
তো গিরগিটির ও অধিক।।
-
চুলে যে তার পাক ধরেছে ফেরার আশায় আশায়...
লাবণ্য সব ঝরে গেছে অন্ধকার কুঠুরির চার দেওয়ালের নকশায়...
যন্ত্রণায় শরীর দুমড়ে মুচড়ে যৌবন মরে গেলো...
যৌবনের কঙ্কালে মৃত নদীর চরের মতো কৃশকায় গাত্র পড়ে রইল...
অদ্ভুত বিষন্নতা নিয়ে পথের দিকে চেয়ে চোখ জেগে...
না মেটা সব ইচ্ছেগুলো কপালে ওঠে ফুটে, রক্ত বর্ণ হয় চোখ তবুও যায়না রেগে...
কোন এক জীর্ণ বিকেলে আসবেই সে, নাড়ির টান যদি হয় খাঁটি...
তার শরীর ও বয়সের কাছে হার মানলে আঁকড়াতে হবে জন্মমাটি...
প্রতিকূলতার মধ্যেও দেখি মাতা-পুত্র বহুল আছে, হয়না সকলে পাষাণ...
নারীর সহিত নাড়ির সংযোগ বোঝে না যে সে হয় অসুর, অনিবার্য তার ভাসান...-
মানুষ ! যোগ দিয়েছিল মান আর হুঁস ,
মনস্ হারিয়ে ফেলে আজ পথে বিবশ ।
মনুষ্যত্ব জল ঢালে রোজ বিবেক তলায় ,
মানসিকতার সাদা ফুল আঁটে যদি মন-বেলায় !-
অন্যেরে না করিয়া হীন,
সে করুক জয়
এটাই যে তার পক্ষে সমীচীন,
অন্যথা যে বড় ভয়-
মানুষের ধর্ম মানুষ বুঝি
পেটের জ্বালায় করতে রুজি
তারা যত সর্বনাশী
শান্তি পেতে গয়া, কাশী
মানুষ শর্তের মাংসাশী।-
হত্যার বদলা হত্যা নয়
ক্ষমা দিয়ে হোক;
হাতের সঙ্গে হাত মিলুক
বন্ধনটা দৃঢ় হোক,
মানুষ-মুখোশ খেলা তো অনেক হল
এবার মনুষ্যত্বেরর জয় হোক..-
~ ভিতরে মানুষত্ব না থাকলে ...
শত শত ডিগ্রী অর্জন করে লাভ নেই !-
ধর্মের ভিত্তিতে যারা মানুষকে বিচার বিশ্লেষণ করে, অপমান করে, তীব্র ঘৃণা করে, তারা আপাদমস্তক মানুষের মতো দেখতে হলেও আমার দৃষ্টিতে তারা মানুষ নয়।
-