Jamal Ansary   (জামাল আনসারী)
14 Followers · 12 Following

read more
Joined 7 September 2020


read more
Joined 7 September 2020
31 MAY 2022 AT 9:26

কোনো মানুষের যদি স্বর্গের প্রতি লোভ না থাকে, অর্থাৎ সে যদি মৃত্যুর পরে স্বর্গে যাওয়ার আশা না করে,
তাহলে তার ধর্ম পালন করে কি লাভ ?

-


31 MAY 2022 AT 9:17

👉যারা অন্যায় করে,দুর্নীতি করে,তারা জেড প্লাস নিরাপত্তা পায়, নির্ভয়ে কু-কর্ম করে তারা সমাজে ঘুরে বেড়ায়।
👉 আর যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, রাস্তার আন্দোলনে নামে, তাদেরই সরকার মারধর করে, জেলে ভরে দেয়।

এটাকে কি দেশের গণতন্ত্র বলে?

-


7 MAY 2022 AT 9:02

যে সমস্ত দেশে ধার্মিকের সংখ্যা বেশি,সে সব দেশে চোর, ডাকাত,গুন্ডা, বদমাইশ, অপরাধ প্রবণতা ততবেশি। মিলিয়ে দেখুন অপরাধীদের মধ্যে 99.99% ধার্মিক।
তাই, এটা বলা মনে হয় অত্যুক্তি হবে না, যে ধর্মই যত নষ্টের গোড়া।

-


13 APR 2022 AT 7:55


যে মনপ্রাণ উজাড় করে ভালোবাসে সে কখনোও ভালোবাসার বন্ধন ছিন্ন করে দূরে সরে যায় না। আর যে ভালোবাসা শুধুই অভিনয়, বা স্বার্থ জড়িয়ে থাকে, সেই ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় না। কারন স্বার্থ ফুরিয়ে গেলে সেই ভালোবাসায় দূরত্ব তৈরি হবেই।

-


7 APR 2022 AT 16:55

ধর্ম থেকে যদি কুসংস্কারকে আলাদা করা যায়,তবে এই পৃথিবীতে ধর্মের অস্তিত্বই বিলীন হয়ে যাবে।

-


5 APR 2022 AT 14:23

👉ঈশ্বরের প্রতি মানুষের আস্থা যখন কমতে শুরু করলো তখন মানুষ দরজার আবিষ্কার করলো।
👉 ঈশ্বর বিশ্বাসের ওপর মানুষ যখন আঘাত করতে শুরু করলো তখন মানুষ তালার আবিষ্কার করলো।
👉আর যখন মানুষ বুঝতে শুরু করলো ঈশ্বর তার ও তার সম্পদের রক্ষা করতে পারবে না তখন মানুষ ঈশ্বরের ভরসায় আর না থেকে CC TV বসানো শুরু করলো।

J P Modak

-


25 JAN 2022 AT 9:46

পাড়ায় পাড়ায় শিক্ষাদান।
বিদ্যালয় রেশন দোকান।।
বিদ্যালয়ে করোনার গন্ধ।
সে জন্যেই কি স্কুল বন্ধ!!


-


21 JAN 2022 AT 18:33

বলছি,দু বছর থেকে বহুত ভেলকি দেখলি,আর বহুত করোনার গল্প শুনলি।
না না,আর কোনো অজুহাত শুনব নাই! সরকার ইবার স্কুল,কলেজ গুলা খুইলে,ছেলে মেয়েদের লিখাপড়া করাক। না হলে এমন আন্দোলন শুরু কইরব,সরকারের সব ভেল্কিবাজি বাইর কইরে দিব! তখন বুইঝবেক কত ধানে কত চাল!!

-


20 JAN 2022 AT 20:29

ওমিক্রন বা ডেল্টাক্রন যে নামেই তুমি ব্যবসা করো না কেন!
ইটাকে আমরা গ্রাম বাংলায় সাধারণ সর্দি-জ্বর বলেই জানি।

-


11 SEP 2020 AT 20:34

উতলা হওয়ায় মন মেতেছে
ঝড় উঠেছে বুকে,
ঠোঁটে ঠোঁট রেখেছি
মুখ মুখে।

-


Fetching Jamal Ansary Quotes