চোখের কোণে জমে নোনা পানি,
বাঁ পাঁজরে দলাপাকানো ঝড়।
অশ্লীল ক্ষত ঢেকেই বাঁচার আশা,
তবে ভেতরটা যে লাশ কাটা ঘর।।-
তাহা বুঝে আর কয়জন,
চারিদিকে স্বার্থের মন ।
সরলতায় পাবেনা কি ধন,
থেকে যায় শুধু সুন্দর মন ।
দিয়ে যাও তুমি ভালোবাসা,
কাছে থাকুক কিঞ্চিৎ আশা।
চাইনা আমার পাকা বাড়ি,
খাবার আছে ঘরে হাড়ি হাড়ি।
করে যাও তুমি সর্বদা এইভাবে দান,
সকলের কাছে পাবে তুমি সম্মান ।-
চোখের আরাল হলেও
কিন্তু মনের আরাল হওয়া যায় না।
Even if it is the hide of the eyes,
it cannot be the hide of the mind-
ওই চিলেকোঠায়!
আলতো করে তুলে রাখিস হৃদয় টাকে।
মনের ওই মণিকোঠায়,
স্থান দিস সেই অবুঝ প্রেমটাকে।।
মন গাঁথা ওই মাল্যখানির,
জায়গাটা টুকু রাখিস খানেক।
ও টুকুই এ জীবনের,,,,
পাওয়া অনেক।।-
তোমারে সঁপিয়া জীবন আমার
থাকি সদা হাঁসি খুশি ,
ভালবেসে ভরাতে চাই নিজেকেই
ভালো থাকি দিবানিশি ।
জীবন সাথী হিসাবে পেয়ে তোমায়
হতে চেয়েছি মনের মতোন ,
তুমিও দিবানিশি ভরিয়ে রেখেছো
আমারই হৃদয় রতন ।-
কেন চলে গেলে?
মন ভারি হলেও যে
মেনে নিতে হবে
সবে তো স্বপ্নের উড়ানে
জয়ী হতে শুরু করেছিলে
তবে কেন ? কেন? বলতে পারো!
তোমাকেও চলে যেতে হলো ?
কেন এমন হয়? তুমি তো তারাই-
হতে চেয়েছিলে, হলেও তো স্টার
কি দরকার ছিলো তবে এতো তারাতারি
আকাশের তারা হবার?
Missing you
১৪.৬.২০২০.
রিংকু
-
হে ২০১৯,
তুমি কি কেবল নিতেই এসেছিলে!
কেড়ে নিয়েছ কতো প্রিয় নিঃশ্বাস,
কেড়ে নিয়েছ কতো আবদার,কতো অনুভূতি,
কেড়ে নিয়েছ কতো না দেখা স্বপ্ন,কতো যত্নে সাজানো সম্পর্ক।
নাঃ... তবে দিয়েছোও বটে কিছু...
বিষাক্ত প্রতিশ্রুতি,কতো রক্তাক্ত মুহূর্ত,
আর কতগুলো মিথ্যে আশ্বাস আর নখের আঁচড়।
তবে যেটুকু ভালোলাগা দিয়েছো,
ওই ক'টা স্মৃতিতে রাখা আবেগের শিশিরবিন্দু,
নীরবে আগলে রাখা ভালোবাসার মৃদু হাসি
আর একটা নীল মলাট,যাতে নাম ঠিকানা টা আজও অসম্পূর্ণ।।
রাস্তার বাঁক থেকে চলা শুরু করার জন্য এটুকু প্রয়োজন ছিল হয়তো....-
তুমি কি কখনও দূরের ওই নীল আকাশকে দেখেছো?
দেখেছো কি আগ্রহ তার মাটির সাথে মিলনের!!
তুমি কি কখনও আকাশের কান্না দেখেছো?
আকাশ কেন কাদে জানো ?
যেনো দূর থেকে মাটির একটু ছোয়া পায় সেই কারণে !!
একটু খানি ছোয়া পেতে আকাশ কেদেও সুখ খুজে নেয় ,
তাহলে আমি কেন পারবো না তোমাকে ভালবেসে
সারাজীবন এই ভাবেই না পাওয়া কে, পাওয়ার অপেক্ষায় তোমাকে কল্পনা করে কাটাতে চাই !!!!!!-
বনের আগুনে সকলের আতঙ্ক হয়
সে যে অতি ভয়াবহ দাবানল ,
মনের আগুনে হৃদয় পুড়ে খাক হলে
তারে কয় ভালবাসার অনল।-
বাজলো আমার মনের বীনায়
নতুন গানের ছন্দ ,
মন ভোলানো গানের সুরে পাই
অনেক বেশি আনন্দ ।
ভরিয়ে রাখবো খুশিকে আমার
দুঃখ রাখবো দূরে ,
গানই পারে দুঃখ ভোলাতে চাই
মনকে ভোলাতে সুরে ।
গানই পারে দুটি মনকেই একই
সুরের বাঁধনে বাঁধতে ,
গানের সুর ও ছন্দ মিলে মিশে
যাক নতুনের আনন্দে ।-