তবুও মনে অসীম দোলাচল,
স্মৃতির দেরাজে হাতরাই রোজ
সব ভুলে যাই ভুলিনা শুধু….
সবুজ পালতোলা জাহাজের কথা
কতো কথার ঢেউ ছিলো সারাবেলা!
ভুলে যাওয়া বন্দরে,আজও
একাই দাঁড়িয়ে নির্জীব
নিশ্চল ছায়ার মতো !
২০.১১.২২.
রিংকু ব্যানার্জী
-
সকাল সাজায় আলো
ভোর থেকেই….মনের মাঝে,
মন উদাসী, বাউল বেশে
অপেক্ষাতেই প্রতিপলে,
সকালের আলো বিকেল ছুঁলো
তার ফেরার আশা যে ক্ষীণ !
দেখা না পেয়ে তোমায় শ্যাম…
আমি আজ প্রকৃতই দীন॥
১৬.১১.২২.
রিংকু ব্যানার্জী
-
কেউ তো এসো আমার পাশে
মনের গোপন ব্যথা কই,
আয়ানা ছাড়া কেউ থাকেনা
কাকে যে ভাবি সই ?
আপন যে, সে তো দূরেই-
পুরো জীবন জুড়েই
তার কথাই বা কাকে বলি?
শোনার সু-জন পাই যে কই !!
১০.১১.২২.
রিংকু ব্যানার্জী
-
ফেলে এসেছো যাকে
পথের মাঝে
আজও তোমার প্রতিক্ষাতে
তোমারই পথ চেয়ে
সে ভীষণ ভাবে…
না পাওয়ার বেহাগ সুরে
তুমি, আজও অপেক্ষাতে মিশে-
তার গহীন মনে॥
৮.১১.২২.
রিংকু ব্যানার্জী
-
ঢেকে নিজের মনটাকে
অতীত স্মৃতির ঘরে
রেখে আসি .. সেই পুকুর পাড়ে
যেখানে আজো
সত্যি না হোক
স্বপ্নেরা বেঁচে চলে॥
৭.১১.২২.
রিংকু ব্যানার্জী-
এমন কোনো নভেম্বরে,
প্রথম প্রেমের মতোই…
নতুন শীতের আমেজ
কুয়াশা জড়ানো ভোরে
তার হাত আমার হাতে
হেঁটেছি কতো অযুত-
নিযুত পল,নভেম্বর….
ফিরে ফিরে আসে বারে বারে
যারা স্বেচ্ছায় হারাতে চায়
তারা হয়তো ফিরতে চায়না
নতুন করে॥
১.১১.২২.
রিংকু ব্যানার্জী
-
তোমায় ছোঁওয়ার প্রতিক্ষাতে…..
প্রহর কাটে প্রতি পলে
অপেক্ষাদের অবসান শেষে
মরন জড়িয়ে আকাশ ছোঁওয়াই বাকি॥
৩১.১০.২২.
রিংকু বযানার্জী-
হন্যে হওয়া মন,
খুঁজে চলে সারাক্ষণ
ফেলে আসা অতীত স্মৃতির..
টুকরো কোলাজ
মন কেমনের উঠোন জুড়ে
অকারন ব্যাস্ততার সাজ
সবই ছিলো আশে পাশে
তার থাকাতেই বাঁধা যতো
হন্যে হওয়া মন
তাকেই খোঁজে সারাক্ষণ॥
৩০.১০.২২.
রিংকু ব্যানার্জী-
স্বপ্ন খুঁজে মরি…
যার যাবার, সে তো যাবেই চলে
তার ফিরে আসার অপেক্ষাতে
পথের পানে আজও
অপেক্ষা করি॥
২৯.১০.২২.
রিংকু ব্যানার্জী-
শিশির ধোওয়া সকাল এলেই….
তোমায় মনে পড়ে….
অতীত ঘরের ব্যালকোনীতে,
স্মৃতির ঝলক দুটো চোখে
সারাদিনই…..,
সবই আছে আশে পাশে
অতীত কেন যে সদাই
লুকিয়ে থাকে মনের কোণে ?
২০.১০.২২.
রিংকু ব্যানার্জী-