QUOTES ON #ভালোবাসার_অধিকার

#ভালোবাসার_অধিকার quotes

Trending | Latest
8 SEP 2020 AT 16:17

তোমার জীবনে অন্য কারও অধিকার মেনে নেওয়ার আগে একবার ভেবে দেখো তার জীবনে তোমার অধিকার কতটুকু রয়েছে......

-


14 JAN 2018 AT 23:07

সোয়েটারে নেই উষ্ণতা সেই, বিঁধছে উলের রোঁয়া,
তোমার বিহনে শীত বারোমাস, কম্বলে অাধশোয়া।

ইচ্ছেরা সব বেসামাল বড় করে অবাধ্য অাবদার,
পাহাড়ে গোধূলি তাই বাহুপাশে তোমাকে বড়ই দরকার।

-


14 JAN 2018 AT 22:39

পাশেই থাকি তবুও জানি যায়না তোকে ছোঁয়া
আগুন জ্বলে মনের মাঝে, বাইরে শুধুই ধোঁয়া।

ইচ্ছেরা সব পিছনে তাকায়, সামনে খাড়াই পাহাড়
ধাক্কা খায় তবু ফিরে যায় শুধু ভালোবাসার অধিকার।।

-


28 APR 2019 AT 21:04

কে বলেছে আসবে না, তোমায় ভালোবাসবে না,💗
হৃদয় দিয়ে ভালোবাসা হয়েই যদি থাকে।🕺❤️💃
একদিন তাকে আসতে হবেই, তোমায় ভালোবাসতে হবেই,💘
ভালোবেসে আপন করে থাকবে তোমার সাথে।💑

-


7 SEP 2018 AT 9:22

অবশেষে জয়ী হল ভালোবাসা।
মুক্তি পেল বাঁধন থেকে,
খোলা আকাশে উড়বে তারা,
এখন একসাথে, হাত ধরে।

-


6 SEP 2018 AT 22:01

আজ তুমি পূর্ণ, আর থাকবে না কোনো বাধা, কোনো লুকোচুরি।
আজ তুমি খোলা আকাশে নিজেকে মেলে ধরো, নিজেকে ওই পাখিটির মতো উড়ে যেতে দাও যেখানে ওর ঠিকানা।
আজ তোমাকে বাধা দেয়ার কেও নেই, না কেউ আছে আঙুল তোলার, তুমি আজ স্বাধীন, তুমি আজ পরিপূর্ণ ।
তুমি এভাবেই বেঁচে থাকো, ভালোবাসা ।।
এভাবেই চিরন্তন ।।

-


10 JAN 2022 AT 16:32

#ভালোবাসার_অধিকার

- এই শোনো তুমি সবসময় আমার বয়ফ্রেন্ডের দিকে ওরকম তাকিয়ে থাকো কেনো?
- আমি কই নাতো আর ওটা তোমার বয়ফ্রেন্ড আমি জানতামনাতো,,,আচ্ছা ওটা তোমার বয়ফ্রেন্ড বলে কোথাও কি নাম লেখা আছে?
- দেখো আমি অতোশতো শুনতে চায়না আমি ওকে পছন্দ করি তাই ও শুধু আমার,,,।
- তাই,,,তা তোমার বয়ফ্রেন্ডটি জানে যে তুমি তাকে এত্তো পছন্দ করো?
- হ্যাঁ সব জানে কিন্তু ও আমাকে পছন্দ করেনা!
- যখন ও তোমাকে পছন্দই করেনা তবে ওর পিছনে পড়ে না থেকে নিজের পড়াশোনায় মন দাও ভবিষ্যতে কাজে দেবে। যাকে তুমি তোমার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড করছোনা ও আসলে আমাকে ভালোবাসে হ্যাঁ শুধু আমাকেই ভালোবাসে তাই আজ থেকে ওর ভুত তোমার মাথা থেকে নামিয়ে দাও,,,ও শুধু আমার,,, শুধুই আমার॥

-