দমকা হাওয়ায় ইচ্ছে ইতি-উতি, আঁধার চেয়েছে
জোনাকগুঁড়ি আলো l
আকাশ ঘিরে স্বপ্ন তারায়-তারায়, চাঁদ চেয়েছে
আমাবস্যার কালো ll-
Feel free to share your thoughts..Follow my writings ... read more
তিলোত্তমার ঘেঁটেছে কাজল, বাতাসে মিশেছে বিষম বিষাদ
রাজপথ ঘিরে যানজট আর চেনা-অচেনা মিছিলের স্বাদ।
তবুও চেয়েছে বাঁচতে জেনেও মানবতা তার দরজায় খিল
শরীরের ক্ষত মন কুড়ে খায়, চোখ ছুঁতে চায় দিগন্ত-নীল।।-
সুর
নুপুর তোমার কথাই শোনেনা, বড্ড অভিমানী
না হতে দেয় ডাকাত তাকে, না হতে দেয় জ্ঞানী।
বাঁশি দেখো তাই বাঁধ মানেনা, হয়েছে পাগলপারা
আওয়াজেতে তার কান পাতা দায়, আসলে সর্বহারা।
হাঁক ডাকটাই সব কিছু, জানি ভয়টা লুকিয়ে বুকে।
সামনে এসে দাঁড়াও যখন, কথা ফোটেনা মুখে।
কিছু কিছু কথা বুঝে নিতে হয়, সবটা যায়না বলা।
ভুলতে চাইছে, তবে সবকিছু এত সহজ নয় ভোলা।
না হলে কবেই পলাতক সে, কে আর বাজাচ্ছে বাঁশি
সাধু সন্ন্যাসী হয়ে গেছে তখন, খুঁজতে গিয়ে কাশী।।-
কি যেন এক মায়াবী নেশা, জানিনা ভালো কি মন্দ
ভালোবাসার গায়েতে কেমন তামাক তামাক গন্ধ।।-
মুক্ত খোঁজে, নাহলে হয়তো খুঁজে চলেছে মুক্তি
পালিয়ে বেড়ায় রোজ রোজ, তার নিত্যনতুন যুক্তি।।-
হেরেছে জীবন নির্মমভাবে, খেলতে গিয়ে পাশা।
জুয়ার বাজি পতিতা তখন, ধোঁয়াটে, ভালোবাসা।
অধিকার, নাকি অভিযোগ, বুঝি হাহাকারের ভাষা।
মনের ঘায়ে অজেয় দাবানল, তার সর্বগ্রাহী নেশা।-
জীবন তখন উরণচন্ডী, মলিন, ঝরা পাতা।
প্রতিটা অঙ্গ চাইছে সবুজ, চাইছে নিজস্বতা।
হঠাৎ করে কে তুমি ছুঁলে, পরী নাকি জিন?
ডালে ডালে, শিরায় শিরায় এলো বসন্ত দিন।-
আজকে আবারও বৃষ্টি হলে মন
হয় উচাটন, তোমার দেশে হারায়।
উদাসী হাওয়ায় শ্রাবণ গিয়ে মেশে,
ঘর খুঁজে নেয় ছোট্ট চিলেকোঠায়।
যেখানে আটকে মুঠো খানেক স্মৃতি
দেওয়াল বন্দী টুকরো, রঙিন সময়।
একটা আকাশ অনেক তারায় ভরা
জোনাক ছড়ায় রাত্রি নীরবতায়।।-
তুমি স্তব্ধতায় ডুবে গেছো তা জানি,
আমি বেহালার সুরে বাজি অবিরত।
সেই বিরহ মেখেছে শহর, অভিমানি
বুকের ভিতর মেঘ লুকিয়েছে যত।।-
কম্পাস মন দিক ভুলেছে বোধহয়
কে জানে সে কোথায় ফেলবে নোঙর।
উদাসী, এক নীলচে ফিকে তারায়
মিশে যায়, তার কেউ রাখেনা খবর।
ডাকবাক্সে ধুলো মাখে স্মৃতি, হারায়
বাড়ে দূরত্ব আর জেগে থাকা রাতভর।
ডায়েরী পাতায় আটকে থাকে সময়
বৃষ্টির স্বাদে মুক্তি খোঁজে এ শহর।।-