দমকা হাওয়ায় ইচ্ছে ইতি-উতি, আঁধার চেয়েছে
জোনাকগুঁড়ি আলো l
আকাশ ঘিরে স্বপ্ন তারায়-তারায়, চাঁদ চেয়েছে
আমাবস্যার কালো ll-
Feel free to share your thoughts..Follow my writings ... read more
তিলোত্তমার ঘেঁটেছে কাজল, বাতাসে মিশেছে বিষম বিষাদ
রাজপথ ঘিরে যানজট আর চেনা-অচেনা মিছিলের স্বাদ।
তবুও চেয়েছে বাঁচতে জেনেও মানবতা তার দরজায় খিল
শরীরের ক্ষত মন কুড়ে খায়, চোখ ছুঁতে চায় দিগন্ত-নীল।।-
কি যেন এক মায়াবী নেশা, জানিনা ভালো কি মন্দ
ভালোবাসার গায়েতে কেমন তামাক তামাক গন্ধ।।-
মুক্ত খোঁজে, নাহলে হয়তো খুঁজে চলেছে মুক্তি
পালিয়ে বেড়ায় রোজ রোজ, তার নিত্যনতুন যুক্তি।।-
হেরেছে জীবন নির্মমভাবে, খেলতে গিয়ে পাশা।
জুয়ার বাজি পতিতা তখন, ধোঁয়াটে, ভালোবাসা।
অধিকার, নাকি অভিযোগ, বুঝি হাহাকারের ভাষা।
মনের ঘায়ে অজেয় দাবানল, তার সর্বগ্রাহী নেশা।-
জীবন তখন উরণচন্ডী, মলিন, ঝরা পাতা।
প্রতিটা অঙ্গ চাইছে সবুজ, চাইছে নিজস্বতা।
হঠাৎ করে কে তুমি ছুঁলে, পরী নাকি জিন?
ডালে ডালে, শিরায় শিরায় এলো বসন্ত দিন।-
আজকে আবারও বৃষ্টি হলে মন
হয় উচাটন, তোমার দেশে হারায়।
উদাসী হাওয়ায় শ্রাবণ গিয়ে মেশে,
ঘর খুঁজে নেয় ছোট্ট চিলেকোঠায়।
যেখানে আটকে মুঠো খানেক স্মৃতি
দেওয়াল বন্দী টুকরো, রঙিন সময়।
একটা আকাশ অনেক তারায় ভরা
জোনাক ছড়ায় রাত্রি নীরবতায়।।-
তুমি স্তব্ধতায় ডুবে গেছো তা জানি,
আমি বেহালার সুরে বাজি অবিরত।
সেই বিরহ মেখেছে শহর, অভিমানি
বুকের ভিতর মেঘ লুকিয়েছে যত।।-
কম্পাস মন দিক ভুলেছে বোধহয়
কে জানে সে কোথায় ফেলবে নোঙর।
উদাসী, এক নীলচে ফিকে তারায়
মিশে যায়, তার কেউ রাখেনা খবর।
ডাকবাক্সে ধুলো মাখে স্মৃতি, হারায়
বাড়ে দূরত্ব আর জেগে থাকা রাতভর।
ডায়েরী পাতায় আটকে থাকে সময়
বৃষ্টির স্বাদে মুক্তি খোঁজে এ শহর।।-
এ যুদ্ধ কার সাথে আজ
চলছে লড়াই কিসের তরে?
লড়ছ তুমি, লড়ছি আমি
ছুটছি তব কিসের পরে?
লড়ছে রাজা, লড়ছে সেপাই
জ্বালছে আগুন যে যার করে
জ্বলছে শরীর, জ্বলছে আত্মা
আসলে লড়াই নিজের ঘরে ll-