Kritti   (কথা)
93 Followers · 6 Following

read more
Joined 19 May 2018


read more
Joined 19 May 2018
29 JUN 2018 AT 14:10

তোর সাথে রোজ কথা বলাটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে,
সময় বদলেছে, কিন্তু অভ্যাস বদলায়নি ।।।

-


16 DEC 2020 AT 21:29

গল্পের শুরুটা ভিন্ন হলেও উপসংহারে যেন আমরা থাকি ।।

-


14 DEC 2020 AT 22:13

হতে পারি আমি খারাপ,
হতে পারি আমি অহংকারী,
হতে পারি আমি দুশ্চরিত্রা,

তবে দিনের শেষে, আমার আমি আমাতেই খুশি।।

-


20 NOV 2020 AT 22:34

আমি আলোর অপেক্ষা করছিলাম,
বুঝতে পারলাম,
অন্ধকারকেই ভালোবেসে ফেলেছি...


-


11 NOV 2020 AT 14:57

সোনা রুপা আর হীরের থেকে বেশি দামি মনে হয়,
সময় হয়তো বয়ে চলে যাবে,
স্রোতে ভেসে যাবে হয়তো তুমিও,
শুধু স্মৃতি হয়ে পড়ে থাকবে পাশাপাশি বসে থাকার দিনগুলো,
সেই চেনা পার্ক বা নদীর ধারের গাছতলা,
সেই হাতে হাত ধরে ঘুরে বেড়ানো চেনা গলি,
সূর্যোস্নাত হয়ে অন্ধকার নেমে আসবে,
আবার দিনের আলো ফুটে উঠবে,
আবার হেসে উঠবে স্মৃতিগুলো।।

-


23 SEP 2020 AT 13:33

শুরু তোমাকে নিয়ে হতো,
আজ সে গল্প ভুলতে বসেছে....


পরিস্থিতি বদলায়নি, মানুষ বদলেছে....

-


6 SEP 2020 AT 21:46

I left you






Not I be with you

-


30 AUG 2020 AT 13:38

কিছু দুঃখ আগলে রাখতে হয়,
সুখ দুঃখের মাঝের ব্যবধান টুকু সামলে চলতে হয় ।
সব ভুলে গিয়ে আবার সামনে এগোতে হয়,
সব মুছে দিয়ে আবার নতুন করে ভাবতে হয়,
অতীত আর বর্তমানের ব্যবধান টুকু বুঝে নিতে হয়।
জীবন চলে জীবনের গতিতে,
সঙ্গী যত সুখ দুঃখ অতীত বর্তমান,
সময়ের হাতে সবই থাকে,
পার্থক্য শুধু বুঝে নিয়ে সমাধান ।

-


26 AUG 2020 AT 18:46

ডায়েরির প্রতিটা পাতায় অঙ্কিত তুমি আমার অক্ষরে,
চোখের জলে ছড়িয়ে পড়া লাল, নীল, কালো কালিতে
আজও তুমি উজ্জ্বল ঠিক আকাশের বুকে শুকতারার মতো,
আমার জীবনের শুকতারা হয়ে আজও তুমি উজ্জ্বল আমার খাতার পাতায়,
শুধু পারিনি দিকনির্ণয় করে সঠিক পথে চলতে,
তুমি রয়ে গেলে সেই দূরে, সেই দূর আকাশের বুকে,কত সঙ্গীসাথীর মাঝে
আমি একাই পরে রইলাম এই মাটির পৃথিবীতে,
এখন শুধু চোখে সমুদ্র ভেসে ওঠে, সেই আছড়ে পড়া ঢেউ,
তোমার খুশিতে চিৎকার করে লাফিয়ে ওঠা আর
আবার চিৎকার করে তলিয়ে যাওয়া,
আর কি ফিরে আসা যায় না,
তোমার কাছে সমুদ্রের ভালোবাসা এতটাই গভীর ছিল যে,
আমাকে ছেড়ে চলে যেতে দুবার ভাবলে না,
কথায় আছে সমুদ্রে ভেসে যাওয়া বস্তু ফিরে পাওয়া যায়,
আমি আজও অপেক্ষারত সেই সমুদ্রের পাড়ে,
তুমি ফিরবে বলে।।

-


19 AUG 2020 AT 16:13

হয়ে থেকে যাব,
জানি নতুনের ভিড়ে হয়তো খুঁজে পাবে না আমায়,
পড়ে রইব গ্যালারির এক কোনে,
জানি নতুনের ভিড়ে পুরোনোরা সদাই ঝাপসা,
তবুও কোথাও কখনো যদি আমার ছবি খুলে
দেখে তোর চোখের কোন চিকচিক করে ওঠে,
জেনে রাখিস ঐটুকুই পাওনা ছিল আমার,
আমি স্মৃতি হয়েই থেকে যাবো,
তোর সাজানো নতুন পৃথিবীর বুকে।।

-


Fetching Kritti Quotes