Kazi Nasira Khatun  
8 Followers · 2 Following

Joined 29 July 2021


Joined 29 July 2021
11 JAN 2022 AT 23:10

আমার জীবনের প্রতিটা মুহুর্ত,
আমি শুধু তোমার সাথে কাটাতে চাই!
আমার জীবনের প্রতিটা রাত,
আমি শুধু তোমার বুকে,
মাথা রেখে ঘুমাতে চাই!!

-


11 JAN 2022 AT 22:56

খুব করে কাউকে আঁকড়ে ধরতে ইচ্ছা করে,
কিন্তু যাকে তাকে তো আর আঁকড়ে ধরা যায়না!!

-


11 JAN 2022 AT 22:40

সুন্দর মনও মাঝে মাঝে হিংস্র হয় কিছু না পাওয়া যন্ত্রনায়!!

-


11 JAN 2022 AT 21:02

Alia Alia,
Yes mamma,
Who is your mamma?
My happiness & my best friend.
Mamma i have a one question,
Ok, tell me now my little child,
Who is your princess?
My sweets daughter is my princess..

-


11 JAN 2022 AT 20:48

Study mai concentration,
Exam mai no tension.
Banna hai to Raja,
Dimag lagau zada zada..

-


11 JAN 2022 AT 20:38


ঘড়ির সাথে সাথে তাল মিলিয়ে,
সময়টা যে যায় পেড়িয়ে,
তাই বলি আর কেউ বসে থেকোনা,,,
সময় থাকতে থাকতে কাজগুলো সেরে ফেলোনা,,,॥

-


10 JAN 2022 AT 18:46

#meme

Dear হবু বর,

বিয়েতে আমার সুন্দর ব্যানারসীও লাগবেনা আর ল্যাহেঙ্গাও লাগবেনা আমাকে তুমি সুন্দর দেখে বোরখা দিও।নতুন জীবনের শুরুটা নাহয় একটু নতুন ভাবেই হোক॥

-


10 JAN 2022 AT 16:32

#ভালোবাসার_অধিকার

- এই শোনো তুমি সবসময় আমার বয়ফ্রেন্ডের দিকে ওরকম তাকিয়ে থাকো কেনো?
- আমি কই নাতো আর ওটা তোমার বয়ফ্রেন্ড আমি জানতামনাতো,,,আচ্ছা ওটা তোমার বয়ফ্রেন্ড বলে কোথাও কি নাম লেখা আছে?
- দেখো আমি অতোশতো শুনতে চায়না আমি ওকে পছন্দ করি তাই ও শুধু আমার,,,।
- তাই,,,তা তোমার বয়ফ্রেন্ডটি জানে যে তুমি তাকে এত্তো পছন্দ করো?
- হ্যাঁ সব জানে কিন্তু ও আমাকে পছন্দ করেনা!
- যখন ও তোমাকে পছন্দই করেনা তবে ওর পিছনে পড়ে না থেকে নিজের পড়াশোনায় মন দাও ভবিষ্যতে কাজে দেবে। যাকে তুমি তোমার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড করছোনা ও আসলে আমাকে ভালোবাসে হ্যাঁ শুধু আমাকেই ভালোবাসে তাই আজ থেকে ওর ভুত তোমার মাথা থেকে নামিয়ে দাও,,,ও শুধু আমার,,, শুধুই আমার॥

-


10 JAN 2022 AT 16:24

#কিছু প্রেম এরকমও হয়

- আচ্ছা তোমার কোনো বয়ফ্রেন্ড নেই?
- হ্যাঁ আছেতো।
- তা কে শুনি সেই লাকি মানুষটি?
- কে আবার তুমি,,,।
- হেই মজা কোরোনা কি যা তা বলছো আমি আবার কবে থেকে তোমার বয়ফ্রেন্ড হলাম আর আমিতো কখনো তোমাকে প্রপোজও করিনি!
- মজা করবো কেনো যা সত্যি তাই বলছি তোমাকে প্রথম দেখেই ভালো লেগেছিল।তুমি প্রপোজ করোনিতো কি হয়েছে,,,আমিই নাহয় তোমাকে প্রপোজ করলাম 'আই লাভ ইউ' তুমি কি আমার জীবনসঙ্গী হবে ?
- কিন্তু আমারতো গার্লফ্রেন্ড আছে!
- তো আমি কি করবো থাকতেই পারে তোমার গার্লফ্রেন্ড কিন্তু আমিতো তোমাকে গার্লফ্রেন্ড বানাতে বলিনি বউ বানাতে বলেছি পারবেনাহ্! যদি তুমি অন্যকাউকে ভালোবাসো তবে তাকেই তুমি তোমার জীবনসঙ্গীনি বানাও আমার কোনো অসুবিধা নেই,,,আমারটা নাহয় একতরফাই থাক!!

-


10 JAN 2022 AT 16:01

#কিছু_গল্প_এমনও_হয়

- একটা কথা বলবো খারাপ ভাববেনাতে?
- না না খারাপ ভাববো কেনো কি বলবে বলো।
- আসলে তোমাকে প্রথম দেখেই আমি তোমার প্রেমে পড়ে গেছি 'আই লাভ ইউ'।
- দেখো আমি অন্যকাউকে ভালোবাসি আমার পক্ষে তোমাকে ভালোবাসা সম্ভব নয়!প্লিজ তুমি আমাকে ভুলে যাও!
- আমি কি তোমাকে জীজ্ঞাসা করেছি তুমি কাউকে ভালোবাসো কিনা,,,নাকি আমি তোমাকে বলেছি তুমি আমাকে ভালোবাসো? আমার তোমাকে ভালোলেগেছে আর তাই আমি তোমাকে ভালোবাসি।আমার মন আমি কাকে ভালোবাসবো না বাসবো তুমি ভুলে যেতে বলার কে শুনি,,,তুমি যাকে খুশি ভালোবাসতে পারো বিয়ে করতে পারো কিন্তু আমি তোমাকে ভালোবাসি আর ভালোবাসবো তুমি আমাকে ভুলে যেতে বোলোনা প্লিজ,,,আমার পক্ষে তোমাকে ভোলা সম্ভব নয়!!

-


Fetching Kazi Nasira Khatun Quotes