QUOTES ON #ভাগ্য

#ভাগ্য quotes

Trending | Latest
18 AUG 2020 AT 20:58

-


12 JUN 2020 AT 18:46

অজানা অচেনা পৃথিবীতে
ভাগ্য দুটোই মানুষকে কাছে টেনে আনে।
যার সাথে কখনো হয়নি দেখা
ভাগ্য ঘর করে দিয়েছে তার মনে।

-


22 SEP 2021 AT 11:19

কালের স্রোতে দিন চলে যায়, স্বপ্ন দেয় শুধু হাতছানি
আজ সে ফকির বটে, কাল যদি হয় বাদশা- রাজা-রানি
ধূ ধূ মরুভূমিতে হারিয়ে ফেলেছে যে মোহরের আলপিন
কাল সে ভাগ্য পরিক্রমায় হতেই পারে যাযাবর বেদুইন।।



-


22 JAN 2019 AT 2:29

চাওয়া আর পাওয়া
দুটো শব্দের মধ্যে থাকা পার্থক্যগুলো যখন জীবনের মুখোমুখি হয়,
তখনই ভাগ্য শব্দটা আমাদের খুব পরিচিত হয়ে ওঠে।।

-


9 MAY 2020 AT 12:21

ইচ্ছে এতোটুকুই, ভাগ্য আমার এমন হোক
ইচ্ছে এতোটুকুই যে, ভাগ্য আমার এমন হোক
সময় খারাপ আসুক বা ভালো,
তুমি সব সময় যেন আমার সাথে থাকো।

-


12 DEC 2021 AT 22:41

তুমি থেকে গেলে, আমি ভাগ্যটাই বদলে ফেলতাম।

-


6 NOV 2020 AT 11:13

ভাগ্যে কীট এর আসা-যাওয়া, চোখে ধুলো দিচ্ছে কারে?!
চমক কেড়ে সন্ধি মেলে মাঝরাতের ওই ছোট্ট নীড়ে
চূড়ান্ত সেই আগমনে আত্মারাম খাঁচা ছাড়া
পাঁচ আঙুলের আগলে গড়া প্রাসাদ জুড়ে ইচ্ছা কাঁদে
সে কি যাবেই তবে আজ আহ্লাদী কাঁচা শিকল ছিঁড়ে।
শোচনীয় তার হারের মাসুল, দুহাত দিয়ে গুনছে বসে
সীমা পোড়া সাক্ষী থেকেও উপর দিকেই কেন হাতড়াও?!
নাট্যকারের হালখাতা টা ফুরিয়ে যেতেই মিথ্যা সবার চোখে পড়ে
তুড়ি মেরে উড়িয়ে দিতাম যদি ক্ষত যেত চোখে দেখা
কিন্তু এ যে ভীড়ের মাঝেই চুরির আগুনে লেগেছে ভীষণ ছেঁকা।।

-


19 JUN 2020 AT 11:18

ভাগ্যের কঠিন আঘাতে বারবার,
শত টুকরোই বিচ্ছিন্ন আমি।
স্বপ্নের মতো সাজিয়ে রাখি তাও,
এক অনিশ্চিত সুন্দর আগামী।

-


14 JUL 2020 AT 14:10

যার মুখের হাসি
যতোটা চওড়া..

তার কপাল খানা
ততোটাই পোড়া..!

-