সে আমাদের জন্ম দেওয়ার পর সারা জীবন অক্লান্তভাবে
ভালোবেসে যাই, একজন মা হিসাবে।
সে আমাদের প্রথম বেস্ট ফ্রেন্ড হয়, একজন বোন হিসাবে।
সে আমাদের সারাজীবনের খেয়াল রাখার দায়িত্ব নেয়,
একজন জীবনসঙ্গী হিসাবে।
সে আমাদের নিজের সবটুকু দিয়ে আশীর্বাদ করেছে,
একজন ঠাকুমা/দিদা হিসাবে।
এইভাবে আমাদের সারা জীবন সর্বক্ষণের সাথী হয়ে থেকে যায়
যারা আমাদের পাশে, তাদের জন্য একটা দিন কখনোই যথেষ্ট নয়,
তবুও একটু স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টা।
Happy International Women's Day
❤️-
" সে আমার ছোটো বোন....
বড়ো আদরের ছোট বোন "
যদিও সে বোন কম, দিদি বেশি,
যত বার বলি, তার চেয়ে বেশি ভালোবাসি।
তোর মেজাজের ঘরে যখন,
বইতে থাকে গরম হাওয়ার সঞ্চালন,
আমি হন্যে খুঁজে বেড়ায় পথ- পরিত্রাণ।
শাসনে, সোহাগে মায়ের পরেই স্থান তার,
সে, ঈশ্বরের দেওয়া শ্রেষ্ঠ উপহার।
রাগ- অভিমান শেষে, জানি থাকবি পাশে,
তুই এমনি ভালোবেসে ।
প্রতিটি সকাল শুরু হোক,
তোর ইচ্ছে পূরণের পথে।
জন্মদিনে অনেক আদর,
অন্তহীন শুভেচ্ছা রইল সাথে।।
💐❤️💐❤️💐❤️💐❤️-
ছোট্টো সানার আকাশ জুড়ে,
খুশির কিরণ থাকুক ভরে।
আবির রাঙা জীবন পথে,
এগিয়ে চলো বিজয়রথে।
জন্মদিনের শুভেচ্ছা সাথে 💐🍫
একরাশ আদর পাঠাই মিষ্টি সানাকে🤗💓-
আমার বড়ো বোনের আজ উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হল
-
তুমি আমার প্রাণের প্রিয় ভগ্নী। তোমার সকল কবিতার মধ্যে একরাশ ভালোবাসার আশার আলো আমি দেখতে পাই, যাহা আমাকে ব্যাকুল করে তোলে তোমার সকল স্নেহের কবিতা গুলি পাঠের জন্য।
অসাধারণ শব্দের ছটা আর ছন্দের মিলনেই তোমার কবিতা গুলি হয়ে যায় অমলিন নলিন। যে নলিন পা দিলে আমি পড়ে যাই আর মন্ত্রমুগ্ধ হয়ে যাই তোমার সকল প্রনয়ের কবিতায়।
আমার তরফ থেকে হৃদয়ভরা ভালোবাসা এবং আশির্বাদ রইল আর তুমি অনেক অনেক বড়ো লেখিকা হও, এই আমি কামনা করলাম।
ইতি,
তোমার প্রিয় দাদা
-
যে মেয়েটা আমারই এক প্রতিচ্ছবি,
যে মেয়েটার অঙ্গ জুড়ে হাজারো ক্ষতের ছাপ―
সেই মেয়েটি পাগলী, সরল, অভিমানী, আত্মসম্মানী,
লড়াই করেই ছিনিয়ে নেবে যুগান্তরের ধাপ!-
" আমার বোন "
............................
পাগল করা ছিল ডাক দাদা,আমার দাদা..
মা মরা আদুরে বোনটির গলায় সদা।
মামার স্নেহ ভালোবাসায় বড়ো হওয়া শিশুটি,
১৯ বয়সী বোনটি দিল পাড়ি শ্বশুর বাড়ি।
প্রথম বোনের বিয়ে, ছিলো বলে কথা..
মজা করতে ছাড়িনি কোনো ভাই-বোনেরা।
হয়তো স্বামীর আদরে লেগেছিল নজর,
তাই শরীর কোণে বাসা বেঁধে ছিল ক্যান্সার।
দীর্ঘ সাতটি বছর পর নিভল প্রদীপ আজ..
ডুবল ভালোবাসার ঘর, হারালো তার সাজ।
মোদের কাঁদিয়ে বোনটি আমার দিলো ফাঁকি ,
মায়ের কাছে যাবে বলে নদীর ওপারে দিলো পাড়ি।
ভাঙ্গা মন বলে যেখানে থাকিস, ভালো থাক
চিরকাল থাকবি বেঁচে মোর সকলের মুখে মুখে...
আর, আমি বাঁচবো তোর ডাকা 'আমার দাদা' হয়ে।।
___ 🌱🤍 Subrata ✍️
-
এইতো সেদিন... কদিন আগেও অচেনা, অজানা এক্কেবারেই। না চিনে, না জেনেও যে দাদা-বোনের এতটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে সেটা সত্যি আমার YourQuote জগতে না এলে জানার বাইরেই থেকে যেত।
প্রথম প্রথম খুব ভালো লাগতো আমার লেখনীতে ছোট্ট বনু টার নিয়মিত লাইক আর কমেন্ট পেলেই, আর এখন তো কেমন অভ্যাসে পরিনত করে দিয়েছে সেটা সারাক্ষন "দাভাই" "দাভাই" করে পাগলি বোন একখান আমার।
মন থেকে অনেক অনেক আশীর্বাদ আর স্নেহ-ভালোবাসা রইলো বনু। জীবনে অনেক... অনেক বড়ো মানুষ হবি...।।-