Subrata Sarkar✍   (Pagol)
320 Followers · 54 Following

Joined 11 June 2020


Joined 11 June 2020
25 FEB AT 23:44

শুভ শুভ শুভ দিন, আজ তোমার জন্মদিন🎂..
মুখে তোমার দীপ্ত হাসি, ফুল ফুটেছে রাশি রাশি।
হাজার হাজার ফুলের মাঝে গোলাপ যেমন হাসে,
তেমনি করে প্রিয়তমার, সুখ আসুক জীবন জুড়ে।।

" Hppy Birthday Sunu💞🎂"

..... 💗 Subrata ✍️

-


28 MAR 2024 AT 11:00


হারিয়েছি আমি অধিকার
তোমাকে কিছু বলার।
তাই শুধু সাদা ক্যানভাসে
জড়িয়ে থাকুক আমাদের,
বসন্তের সেই ছোঁয়াগুলো।।


____ 🌱💗Subrata✍️



-


19 JAN 2024 AT 0:49

মনখারাপের মেঘলা আকাশে
মনে পড়ে শুধু স্মৃতির খাতা।
চাঁদের আলোর মাঝে রাতে
দেখি আকাশে লক্ষ তারা।
তাঁরই মাঝে জেগে উঠেছে
আমার সুনুর ভালোবাসা !!

___ 🌱 ♥ Subrata ✍️

-


12 JAN 2024 AT 21:52

একটি গোলাপ লাল ফুটেছে
সবুজ পাতার মাঝে।
ভেবে শুধু তোমার কথা
মন বসেনা কাজে।

সবুজ পাতার মাঝে গোলাপ
ফুটে আছে সাদা।
ভাবছি দেখে বসে আছে
কৃষ্ণের পাশে রাধা।

লাল সাদা ফুলের মাঝে
গাছে সবুজ পাতা।
ভেবে শুধু তোমার কথা
ঠিক থাকেনা মাথা।

কচি পাতার মাঝে আবার
ফুটে উঠেছে দুটি লাল কড়ি।
তোমার আমার সবুজ হৃদয়
দেবে আজ প্রেম নদীতে পারি।

একটি গাছে দুটি গোলাপ
গোলাপ দুটি লাল।
তোমার আমার ভালোবাসা
থাকবে চিরকাল।।

____ ♥🌱 Subrata ✍️

-


22 OCT 2023 AT 13:15


" দুপুর অষ্টমী "

ভালোবাসো? ভালো রেখো, রেখোনা শুধু আমায় ভালো !
হয়েছি পচা সবার কাছে, ভালো রেখো না কেন মা তুমি এলে ?
চাইতো আমি সবার ভালো, শুধু আমি থাকি না কেন ভালো ?
প্রিয় পেয়ো দিতে পারি না তাকে সঙ্গ, কোন পাপের শাস্তি আমার ?
এটা কি অষ্টমীর দুপুর? অবুঝ শান্ত, জীবন চলে চাতক পাখি হয়ে,
হাত ছুঁয়ে যায় ইচ্ছেগুলো, চোখ ভিজে যায় মন দ্বন্দ্বে....।।



____🌱💖Subrata✍️

-


3 OCT 2023 AT 19:20

তুমি কি আমার হবে?
সেই সন্ধ্যা গোলাপ আর মাধবীর ডালে,
সুগন্ধি ফুল হয়ে ঝরে পোড়ো...
দু হাত ভরে কুড়িয়ে নেবো
যত্ন করে ভরিয়ে দেবো থালি।
ঘুমের ঘোরে তোমার শ্রুতিপথে
বলে উঠবো আমি বারে বারে..
ভালোবাসো মোরে ভালোবাসো...
আমি যে আজীবন তোমারি রবো।


..... 🌱 Subrata 💖✍️

-


25 MAY 2023 AT 23:01

সবাইকে নিজের কষ্ট দেখাতে যেও না
মনে রেখো তুমিও
মলম সবার ঘরে থাকে না,
কিন্তু লবণ সবার ঘরেই থাকে।।


------🤍 সুব্রত ✍️

-


8 MAR 2023 AT 22:31

এই বসন্ত নগরে সবার অভাব
কারো এক মুঠো
ভাতের অভাব,
কারো একটা ' তুমি '
মানুষের অভাব।।



...... ❣️Subrata✍️

-


31 DEC 2022 AT 21:26


সময়ের গতিতে মোদের বছরও ফুরিয়ে আসে,
এক ঝাঁক অভিজ্ঞতা লয়ে সাদা খাতার শেষে।।



____☘️❣️Subrata✍️

-


11 SEP 2022 AT 18:44

আজ শুধু নয়, প্রতিদিনের আশ্রয় আর আবদার তুমিই ছিলে..
বলতে পারো,স্মৃতির পাহাড়ে আজ কেন এমন হলো মেঘলা আকাশ ?



..... ❣️Subrata✍️

-


Fetching Subrata Sarkar✍ Quotes