শুভ শুভ শুভ দিন, আজ তোমার জন্মদিন🎂..
মুখে তোমার দীপ্ত হাসি, ফুল ফুটেছে রাশি রাশি।
হাজার হাজার ফুলের মাঝে গোলাপ যেমন হাসে,
তেমনি করে প্রিয়তমার, সুখ আসুক জীবন জুড়ে।।
" Hppy Birthday Sunu💞🎂"
..... 💗 Subrata ✍️
-
হারিয়েছি আমি অধিকার
তোমাকে কিছু বলার।
তাই শুধু সাদা ক্যানভাসে
জড়িয়ে থাকুক আমাদের,
বসন্তের সেই ছোঁয়াগুলো।।
____ 🌱💗Subrata✍️
-
মনখারাপের মেঘলা আকাশে
মনে পড়ে শুধু স্মৃতির খাতা।
চাঁদের আলোর মাঝে রাতে
দেখি আকাশে লক্ষ তারা।
তাঁরই মাঝে জেগে উঠেছে
আমার সুনুর ভালোবাসা !!
___ 🌱 ♥ Subrata ✍️-
একটি গোলাপ লাল ফুটেছে
সবুজ পাতার মাঝে।
ভেবে শুধু তোমার কথা
মন বসেনা কাজে।
সবুজ পাতার মাঝে গোলাপ
ফুটে আছে সাদা।
ভাবছি দেখে বসে আছে
কৃষ্ণের পাশে রাধা।
লাল সাদা ফুলের মাঝে
গাছে সবুজ পাতা।
ভেবে শুধু তোমার কথা
ঠিক থাকেনা মাথা।
কচি পাতার মাঝে আবার
ফুটে উঠেছে দুটি লাল কড়ি।
তোমার আমার সবুজ হৃদয়
দেবে আজ প্রেম নদীতে পারি।
একটি গাছে দুটি গোলাপ
গোলাপ দুটি লাল।
তোমার আমার ভালোবাসা
থাকবে চিরকাল।।
____ ♥🌱 Subrata ✍️-
" দুপুর অষ্টমী "
ভালোবাসো? ভালো রেখো, রেখোনা শুধু আমায় ভালো !
হয়েছি পচা সবার কাছে, ভালো রেখো না কেন মা তুমি এলে ?
চাইতো আমি সবার ভালো, শুধু আমি থাকি না কেন ভালো ?
প্রিয় পেয়ো দিতে পারি না তাকে সঙ্গ, কোন পাপের শাস্তি আমার ?
এটা কি অষ্টমীর দুপুর? অবুঝ শান্ত, জীবন চলে চাতক পাখি হয়ে,
হাত ছুঁয়ে যায় ইচ্ছেগুলো, চোখ ভিজে যায় মন দ্বন্দ্বে....।।
____🌱💖Subrata✍️-
তুমি কি আমার হবে?
সেই সন্ধ্যা গোলাপ আর মাধবীর ডালে,
সুগন্ধি ফুল হয়ে ঝরে পোড়ো...
দু হাত ভরে কুড়িয়ে নেবো
যত্ন করে ভরিয়ে দেবো থালি।
ঘুমের ঘোরে তোমার শ্রুতিপথে
বলে উঠবো আমি বারে বারে..
ভালোবাসো মোরে ভালোবাসো...
আমি যে আজীবন তোমারি রবো।
..... 🌱 Subrata 💖✍️
-
সবাইকে নিজের কষ্ট দেখাতে যেও না
মনে রেখো তুমিও
মলম সবার ঘরে থাকে না,
কিন্তু লবণ সবার ঘরেই থাকে।।
------🤍 সুব্রত ✍️-
এই বসন্ত নগরে সবার অভাব
কারো এক মুঠো
ভাতের অভাব,
কারো একটা ' তুমি '
মানুষের অভাব।।
...... ❣️Subrata✍️-
সময়ের গতিতে মোদের বছরও ফুরিয়ে আসে,
এক ঝাঁক অভিজ্ঞতা লয়ে সাদা খাতার শেষে।।
____☘️❣️Subrata✍️-
আজ শুধু নয়, প্রতিদিনের আশ্রয় আর আবদার তুমিই ছিলে..
বলতে পারো,স্মৃতির পাহাড়ে আজ কেন এমন হলো মেঘলা আকাশ ?
..... ❣️Subrata✍️
-