না ভাই,মানে অনেক তো হলো....
আর কতবার হবে দেবদাসের মতন ইমোশনাল ফুল?
এবার প্রাক্তন মন নিয়ে ব্যাট-মিন্টন
খেলতে এলে স্পষ্ট জানিয়ে দিও...
'তু লাডকি বিউটিফুল করে দিলি আমার
জীবনটা একেবারে চুল! তাই প্লিস আমার হৃদয়টাকে আর দ্বিতীয়বার ভাবিস না তোর গোলামের ঊল!!'
ডিয়ার বোনেরা,
নিজেকে স্যাড সঙ্গের হিরোইন ভেবে করুণা না করে...
বারংবার "ভালোবাসি" ট্যাগ মেরে একই
হাতের পুতুল হতে ফিরে আর যেওনা....
জীবনে যতবার ইচ্ছা 'এপ্রিল-ফুল' হও ক্ষতি নেই,
দয়া করে, 'ইমোশনাল ফুল'-টি আর হয়োনা !!-
বুদ্ধি বলে, ভুলে যা, মিথ্যা ছিলো সে, মুছে ফেল সমস্ত তার স্মৃতি ।
মন বলে, ধৈর্য্য ধরে লড়ে যা, সেইই ছিল তোর ভালোবাসার ইতি ।-
আজ একটা প্রশ্ন রাখলাম,
"অবসিডেফগহিজকল্মনপিকৰস্তুভিওক্সিজ"
প্র) শব্দ টা কি!!
প্র) যথাযথ বিশ্লেষণ করে উত্তর দিতে হবে
দেখি, কার কেমন মগজ খাসা 👍
-
কিছু ভালোবাসা একতরফা, কিছু ভালোবাসা পায় না সম্পর্কের পরিণতি,
কিছু অতীতের ঘটনা শুধুই বিস্মৃতি, কিছু স্মৃতি আজও করছে আমার ভালোবাসার ক্ষতি।-
সেবার স্পর্শে , সুস্থ হয় সবে
তবু কিছু মানুষের বুদ্ধি হবে কবে
ঢিল ছোঁড়া বন্ধ করে, এঁদের
ভগবান আর খোদা মানবে!!-
অতি চালাক মানুষরা যদি বুদ্ধিহীন মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে তাহলে সে সফল হতে পারবেনা,কারণ বুদ্ধিহীন মানুষ জীবনের হিসেবটাই কোষতে জানেনা,সে তার নিজের জগৎ নিয়েই খুশি থাকে,এইরকম অতি বুদ্ধিহীনতার কাজ অতি চালাক ব্যক্তিই করে থাকে।
-
বুদ্ধি সেটা নয়
যা প্রয়োগ করে মানুষ ঠকানো যায়৷
বুদ্ধি তো সেটা
যা প্রয়োগ করে সবাইকে বন্ধুত্বের বাঁধনে বাঁধা যায়৷-
চারিপাশে দেখো নকলের জঞ্জাল, স্বার্থর দুনিয়ায় সুযোগের সন্ধান,বুঝতে পারলে বুদ্ধিমান, না বুঝলে ক্ষতি তোমার।
-
মস্তিষ্ক আর বুদ্ধি করে কটাক্ষ মিথ্যা মায়াতে আছি জড়িয়ে তাই,
মন বলে তোর ভালোবাসা নিখাদ ছিল তাই এতো সহজেই কি ভোলা যাই?-