প্রকৃতি আজ কাঁদছে দেখো তোমার অত্যাচারে
মরবে তুমিও প্রকৃতি দূষণ করছো যে হারে
গাছ কেটে তুমি বানাচ্ছো শহর, করছো বিলাসিতা
একদিন এই গাছই জীবন্ত জ্বালাবে তোমার চিতা
ইচ্ছে মতো প্রকৃতিকে নিজে হাতে করছো শেষ
সবুজ এই পৃথিবীর উপর তোমার কেন এত বিদ্বেষ
এই প্রকৃতি যে তোমার বেঁচে থাকার গুপ্ত চাবিকাঠি
তাকেই তুমি শেষ করে নিজের মরণ আনছো ডাকি-
সংকটের মুখে উদ্ভিদকূল, সমগ্র বনভূমি
উষ্ণতার তীব্র আঁচে, নষ্টের মুখে অজস্র সবুজ জমি।
কখনো অতিবৃষ্টি, কখনো দীর্ঘদিন খরা
সবুজের অভাবে, ভারসাম্যহীনতার মুখে এই ধরা।
পরিবর্তনশীল প্রকৃতি আজ, তার নিরন্তর খামখেয়ালী রূপ
প্রতিনিয়ত বৃক্ষছেদনে, দেখা দিলো পরিবেশের এই মহা অসুখ।
রক্ষা করো পরিবেশকে, তবেই হবে তুমি মানুষ রূপে গণ্য
সবুজের সমাবেশে তবেই প্রকৃতি, ফিরে পাবে তার ভারসাম্য।-
বাতাসে আজ মিলিয়ে গেছে ঝড়ের পূর্বাভাস,
শহরের যানজটে ধূম্রবতে জমাট বাঁধা দীর্ঘশ্বাস।
হয়তো জর্জরিত বুকে ঝড়ঝঞ্ঝা হয়ে গেছে শেষ,
তবে এখনো এই মনের দূষণে শান্ত হয়নি পরিবেশ।।-
বর্ষ-দিবস তো প্রতি বছরই আসে,
তুমিও এবার ভালোটা বাসতে শেখো।
যে শুধুই তোমার জীবনসত্তা নিয়ে ব্যস্ত;
সেই প্রকৃতি সত্যতারও খেয়াল রেখো।।-
👨- গাছটা কাটছেন কেন?
👷- মল্লিক সাহেব নগদ টাকায়
গাছটা খরিদ করেছেন। এই কাঠ দিয়ে
তার নতুন বাড়ির দরজা জানালা বানাবেন।
👨- তাই বলে শতবর্ষি গাছটা হত্যা করবেন!?!?
👷- কি বলেন ভাই? আগের মালিক বেইচ্চা দিছে। বর্তমান মালিক কাটার হুকুম দিছে।
👨- ও.. আচ্ছা.. আচ্ছা... যে পাখিরা এই গাছের ফল খেত, এতে বাসা বাধতো, যে শিশুরা এই গাছে চড়ে খেলাধুলা করতো, এর ডালে দোলনা বাধতো, আর যে সব ক্লান্ত পথিকেরা এর ছায়ায় জিরিয়ে নিত তারা কেউ এর মালিক নয়, না..??
👷- কি আবোল তাবোল বকছেন! যান তো ভাই। আমরা গরিব মানুষ, বাল-বাচ্ছার প্যাটে ভাত যোগাইতে হয়।
👨- না.. না.. ঠিক আছে, কাটুন কাটুন!! সব গাছ কেটে এই পৃথিবীটাকে একটা উত্তপ্ত চুল্লি বানিয়ে ফেলুন। আমি দারিয়ে দারিয়ে দেখবো!-
সবুজ পাতা সবুজ প্রাণ
গর্বিত মোদের দেশ
সবুজ গাছ বাঁচিয়ে রাখবে
এ বিশ্ব পরিবেশ।-
হারিয়ে যাচ্ছে সবুজ পাতার মুগ্ধতা ভরা প্রাণ,
শস্য, শ্যামলা ঘাস তৃণময় শোনায় মাটির গান।
আকাশটা খুব মেঘ করেছে তরুলতার বাঁকে;
হারিয়ে যাওয়া বৃক্ষ বাতাস বইছে অলিন্দ ফাঁকে।।-
যেভাবেই তুমি সকাল দেখো, নিদ্রায় কিংবা জাগরণে
কিংবা গ্রীষ্মের উত্তাপে বা শীতের কুয়াশার আড়ালে
কিংবা ঠোঁটের আড়ালে মিষ্টি হাসি আর মস্তিষ্কটা চিন্তাহীন অবস্থাতে
জেনে রেখো সবার সকাল হয়না শুভ সময়ের বেনামী চক্রের খেলাতে
কেউবা হাসে কেউবা কাঁদে
দুঃখ আর সুখ জর্জরিত এই জগত মাঝে
ডাক্তারিটা কারোর পেশা কারোর বা দোকানদারি
মাঝ আকাশে সবাই তো খোঁজে সুখের ঘুড়িটি
টাকা নেই, নুন আনতে পান্তা ফুরোয়, যে সকল ঘরে
শশ্মানেও পায় না শান্তি, 'আমার ছেলেটা বাঁচবে কী করে ?'
যেভাবেই তুমি সকাল দেখো, সকাল মানে
নতুন দিনের প্রস্তুতি নতুন করে
একটু শান্তিতে, একটু ভালোবেসে
একটু মনখারাপির দেশে সবাইকে ভালো রেখে
ভালো থাকার চেষ্টা ।-
বর্ষাকে চিঠি লিখছে মেঘ ,
কতদিন বৃষ্টি কে দেখেনি মেঘের দল ।
বিপন্নতার ছাপ তাই স্যাতঁস্যাতেঁ বাতাসে
ভালোবাসার ঝরনায় আবার সিক্ত হতে চাই মেঘের মন ।
অকাল বর্ষনে প্রাণ পেতে চাই দূরের সেই আকাশগঙ্গার প্রাণরাশিরা ।
মেঘের আর তর সইছে না ,
চিঠিতে সে তার আবেগ জানান দিয়েছে।
তার ডাকে বর্ষা এবার সাড়া দেবেই
মেঘের সংসারে আবার নতুন শ্বাস ফিরে পাবে।
-