আমি বিষাদ মুক্ত মন চাইছি!
ভালোবাসায় আমি
জড়িয়ে নেবো;
হারানো বিশ্বাসের প্রেমটাকে ও।-
ভুলেই তো গেছি আমরা পরিবেশ মানে কী!
তার মধ্যে বসবাস করে, তাতেই লালিত-পালিত হয়ে এখন তাকেই কাঁদাচ্ছি।
শুধরে যাও মানব শিশু, দুষ্টের দমন শুরু হয়ে গেছে।
সবুজ শান্ত আবার সবুজই ভয়ংকরী,
সাদা শান্তি আবার সাদাই বিধ্বংসী।
এখন যেটুকু সময় রয়েছে হাতে;
সারিয়ে তোলো নিজের সংসার কে;
শ্লোগান, মিছিল চাই না এসব।।
হয়ে এইবার একনিষ্ঠ কারিগর,
আবার চলো সুস্থ করি ওই কোমল সবুজ পৃথিবীকে।।🌍
আবার চলো নতুন করে গড়ে তুলি এক দূষণমুক্ত পরিবেশকে।।🌱-
আমি আবার পুরোনো বসন্তের অপেক্ষা করে বসে থাকি,
যেখানে আমার ভালোবাসা মিশে আছে।-
বৈশাখের আগমনে
সেল সেল সেল!
বাংলা বছরের শেষ মাস
বাজারে কেনা-কাটির ভীড়ে
হলো এ কি সর্বনাশ!
করোনার দ্বিতীয় থাবায়
আতঙ্কিত মানুষজন অন্যান্য শহরের
বাংলা তখন অপেক্ষায়,
বৈশাখের নতুন প্রহরের।
চৈত্রের হাওয়া কাটিয়ে,
বৈশাখের আগমনে ঢল নামায় আনন্দেরা
তবে কি আনন্দ বেশিদিন টিকবে?
যদি করোনা থেকে সতর্ক না হয় আমরা!
টুকরো চিঠি ...
-