QUOTES ON #পরিণীতা

#পরিণীতা quotes

Trending | Latest

গোধুলি লগ্নে শেষ দেখা,
শ্রাবণ আগলে চোখে জলছবি
প্রাণহীন চিলেকোঠায় দিবানিশি রাত্রিযাপন
বসন্তের দৃষ্টিকোণে আমার পোড়ামুখ আজ অপরিচিতা
তবু না হওয়া ঘর সংসার আগলে রেখে
আমি তার শহরের একমাত্র পরিণীতা।

-


30 NOV 2020 AT 22:29

এক গ্রীষ্মের রাত্রিতে বন্ধুর বিয়েতে হয়েছিল আলাপন
এক শীতের রাত্রিতে নিজে পরিণীতা হয়ে,হল মিলন

-


17 JAN 2020 AT 16:43

••• পরিণীতা •••
( ক্যাপশনে )

-



আবিরের রঙে সিঁদুরের রক্তিমা
মেহুলের সিঁথিতে ,
আত্মহত্যার প্রতিশোধে বাবাইদার পরিণীতা
লড়াইয়ে জিতেছে প্রতিঘাতে ।

-


21 SEP 2019 AT 14:58

কিন্তু ভালোবাসাটা যেন প্রেরণা হয়ে থাক।
ভালোবাসার সিঁদুরে সিঁথি রাঙিয়ে তো যে কেউ, বলতে পারে আমি সম্পূর্ণা।
কিন্তু একতরফা ভালোবাসার জোরে স্ত্রীধর্ম পালন করে কজন বলতে পারে যে আমি, "পরিণীতা"।।

-


3 DEC 2019 AT 14:42

তুমি ছেড়ে চলে গেলে বলে যেও
আমি তোমাকে তোমার নবপরিণীতার
দ্বার অবধি এগিয়ে দেবো✍

-


28 JUN 2023 AT 15:31

জেনেও তোমার আঁখি চুপ করে থাকে
রোজ দুই ফোঁটা যেন আরো ভালো লাগে
গানে,অভিসারে
চাই শুধু বারে বারে
তোমাকে
তোমাকে
যেদিন কানে কানে
সব বলবো তোমাকে ❤️❤️❤️

-


6 JAN 2020 AT 21:24

পরিণীতা

এক চপলা দৃষ্টি যখন সর্বত্র বুলিয়ে নেওয়ার ব্যস্ততায় তুমি;
হঠাৎ করে দৃষ্টি আটকে যায়,
ঘরের এক কোণে রাখা সেতার টির দিকে।
অনেক ধুলো জমেছে সেটার গায়ে,
আর সেই ধুলো যেনো তোমার চোখে এসে পড়ে এক চিমটি।
তাই বোধ হয় চোখ ঝাপসা হয়ে আসে তোমার,
আর দৃষ্টি নত হওয়ার উপক্রম।
এমন সময় জানালার বাইরে,
পাখির ডানার ঝাপোট তোমার কানে বাজে।
তুমি যখন ফিরে তাকাও জানালার বাইরে,
দেখা মেলে এক রক্তাক্ত শরীর,
তার মাটিতে মিশে যাওয়ার চেষ্টা!
ক্ষণিকের জন্য নিঃস্তব্ধ হয়ে যায় চারিপাশটা;
নিস্তব্ধতা ভাঙ্গে দোলনায় শুয়ে থাকা
শিশুটির কান্নার অস্ফুট স্বরে।

-


15 FEB 2022 AT 0:40

আমি কোনদিন পাহাড়কে কাছ থেকে দেখিনি,
কিন্তু তোমার মুখে বহুবার শুনেছি পাহাড়ের কথা। ভালোবাসার কথা। পাহাড়ের টানে তুমি ছুটে যেতে রাজি মাইল মাইল বন্ধুর আঁকাবাঁকা পথ। আমার ভালোবাসা কেবল তোমাকে ঘিরেই। তোমার উৎফুল্লতা, তোমার আকুলতা সবটুকুই দেখতে দেখতে কখন চলে আসি পাহাড়ের সন্নিকটে।
তুমি ঝর্ণার খুব কাছে যখন, আমি তখন ব্যস্ত তোমার ফটোগ্রাফিতে। তুমি যখন বলো, বারবার প্রেমে পড়ি পাহাড়ের, আমার ইচ্ছে হয় একটা পাহাড় হয়ে নেমে আসি তোমার কাছে।
এভাবে শহীদ হতে ক'জন পারে বলো।
তোমার সিঁথি জুড়ে গাঢ় লাল সিঁদুরের মতো দেখি সূর্য ওঠা। সকাল হয় তোমার আলতা পায়ে। পরিশ্রান্ত হয়ে ঘরে ফিরে যখন দেখি তোমার হাসি,
আমার সারাদিনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়।
তুমি বলো তোমাকে নিয়ে লিখতে। ব্যস্ততাটা শুধুই অজুহাত বটে। আসলে লিখতে গেলে কয়েকটা লাইন লেখাটাই হয়। বর্ননা ফুটিয়ে তুলতে একটা গোটা তুমিকেই প্রয়োজন।
ঠিক যেভাবে তুমি হাত ধরেছিলে সমুদ্রের জলোচ্ছ্বাসে।
যাকে আমি দেখেছি নিষ্ঠার সাথে পড়তে ভগবদ্গীতা। যাকে আমি চিনেছি সমুদ্রের গভীরের মতো। যে আমাকে দেখিয়েছে পাহাড়ের গায়ে লেখা ভালোবাসার কথা।

সে-ই পরিণীতা.. — % &

-


23 DEC 2019 AT 21:28

জানিস একদিন..
সব বাধা পেরিয়ে জয়টা আমাদেরই হবে,
সময়টাও একদিন আমাদের সাথে থাকবে,
মাঝের এত এত দূরত্ব সব শেষ হয়ে যাবে,
না বলা কথা গুলো নতুন করে ভাষা ফিরে পাবে,
তোকে পেয়ে ইচ্ছেরা সব নতুন করে জেগে উঠবে,
একদিন সময়টাও আমাদের হবে।
আমাদের সম্পর্ক যেদিন পরিণতি লাভ করবে,
সেদিন আমি তোর পরিণীতা হয়ে উঠবো।

-