যারা যারা বলে পড়াশোনা একটি সাধনার বিষয় ,
তাকে আয়ত্বে আনতে অনেক সাধনা করতে হয় ।
তাদের বলে দিও আমরা স্টুডেন্ট , কোনো যোগী সন্ন্যাসী নই যে সাধনা করবো !
😒😒-
বোনটি আমার খুব দুষ্টু/শোনে নাকো কথা,
পড়তে বললেও পড়েনা সে/খায় শুধু বকা।
দিন যায়, মাস যায়/বোন হল বড়ো,
সময় এল উচ্চমাধ্যমিকের/সরস্বতীর পা ধরো।
অনেক কষ্টে বুঝিয়ে সুজিয়ে/সিলেবাস শেষ করায়,
কিন্তু এই করোনার সময়ে/পরীক্ষা নিজেই পালায়।
দিনের পর দিন যায়/পড়া যায় সে ভুলে,
হাসি-মজা বিদায় দিয়ে/পরীক্ষা থাকে ঝুলে।
না পায় সুখ, না পায় শান্তি/পরীক্ষার টেনশনে,
অবশেষে দিন ঘোষণা হল/জুনের অবসানে।
পড়, পড় শুধু পড় /আবার শুরু হল ধমক,
দেখি আবার পরীক্ষা মশাই/কী দেয় নতুন চমক।
-
আমি পড়াশুনা করিনা বলে আজ আমার মা আমার পাশে এসে বসলো। আমি বইটা খুলতেই ৪ বার হাই তুললাম এক লাইন ও পড়িনাই তার আগেই। সেই দেখে মা উঠে চলে গেল।
-
অত গরমে আর পারিনা থাকতে গৃহবন্দি
পড়াশুনা ছেড়ে বাইরে যাবার তাইতো আঁকছি ফন্দি !
পোকা গুলোও বেশ মেতেছে আলোর কাছে খেলতে
টিকটিকিও পেয়েছে সুযোগ তাদেরকে গিলতে ।
ঘড়ির পানে তাকিয়ে থাকি সময় কিন্তু এগোয় না
মনে মনে হচ্ছে পড়া মুখ থেকে আর বেরোয় না ।-
বাগিচা যেমনই হোক
তাতে ফুলের কিছু
এসে যায় না, সেতো
সুন্দর হয়ে ফুটবেই।-
পড়াশোনাটটাকে কতো গুরুত্ব দিতিস
এখন সব সময় ফোন নিয়ে পড়ে থাকিস
কিছু বললেই তেড়ে উঠিস
পড়াশোনা ই তো করছি দেখতে পাচ্ছ না বলিস
আমি ঠিক বুঝি অন্যকিছু করছিস
তাই প্রতি অনলাইন পরীক্ষায় কম নম্বর পাচ্ছিস।
-
আত্মীয়: কিরে পড়াশোনা কেমন চলছে?
আমি: ও চলছে ওর মতো। ওতো পাত্তা-টাত্তা দিই না। শুধু পরীক্ষার সময় ওর একটু দরদাম বেড়ে যায়। বই থেকে মস্তিষ্কে download হতে চায় না এই যা।-
অপেক্ষায় আছি
ভীষন রকম অপেক্ষায় আছি
পরেরদিনের
কারণ যখনই পড়তে বসি মন বলে আজ থাক পরেরদিন থেকে পড়ব
আমি আবার মনকে একটু বেশিই প্রাধান্য দিই।
কবে যে সেই পরেরদিন আসবে আমার জিন্দেগিতে 😶😶-
পড়া বন্ধ, স্কুল বন্ধ, টিভি দেখতে ও সব সময় ভালো লাগে না। অনলাইন ক্লাস শুরু হলো।
-
প্রথম থেকেই সব পড়া কমপ্লিট করে রাখবো.. ❌
পরীক্ষার আগের দিন রাত জেগে বই পড়বো..✔️
-