QUOTES ON #নয়ন

#নয়ন quotes

Trending | Latest
10 FEB 2017 AT 16:59

নিদ্রাহারা নয়ন -এর এ গান

প্রহর এর পর প্রহর কেটে যায়,
মন তবু যেন শান্তি না পায়,
রাতের নিসঙ্গতায়,একাকী হৃদয়,
না জানি আজ কিসের অপেক্ষায়;
নিশুতি রাত নিস্তব্ধতা ছড়ায়,
টুকরো স্মৃতির ভিড় বেড়ে যায়।
স্নিগ্ধ বাতাস শিহরণ দেয়,
অধরা স্বপ্নগুলো মন ছুঁয়ে যায়;
নিদ্রাহারা নয়নের মিষ্টতা ভরা এ গান,
হৃদয়ে আমার রইল অম্লান।

-


6 JUL 2020 AT 12:27

ঘন অন্ধকারের এর মাঝেও
আমার শান্ত নীল ছেলের মতো
চোখ দুটো তোমার ফিরে আসার পথের
পানে চেয়ে আছে আজও.....
মনের শুকনো বৃক্ষে আবার
পুষ্প প্রস্ফুটিত হবে সেই প্রতীক্ষায়

-


30 OCT 2020 AT 20:17

একটুকরো ছবি,
আমি ব্যাখাতে উপনীত হলাম।
অবশেষে চেনা পড়ে গেলো
সেই কাজল রাঙা নয়ন দুখানি.........।।

-



আমার আকাশ মেঘেতে ঢেকেছে
আমি অস্তিত্ব হারা/
তোমার আকাশে জোছনা
তুমিই ধ্রুবতারা //

-


2 MAY 2019 AT 1:08

আঁকে যদি কাজলে তুলির টান,
ফ্যাকাসে করে বিরহে নয়ন বান।

-


3 JUL 2020 AT 3:46

নয়নে তোমার স্পষ্ট ক্ষোভ, দেখতে খাসা
তবুও লুকিয়ে আছো, প্রতিবাদে দাওনি ভাষা।।

-


18 NOV 2017 AT 13:01

নয়ন বলে ওহে উজান তুই জালাস কেন আমায়,
তোর জন্যে কাতর হয়ে, আমার অশ্রু বহিয়া যায় !

-


13 SEP 2019 AT 19:36

তা মুহূর্তে ফিকে হয়ে গেল। তোমার চোখে যে ভালোবাসা দেখেছিলাম তা কিকরে ম্লান হবে? কি স্বতঃস্ফূর্ত, উজ্জ্বল চাহনি তোমার। বললেই কি সব শেষ হয়ে যায়? শেষ করা যাবে? তোমার স্মৃতিরা যে সার্বক্ষণিক ভীড় করে আমার মনে, কাজে,পাশে! তুমি কখনো রঙিন চশমা পড়বেনা, আমি তোমার চোখে রঙিন ভালোবাসা দেখতে চাই।তোমার সব স্বপ্ন পূরণ হোক।

-


8 DEC 2020 AT 13:42

তুমি যখন আদর করো
অন্য কোনো নারী ,
আমি তখন গোপনে
লুকাই নয়ন বারি |

-


16 AUG 2019 AT 22:21

মনের আকাশে বারি ঝরে ক্রমাগত,
তবুও নয়ন আজ শুষ্ক-
এ নয়নে বাস কর যে "তুমি".....
তাইতো অশ্রুরও ঝরার অধিকার নেই এখানে--

-