নীল, তোর মনে পড়ে..
বসন্তের ওই দিনটা,
যেদিন তোকে বলেছিলাম,
নীল রং আমি সব থেকে বেশি ভালোবাসি।-
নীল শার্টের বুকপকেটের স্বরলিপিতে আজ শুকনো গোলাপ ঝরে।
শিরায় শিরায় ভালোবাসার রক্ত লেগে রাজপথের বাউন্ডুলে কলঙ্কিনী হয়ে মরে।।
-তবে হে রাজা তুমি কি তোমার রাজত্বে কেবল প্রতিশ্রুতিই জমাবে নাকি গোলাপের কাঁটায় ভালোবাসা আঁকবে!!-
ফ্যাকাসে স্মৃতিতে আজও,
অপেক্ষা তোমার নামে।
নীলচে ভালোবাসা,
বিষাক্ত দৃষ্টির প্রেমে।।...
---Ayan-
অস্তগামী প্রাণে মনগগনে হঠাৎ কে যেন মোরে ডাক দেয় প্রেমের আবাহনে l
-
নীল গাঢ় সবজে আকাশী
রং বদলায় শুধু রং বদলায়
শিকারি জাহাজ ঘোরে মুক্তার নেশায়
দূষিত বর্জ্য আবর্জনা
গহীন তলদেশে প্রবালের কান্না
মাছেদের ফিসফিস
শামুকের খোলে টুপটাপ ঝরে পড়া
আনমনে বালুতটে ঝিনুক জমায় শিশুরা
হাতছানি দেয় নীলের মাদকতা
আমি কুড়িয়ে নিই দু একটা কবিতা !!-
সাঁঝের আকাশ থেকে বিদায় বেলায়, নয়নে শুধু আমার অঝোর অশ্রুধারা,
নিঝুম রাতের অন্ধকারে, আমার কবিতার প্রতি অক্ষরে প্রকাশ পায় বিরহরা..-
আকাশকে ভালোবেসে, আজ যে আমি শুধুই "মেঘে ঢাকা তারা" -
নীলচে জলীয় বাষ্পের অগ্নি-বারিশে, অকালেই খসে গেল প্রেমিকের ধ্রুবতারা....-