QUOTES ON #নীরবতা

#নীরবতা quotes

Trending | Latest
20 JUL 2020 AT 10:07

-


26 JAN 2020 AT 22:46

Part-2(ক্যাপশনে part-1+part2)
" পাকিস্তানের প্রতি ভারত"

শত্রু না হয়ে মিএ হবে,
এ বিবাদ চিরদিনই মুছে যাবে।
যুদ্ধ নয় শান্তি চাই...
এই প্রতিজ্ঞা করব চিরদিন সবাই।
গোলা বাড়ছে বাড়ছে বারুদ,
বাড়ছে যুদ্ধাস্ত্র।
অবশেষে সবই হবে ধ্বংসাত্মক...
মরবে মানুষ হবে শ্মশান,
থাকবে কি হায়! এই জগতে কোন প্রাণ?

-


20 MAY 2021 AT 8:28

-


19 JAN 2020 AT 21:27

আত্মসম্মানের কাছে ভালোবাসা প্রতিনিয়ত যাচ্ছে যখন হেরে ।
হচ্ছি তখন ক্রমশ নীরব,মরছি ততই ভিতর থেকে গুমরে ।।

-



শত কষ্টেও, নীরবতা পালনে থাকে মাদকতা...

-


15 MAY 2019 AT 14:58

লেখার ভাষা.....

অনুভূতি যার সেই বোঝে
বাকিরা তো গল্প খোঁজে..!

-


10 FEB 2021 AT 9:24

নীরবতা
----------
চুপ!
তোর নামে লেগেছে সেকেন্ড হ্যান্ডের ট্যাগ,
তোর তো হয়েছে ব্রেকআপ!
অন্তরের কোণে বিরহের দাগ,
সংবাহন করছিস হৃদ দহনের উত্তাপ।

চুপ!
তোর তো ক্ষণে ক্ষণে পরিবর্তন,
বোধহয় এটা তৃতীয়!
শুধুই ভুল মানুষের ঢল,
হতে পারলি না নির্দিষ্ট কারোর প্রিয়।

চুপ! একদম চুপ!
সঠিক সিদ্ধান্তের নামে তুই অসঙ্গত,
তুই থাক নির্বাক,
আগে সারা মনের ক্ষত,
তারপর দিস ভালোবাসার হাঁক।

-


31 MAY 2020 AT 9:55

হৃদয়াকাশে ভেসে বেড়ানো..
অমূলক কিছু গল্পস্রোত,
গভীর রাতের নীরবতা,
দিনশেষের একাকীত্ব,
না বলা সব কথা..
একসময় মেঘ করে আসে ।

-


11 MAY 2020 AT 21:42

কিছু ভালোবাসা রোজ ভেঙেও, সামলে আবার হেসে ওঠে ;
তাদের জন্যই বোধহয় বসন্তে, দু-একটা পলাশ ফুল বাড়তি ফোটে।

-


2 MAR 2020 AT 16:07

উড়ছে শাড়ি,
জ্বলছে নারী,
মিলছে লাল,
হারাচ্ছে মান।

-