QUOTES ON #নদীর_কথা

#নদীর_কথা quotes

Trending | Latest

জলের ভিড়ে হারিয়ে যাবে নদী
নদীর পাড়ে শেষ সন্ধ্যা একো

-


16 JUL 2019 AT 17:36

হয়তো আর আসা হবেনা এই পথে,
যে পথ বেভুলে ক্ষয় হয়ে গেছে,
নষ্ট জীবনের বোঝা বহমান ক্ষীন নদী,
দিকভ্রান্ত মোহনার খোঁজে।

প্রখর তাপে, নুড়িপাথরের সংঘাত,
ক্রমশ আয়ুস্কাল অজান্তে ফুরায়,
বেগহীন স্রোতের অচঞ্চল ধারা,
ব্যথাভারে ন্যুব্জ দিনান্তে হারায়।

-



তুমি নৌকো হয়ে নদীতে ভেসে যাও বরাবরই,
আর আমি পালের মতো বারবার
ঝড়ে ছিন্ন ভিন্ন হয়েও আঁকড়ে থাকি তোমাকে ।
নদী আর নৌকোর আনুকূল্য অনাদিকাল থেকে এক সুতোয় বাঁধা ;
আর পাল, সেই নৌকোরই দৃঢ় হওয়ার মর্যাদা,
তাই যতবারই মর্যাদায় আঁচড় পড়ে
ততবার তোমাকে অজেয় করার সংকল্পে
মেলে ধরি নিজেকে,
নতুন করে সাজিয়ে তুলি....
নদী কখনো বোঝে না নৌকোর সাথে পালের অটুট বন্ধন,
নদী বয়ে চলে আপন গতিতে ।

-




নদীর স্রোত হারিয়ে গেলে, নতুন নদীর জন্ম হয় ।
জীবনটা হারিয়ে গেলে, নতুন জীবন জন্ম লয় ।।
Panchanan Maiti,,,20/08/639🌺🌺🙏🙏











-


12 OCT 2019 AT 12:32

শহর গড়ছে,গাংগ খালে নিস্বঃ,কতো সাক্ষী গাঁথা এ-বুকে;
কতো গল্প লিখেছি প্রেমের,ঢাকা পরেছে পরিত্যক্তে, নিশ্চুপ এ-মুখ,

থেমে গেছে ধারা,তাও শহরের বহম‍ান সাহারা,
মৃত আমি ইতিহাসে আমি,নেই কিছু আমার সর্বহারা।

-


26 MAY 2020 AT 17:59

🏞️ পাহাড়ী 🏞️
শুনে ছিলাম মেঘের কাছে,
তার দেশে এক নদী আছে।
পাহাড়ের চূড়া ভেদ করে,
গহীন বনের বুক চিরে,
ছুটতো সে এক রাক্ষুসে পাহাড়ী নদী।
সবাই তাকে করতো ভয়;
কারন সে নাকি,
মানুষের মন গিলে খায়।

-


27 JUN 2020 AT 20:32

অস্তাচলে, গোধুলিবেলায়
বসি নদীর কূলে
হতভাগী এই মেয়েটিকে
নেবে কি কোলে তুলে ?
ওগো নদী কথা হোতে
আসো তুমি ?
কুলুকুলু শব্দে , মৃদু মন্দে
কোথায় বহিছ তুমি ?
মনে অনেক প্রশ্ন ছিল আমার
তুমি শুধালে সঙ্গে যাবি আমার ?
আসিতে পারি কিন্তু ,
আমার আছে যে সখ একখানি ,
কহিলে তাড়াতাড়ি উঠে পড়
তৈরি আছে তরী খানি ।
তোর সব সখ তবে করিব পূরণ আমি
শুধালাম , নদী, আমায় গান শেখাবে, তুমি ?

-



ইছামতী নদীর ধারে বসে পিঙ্কী তার মেয়েবেলার কথা ভাবছিল। বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের বাড়ির রাস্তাটা ওই দুরে মিলিয়ে গেছে। সেই ছেলেবেলায় তার দাদা তাকে নিয়ে আসত এইখানে। হঠাৎই বৃষ্টি নামলে দুজনেই ভেজা কাক হয়ে বাড়ি ফিরতো। আজ দশ বছর হলো দাদার মৃত্যুর।

হঠাৎই ইনবক্সে বড়বাবুর মেসেজ ঢুকলো। কালই আবার ফিরতে হবে শহরে। আবার সেই গাড়ির হর্ন, যানজট আর প্রোমোশনের লড়াই।

-✒কাশফুল

-


17 DEC 2018 AT 12:04

স্মৃতির ভিড়ে একলা ভীষণ সুখ অন্বেষণে,
যে নদী তার বাঁক হারিয়েছে সমুদ্রের টানে,
সে নদী বুঝেছে কেবল পথ হারানোর ব্যথা,
তার বুকেও গভীর ক্ষত লুকিয়ে থাকা চুপকথা।

-


28 JUN 2020 AT 9:50

নদী আমায় গান শেখাবে স্রোতের সুরে, বলো ?
আপনবেগে ইচ্ছেমতো কেমনে তুমি চলো ?

খুশি কি তুমিও হও বর্ষাবেলা, উথাল-পাথাল বানে ?
জল শুকোলে তুমিও বুঝি কষ্ট পাও গোপন অভিমানে ?

শত বাঁধা নিমেষেই তুমি, কেমনে করো পাড় ?
তোমারও কি হয় বন্ধু, চলার পথে হার ?

সময়ের ন্যায় তুমিও দেখি, সদাই চিরসত্য,
ছোটার নেশায় তুমিও বুঝি, হও বড় মত্ত।

তোমার বুকেই বাঁচে দেখি, জগত সংসার,
তোমার প্রতিভায় মুগ্ধ আমি, হই যে বারংবার।

এতো জঞ্জাল তোমার ভিতর কেমনে সহ্য করো ?
মরার আগে তুমিও বুঝি, আমার মতোই মরো ?

-