অনিন্দিতা চৌধূরী   (📝অনন্যা)
138 Followers · 40 Following

read more
Joined 27 February 2019


read more
Joined 27 February 2019

মানুষ বেঁচে থাকে,
মরে যায় শুধু ইচ্ছেরা....

-



রূপকথা লেখে জানালার কাঁচে,
মেঘলা দুপুর রাত্রি নিঝুম পাড়া;
রাজকন্যার মুক্তো পালক বন্যা ।

নিভু মিঠে আলো তারাদের বাড়ি,
কালো মুছে যায় চাঁদের জ্যোৎস্না আঁচে...
সেযে, রূপকথা লেখে জানালার কাঁচে।

সময়ের ঘড়ি বইতে বইতে আবার যখন
চুমু এঁকে দেয় স্নিগ্ধ নয়নতারা...
দেখি রোজ,মেঘলা দুপুর রাত্রি নিঝুম পাড়া।

আধো আধো রবে কলরব ঘুড়ি,
চিরকুটে আঁকা স্বপ্ন রঙিন ...পরির মুকুট;
খিলখিলে এক রাজকন্যার মুক্তো পালক বন্যা।

-



এ অভিশাপ নাকি জন্মদাগ!
পুড়তে পুড়তেও শেষ হয়না.....

-



শব্দ দিয়ে শব্দ ঢাকি বেবাক হই অন্তরে,
থমকে যেতে থাকি শুধু শব্দহীন চিৎকারে...

-



মন ভালো নেই। মাথার ভেতর গুমোট অন্ধকারে মিলিয়ে যাচ্ছে সব সঞ্চয়। হতে পারা আর হওয়ার মাঝে যে কি বিশাল দূরত্ব তা উপলব্ধি করছি খুব কাছ থেকে। এ কোনো প্রলাপ বাক্য নয়। এ এক জড়তামুখী জীবনে থমকে থাকা।

নিত্য নতুন উপমাতে অভিভূত করা হলে আরও তীক্ষ্ণ ভাবে বিদগ্ধ হই। হতে পারা আর হওয়ার মাঝে দাঁড়িয়ে দেখছি মানুষ কীভাবে নিস্তেজ হতে থাকে।

-



ভীষণ মনখারাপ হলে তোমার কাছে যাই না আর।
নিজেকে ফাঁকি দিতে পারিনা যখন,
স্মৃতির জীবাশ্ম থেকে খুঁড়ে আনতে যাই অস্তিত্বকে।

সেখানে আজও কেউ ভালোবেসে যায়...
অপেক্ষাহীন ভাবে।

-



চাতক দৃষ্টি শরীরকে আরো ক্লান্ত করে।
নীরবতার উনোনে সেঁক নিতে থাকি বেশি করে।

নীরবতা কখনো আবেগের ছোঁয়া দেয়,
কখনো দূরত্বের স্রোত।

-



কথার পাহাড় জমে,
অথচ আমরা নীরবতার কাপে চুমুক দিই।

-



বদলে নিলাম ভেলা, হয় লেগে থাকো নয় ছুঁড়ে ফেলা
জন্মের দায় ভেঙে, মৃত্যুর কাছে যেতে হবে সেই একা...

-



ঘুড়ি হতে চাওয়া ছেলেটাকে মুক্ত আকাশের বদলে এক টুকরো আকাশ দেওয়া হল, যার বাইরেটা নিষিদ্ধ। নদী হতে চাওয়া মেয়েটা পেল বাঁধানো জলাধার।

-


Fetching অনিন্দিতা চৌধূরী Quotes