মানুষ-ই যদি সারাজীবন নাই-ই থাকে,
তবে তাদের ভুল নিয়ে, কিই করা যাবে।-
দু' লাইনে বাবার মতো
বাবা মানে ছাতার মতো বিশাল স্নেহের আকাশ-
শাওনঘন দিনে রোদেলা, সুরক্ষায় পাশে থাকার
আশ্বাস।-
তোমার মাঝে খুঁজেছি আমার আমিরে-
শূন্য আসন,হৃদয় বীণায় আজি সুর নাহি রে।-
# দু লাইনে কন্যা রূপে
শক্তিরূপিণী রূপ সম্বরি গৃহে পুতুল খেলা সারাবেলায়-
কন্যা রূপে আসন পাতা মাটির আঙিনায়...
-
জীবন সাদা ক্যানভাসের মতো,কখনো রঙে রঙিন-
কখনো মুছে যায়,বেরঙ না পাওয়ার বেদনা মলিন।-
সেই ফাঁকা মাঠে সকল বন্ধু সমন্বয়ে ...
মৃদুমন্দ বাতাসের সংস্পর্শে ঘুড়ি ওড়ানো !
সবুজ তৃণভূমি মধ্যস্তলে ক্রিকেট খেলা ও
ফুটবল খেলা ।
ছোঁয়া ছুঁয়ি খেলা ... লুকোচুরি খেলা,
স্কুলের প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ।
বড্ড শিহরণ জাগায় মনে, শৈশবের স্মৃতিচারণ মুহূর্তগুলো ।
সবই আজ আবছা হচ্ছে,
সময়ের সাথে সাথে ।
আমাদের থেকে প্রায়শই স্মৃতি কেড়ে নিয়েছে,
অভিশাপী মুঠো ফোনের ঝলকানি !
দু'দন্ড ছেলেবেলায় ফিরতে বড় মন করে ।।
-
"চকুলো ভৰা দু-নয়নেৰে এখন
দাপোন চালে ধুৱলি-কুঁৱলী
দেখাটো স্বাভাৱিক কথা কিন্তু
হাঁহি মুখেৰে যেতিয়া
সেই একেখন দাপোন চোৱা যায়
তেতিয়া কেৱল
দাপোনখনেই ৰঙীন হৈ নপৰে
গোটেই পৃথিৱীখন ৰঙীণ হৈ পৰে"-