শুভজ্যোতি 🍂 চক্রবর্ত্তী   (✍শুভজ্যোতি~চক্রবর্ত্তী✍)
39 Followers · 27 Following

প্রকৃত শিক্ষাই পারে ...
মানবজাতিকে উন্নতির চরম
শিখরে পৌঁছে দিতে ...
Joined 26 April 2020


প্রকৃত শিক্ষাই পারে ...
মানবজাতিকে উন্নতির চরম
শিখরে পৌঁছে দিতে ...
Joined 26 April 2020

জীবনে কিছু কথা থাকে...
যেগুলো এলোমেলো হয়ে
শুধুই বাতাসে ভাসে !

-



সুন্দর বস্তুকে আঁকড়ে ভালো
থাকাটা ক্ষণস্থায়ী!
কিন্তু , সুন্দর 💝 ব্যক্তিত্বকে আঁকড়ে
ভালো🌿থাকাটা চিরস্থায়ী হতে পারে ❤

-



নতুন বছরের প্রারম্ভে জেগে
উঠুক আশাতিত আলো ।
হিংসা-বিদ্বেষ মিটিয়ে
সকলে যেনো থাকে ভালো ।
ইংরেজী নববর্ষের (২০২২)
শুরু থেকে শেষ, সকলের
মনোবাঞ্ছা পূর্ণ হোক আরো ।।

-



ভাবনার মাঝে আজও
বিরাম চিহ্নের ক্ষত!
তবুও, ভাবুক মন
ভেবে চলে অবিরত ।।

-



দু_নয়ণে স্বপ্ন ভাসে ...
হৃদয়ের সুরের মাঝে |
স্বপ্নেরা আজও ঘোরে ফেরে ...
শান্তির ঐ নিড়ের খোঁজে |

-




সকল প্রাপ্তি
পরিতৃপ্ত নাও হইতে পারে ।
কিন্তু, কিছু পরিতৃপ্ততা প্রাপ্তির
হেতু হইয়া থাকে ।।

-



জীবনের পথ চলার অন্তরালে,
কত চাওয়া_পাওয়া দিশা ঘোরে ফেরে |
আবেগী রঙের তুলি ...
আজও ভ্রমিছে মোরে পিছে |

-



নিশুতি রাতে স্বপ্ন জাগে,
মন কেমনের গল্প জানে ।
শিশির ভেজা রাত্রি প্রহর,
ভেজায় মনের দগ্ধ কোঠোর ।

-



ভিজেছি চিত্ত তৃপ্তিতে !
এঁকেছি মৃণ্ময়ী রূপটি তোর ।
চিন্ময়ী আভায় হচ্ছে ভোর ।।

-



ভাবনার অন্তর আজ ...
ক্ষত চিহ্নে ভরা !
বাকি সব কিছুই তো ...
পরিস্থিতি নামক বেড়া জালে ঘেরা ।
কবিতার রসদ যোগায়,
যা আছে মোর স্মৃতিপথে মোড়া ।।

-


Fetching শুভজ্যোতি 🍂 চক্রবর্ত্তী Quotes