এবার তুমি উঠে পড়,
আর ঘুমাওনা ছোট্ট খোকা।
দেখ সূর্যিমামা উঠে পড়েছে,
নিয়ে তার আলোর ঝাঁকা।
দাঁত মেজে আর মুখ ধুয়ে,
এবার তুমি পড়তে বসো।
তার আগে মা মা ডেকে,
একবার শুধু মুচকি হাঁসো।-
তোমার সাথে পথেই দেখা,পথেই পরিচয়,
যাত্রা শেষে হাসিমুখে বলি এবার তবে দাও আমায় বিদায়..
তোমার ছোট্ট ছোট্ট হাতে আমার আঙ্গুল ধরে থাকো,
তোমার আধো আধো স্বরে আমার নাম ধরে তবু ডাকো;
জানি কোন সুদূরের অতীত হতে চেনো বুঝি আমায়..
আসা যাওয়ার পথের মাঝে বাঁধে বুঝি মায়ার অভিনয়!
তুমি আশায় ভরে চাও, হাত বাড়িয়ে চিৎকার করে যাও..
তোমার চোখের জলে ভাসিয়ে মুখ আমায় ও কাঁদিয়ে দাও!
বসেনা মন কাজে পথের মাঝে দাঁড়িয়ে থাকি চেয়ে,
বুঝি এমন করেই হারায় আমার মন নিজেকে খুঁজে পেয়ে..-
অভিমান ভাঙ্গিয়ে নিও
তার পেছনে লুকিয়ে থাকা
ভালোবাসাটা খুঁজে নিও।-
বিশাল আকাশের মতোই তোর মনে অসংখ্যের বাস
আমি তো একটা মাত্র খসে যাওয়া ছোট্ট তারা ।-
রোগা চেহারার এক কমবয়সি মা, ছেড়া ব্লাউজটা কাপড়ে ঢেকে; ছোট্ট তার শিশুটিকে কোলে চেপে,, দরজার সামনে এসে চুপচাপ দাড়ালো।
আমি আর আমার মা দরজা খুলতেই;
জ্বল জ্বল করা চোখ গুলি আমাদের দিকে এলো এগিয়ে ,
কিছু প্রশ্ন করার আগেই, সে তার ছেলে কে নামিয়ে;
আমার মায়ের পায়ে পরে, পা দুটি জড়িয়ে ধরলো।
বয়স তিনের শিশুটিও, আমার পায়ে ছোট্ট দুটি হাত রেখে, নকল করার চেষ্টা করলো।
ধুলো মাখা গালটা চোঁখের জলে দাগ কাটা ছিল;
স্পষ্ট বুঝলাম, সামলাতে না পেরে কোলে তুলে নিলাম,,
পচা গন্ধ বিদ্যমান, শরীরটা দুর্বলতায় ভরা উপেক্ষা করলাম।
এরপর এক মা আরেক মাকে, নতুন কাপড়ে দিয়েছে রাঙিয়ে;
তত ক্ষণে আমিও ক্ষুদে টিকে, নতুনত্বে সাজিয়ে।
খাবারের টেবিলে বসিয়ে খাবার গুলো তাদের দিলাম এগিয়ে।
মন কেড়ে নেওয়া ছোট্ট হাসি মুখটা দেখে,
তার মায়ের চোখ বহুদিন পর খুশির কান্নায় গিয়েছে ভিজে।
এইভাবে ক্ষুদার আগুনে জলতে থাকা জিবন দুটি
নতুন করে বাঁচার আশা ফিরে পেয়েছে।
আমাদের মানব জনম এইভাবে পূর্ণতা পেয়েছে।-
এই মন ছুটি, ছুটি,
নেবো লুটি, লুটি
এই মন বসন্ত সন্ধ্যায়,
তোমার কাছে, কাছে
চাইছে মন আরো কাছে,
ভালোবাসার এই মনটায় l
(ক্রমশ )-
"বইপাড়া"
হাড়িয়ে যেতে চাই সে ঙ্গানের ঘড়াই
গিলতে চাই সব কিছু ।
এলোমেলো উচুঁ চুঁরাই ,
সারিসারি কাঁধে হাত দিয়ে থাকা বইয়ে পাড়ায় হাড়িয়ে ঘুম হতে চাই মন বারে বারে।
ঙ্গানের গলায় আমিও এক আস্ত তাবিজ হতে চাই এই বেকুল হ্নদয়,
শুধু মাত্র আমার চাই এক বইপাড়া
শব্দের মাঝে নতুন শব্দ মুই গড়তে চাই
নিজের কলমের ভাষায়।
আমি বারে বারে পাগল হয়ে পরি
ঙ্গানের স্বাধে বইপাড়ায়।-
হ্যাঁ-না-ও-আচ্ছা,এগুলো যাদের বানী,
হারিয়ে যায় বার্তালাপের, সাধারণ ইছেখানি।
সময় বদলায়, বদলায় মানুষ,
অভিযোজনের তাগিদে,থাকেনা কারুর হুঁশ।
কঠিন বাস্তব তপ্ত করে তোলে, জাগায় অজানা শক্তি,
তাই তো সে সমাদর পায়,জাগে অজানা ভক্তি।
জীবন তার চিত্রনাট্যে অন্ধকারে জ্বালে আলো,
মুগ্ধ হয়ে আমি তাই তাকে এতটা বাসি ভালো।-