Ripa Halder   (_ রিপা✍️)
72 Followers · 23 Following

read more
Joined 29 April 2020


read more
Joined 29 April 2020
1 MAR 2022 AT 0:34

রাতের কালো বাড়বেই তো,
যে যার অভ্যাসে।
অনুর্বর মাটি যেমন নিস্ফলা,
হাজারও জলসেচে!

_রিপা✍️

-


28 FEB 2022 AT 0:16



নিঃস্বতা বড়ো যেখানে
কার কী করার আছে?

গুরুত্ব তো নিজের কাছে।
পুড়ছো পোড়ো ঘুমের আঁচে!

_রিপা✍️

-


28 FEB 2022 AT 0:11


রাতপিওনও ক্লান্ত চোখে ফিরছে যখন নিজের ঘরে;
আবেগ মোড়া মেঘের কোলে ভাঙছে আকাশ সজোরে!

_রিপা✍️

-


26 JAN 2022 AT 0:09

ধারাপাতের সংখ্যাগুলো চলছে যে যার রেশে;
ভালোবাসার শুভ বার্ষিকী আজকের ছাব্বিশে।

সময়ের লাটাই নিখোঁজ জানি, স্বপ্নগুলো অসুখে,
পৃথিবী একদিকে হলেও আমার সুখ তোমার বুকে।

_রিপা

-


8 AUG 2021 AT 10:38


এ ঈশ্বরের মৃত্যু নেই?
অনুভূতি, আবেগের কি মৃত্যু হয়?
হতে পারে তা পরিস্থিতি ভেদে ভিন্ন ভিন্ন হয়।
প্রতিটি মুহূর্তে রবির উত্তেজনা বিরাজমান,
হোক সে - প্রেম,বিচ্ছেদ, জন্ম,মৃত্যু,রাগ,অভিমান।

হঠাৎ সেদিন সময়ের চাকায় পিষে গেল বৈশাখী অরুণাভ,
শোকের ছায়া গ্রাস করল বাংলা তথা গোটা বিশ্বব্রহ্মাণ্ড।
অন্তরালের রোদেলা আবেগ শ্রাবণের কাছে তখন প্রাণহীন।
মুহূর্তটা স্বাভাবিক হলেও মেনে নেওয়া দুষ্কর ছিল মৃত্যুঋণ।

কিছু ব্যক্তিত্বের সব উজারেও চাহিদা বাড়ায় মুহূর্তরা।
জানি নবীন বরণে প্রাচীনের বিসর্জন পরম্পরা।
তাইতো আজও ঝরছে বাইশের শ্রাবণধারা।

"তুমি রবে নীরবে, হৃদয়ে মম..."

_রিপা✍️








-


7 AUG 2021 AT 21:32

অনুভূতির অকপটে যান্ত্রিকতাও গন্ধ ছড়ায়;
ছোঁয়ার নেশা সন্ধ্যা হতেই ভালোবাসা বাড়ায়।

জটলা পাকানো শিহরণে নিষেধের হরতাল,
ঠোঁটের স্পর্শ ঠোঁট বোঝে, হোক সে ভার্চুয়াল!

_রিপা✍️


-


28 JUL 2021 AT 12:57

মনচাপা কিছু বুনিয়াদ ঘিরে পরাধীনতার স্বাদ,
ঠোঁটের তিলে ক্রমশ জমছে ছোঁয়াচে আহ্লাদ।

অনুভূতির খতিয়ান জুড়ে শত ধাঁধার অভিসার!
ভূমিকার আগামী তুমি উপসংহারের জাতিস্বর।


_রিপা✍️

-


18 JUL 2021 AT 0:33

রাত জাগা অবহেলা একাকিত্বের বাহানা খোঁজে!
অনুভূতি বোঝা কঠিন প্রিয়, -'ভুল তো সবাই বোঝে।'

_রিপা✍️

-


19 JUN 2021 AT 12:35


Sometimes, even the known stories become tired by holding salt due to the tension of time. Even if you make a mistake in the absence of feelings, all the logic of your loved ones seems to be misleading . Perhaps, I think of him more than myself, do I have any calculation to myself !

_ Ripa✍️

-


17 JUN 2021 AT 22:52

কিছু অনুভূতিরা বাঁচুক মণিকোঠার গোপন ভাঁজে,
ভালো-মন্দ সব মুছে যাক অস্তমিত সাঁঝে।
অভিমান যত মরুক যোজন দূরত্ব কষে,
"আমার আমি তোমায় চাই শত উপেক্ষার শেষে।"

_রিপা✍️

-


Fetching Ripa Halder Quotes